Let's Discuss!

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5558
১.Who is the oldest?
P is older than Q
Q is older than R
R is older than S
S is older than Q
-P
২.ক ও খ হলো দুই বোন। খ হলো গ এর মা। ঘ হলো গ এর ছেলে। যদি ঙ, ক এর ছেলে হয়, তাহলে কোন সম্পর্কটি সঠিক?
-ক, ঙ ও খ হলো ভাইবোন
৩.আমীর সাহেব বাড়ি থেকে বের হয়ে ২ কিমি দক্ষিণে গিয়ে বামদিকে ৩ কিমি গেলেন। এরপর বামদিকে ২ কিমি গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি.মি গেলেন। মাহমুদ সাহেব বর্তমানে কোথায় অবস্থান করছেন?
-নিজ বাড়িতেই।
৪.ফাহিম উত্তর দিকে ৪০ মিটার গেল, পরে বামি দিকে ঘুরে আরও ১৫ মিটার গেল, আবার বাম দিকে ঘুরে ৩০ মিটার গেল এবং ডান দিকে ৪৫ ডিগ্রি কোণে গেল। সবশেষে ফাহিম কোন দিকে যাচ্ছিল?
-উত্তর-পশ্চিমাংশ
৫.Who is to the immediate lift of L?
-M
৬.আমার মা তোমার ভাইয়ের বোন। তোমার সাথে আমার সম্পর্ক কী?
-মামা
৭.রুনা আছিয়ার মেয়ে। রুনার দাদির মেয়ের মেয়ের একজনই মামা রয়েছে। আছিয়ার সাথে এই মামার সম্পর্ক কী?
-স্বামী
৮.মিলির সামনেই রয়েছে খুব চমৎকার চেহারার একটি মেয়ের ফটোগ্রাফ । মিলি বলছে আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি । আর এ ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে। ঐ ফটোগ্রাফটি কার?
-তার মেয়ের
৯.একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?
-স্বামী।
১০.আমার বাবার বোনের বাবর ছেলের মেয়ে আমার কি হয়?
-বোন
১১.একজন পুরুষকে খোঁচা দিয়ে একজন পুরুষ অপর মহিলাকে বলল, তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা। মহিলার সাথে ঐ পুরুষটির সম্পর্ক কী?
-দাদি
১২.মনির হলো সুমন ও রিংকির পিতা। সুমন মনিরের ছেলে কিন্তু রিংকি মনিরের ছেলে নয়। রিংকি ও মনিরের সম্পর্ক কী?
-কন্যা
১৩.সুহাসিনী তার সহযাত্রী ভদ্রলোককে দেখিয়ে বান্ধবীদের কাছে জানাল যে, এই ভদ্রলোকটির বাবার একামাত্র বড় ছেলেন ছোট বোনের বাবা আমার শ্বশুর হন। সুহাসিনীর সাথে সহযাত্রীর ভদ্রলোকটির সম্পর্ক কী?
-স্বামী-স্ত্রী।
১৪.কোনো এক মহিলার পরিচয়ের সময় একজন পুরুষ বললেন, মহিলার পিতা তার মায়ের একমাত্র সন্তান। মহিলাটির সাথে পুরুষটির সম্পর্ক কী?
-কন্যা।
১৫.তোমার মা আমার মায়ের ভাইয়ের নানী। তোমার সাথে আমার সম্পর্ক কি?
-নানী
  Similar Topics
  TopicsStatisticsLast post
  1 Replies 
  88 Views
  by nabila
  1 Replies 
  76 Views
  by tarek
  1 Replies 
  67 Views
  by adeel
  0 Replies 
  46 Views
  by aia999450
  1 Replies 
  41 Views
  by amjad

  গঞ্জযুক্ত উপজেলা উপজেলা – জেলা আজমিরিগঞ্জ,[…]

  ১.ইলিশ কোন গোত্রের সদস্য? -ইলিশকে ইংরেজিতে Hilsa ব[…]

  ১.বর্তমানে দেশে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্ল[…]

  ১.জাতিসংঘ সচিবালয় কাদের নিয়ে গঠিত? -জাতিসংঘ সদর […]