Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5591
৭০-এর সাধারণ নির্বাচন
১.১৯৭০ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-৭ ডিসেম্বর ।
২.পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল কত?
-৩১৩ টি।
৩.পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কত?
-১৬৯ টি।
৪.পশ্চিম পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কত?
-১৪৪টি।
৫.পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল কী ছিল?
-আওয়ামী লীগ ১৬৭, পিডিপি ১ টি ও স্বতন্ত্র ১ টি আসনে জয়লাভ করে।
৬.পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-১৭ ডিসেম্বর।
৭.পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা ছিল কত?
-৩১০টি।
৮.প্রাদেশিক আওয়ামী লীগের ফলাফল কী?
-আওয়ামী লীগ ২৯৮, পিপিপি ২, জামায়াত-ই-ইসলামী, ন্যাপ ও নেজামে ইসলাম মিলিতভাবে ৭টি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা
১.বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২.কবে ঢাকায় জাতীয় পরিষদের প্রথশ অধিবেশনের তারিখ ঘোষণা করা হয়?
-১৩ ফেব্রুয়ারি ১৯৭১।
৩.কবে বাংলাদেশ পতাকা উত্তোলন করা হয়?
-২ মার্চ ১৯৭১।
৪.বাংলাদেশের পতাকা কোথায় উত্তোলন করা হয়?
-ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
৫.কবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেয়া হয়?
-২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গনে।
৬.কবে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
-৩ মার্চ ১৯৭১।
৭.শেখ মুজিব কোথায় ৭ ই মার্চের ভাষণ দেন?
-রেসকোর্স ময়দানে।
৮.কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
-১৯৭১ সালের ২৫ মার্চ রাত বারোটার পর অর্থাৎ ২৬ মার্চে।
৯.ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়?
-২১ নভেম্বর ১৯৭১।
১০.ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয়?
-২১ নভেম্বর ১৯৭১ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4315 Views
    by rajib
    0 Replies 
    5694 Views
    by tasnima
    0 Replies 
    4553 Views
    by kajol
    0 Replies 
    4767 Views
    by rana
    0 Replies 
    3265 Views
    by rana

    ছেলেমি-- বুড়োমি/পাকামি/জ্যাঠামি ছোকরা-- বুড়া ছেঁ[…]

    ঘোষধ্বনি-- অঘোষধ্বনি ঘাট-- আঘাট ঘাটতি-- বাড়তি ঘন-[…]

    গোরা-- কালা গৃহিত-- বর্জিত গুরু-- লঘু/শিষ্য গরল-- […]

    খুচরা-- পাইকারি খ্যাত-- অখ্যাত খ্যাতি-- অখ্যাতি খা[…]