Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5558
১.Who is the oldest?
P is older than Q
Q is older than R
R is older than S
S is older than Q
-P
২.ক ও খ হলো দুই বোন। খ হলো গ এর মা। ঘ হলো গ এর ছেলে। যদি ঙ, ক এর ছেলে হয়, তাহলে কোন সম্পর্কটি সঠিক?
-ক, ঙ ও খ হলো ভাইবোন
৩.আমীর সাহেব বাড়ি থেকে বের হয়ে ২ কিমি দক্ষিণে গিয়ে বামদিকে ৩ কিমি গেলেন। এরপর বামদিকে ২ কিমি গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি.মি গেলেন। মাহমুদ সাহেব বর্তমানে কোথায় অবস্থান করছেন?
-নিজ বাড়িতেই।
৪.ফাহিম উত্তর দিকে ৪০ মিটার গেল, পরে বামি দিকে ঘুরে আরও ১৫ মিটার গেল, আবার বাম দিকে ঘুরে ৩০ মিটার গেল এবং ডান দিকে ৪৫ ডিগ্রি কোণে গেল। সবশেষে ফাহিম কোন দিকে যাচ্ছিল?
-উত্তর-পশ্চিমাংশ
৫.Who is to the immediate lift of L?
-M
৬.আমার মা তোমার ভাইয়ের বোন। তোমার সাথে আমার সম্পর্ক কী?
-মামা
৭.রুনা আছিয়ার মেয়ে। রুনার দাদির মেয়ের মেয়ের একজনই মামা রয়েছে। আছিয়ার সাথে এই মামার সম্পর্ক কী?
-স্বামী
৮.মিলির সামনেই রয়েছে খুব চমৎকার চেহারার একটি মেয়ের ফটোগ্রাফ । মিলি বলছে আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি । আর এ ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে। ঐ ফটোগ্রাফটি কার?
-তার মেয়ের
৯.একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?
-স্বামী।
১০.আমার বাবার বোনের বাবর ছেলের মেয়ে আমার কি হয়?
-বোন
১১.একজন পুরুষকে খোঁচা দিয়ে একজন পুরুষ অপর মহিলাকে বলল, তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা। মহিলার সাথে ঐ পুরুষটির সম্পর্ক কী?
-দাদি
১২.মনির হলো সুমন ও রিংকির পিতা। সুমন মনিরের ছেলে কিন্তু রিংকি মনিরের ছেলে নয়। রিংকি ও মনিরের সম্পর্ক কী?
-কন্যা
১৩.সুহাসিনী তার সহযাত্রী ভদ্রলোককে দেখিয়ে বান্ধবীদের কাছে জানাল যে, এই ভদ্রলোকটির বাবার একামাত্র বড় ছেলেন ছোট বোনের বাবা আমার শ্বশুর হন। সুহাসিনীর সাথে সহযাত্রীর ভদ্রলোকটির সম্পর্ক কী?
-স্বামী-স্ত্রী।
১৪.কোনো এক মহিলার পরিচয়ের সময় একজন পুরুষ বললেন, মহিলার পিতা তার মায়ের একমাত্র সন্তান। মহিলাটির সাথে পুরুষটির সম্পর্ক কী?
-কন্যা।
১৫.তোমার মা আমার মায়ের ভাইয়ের নানী। তোমার সাথে আমার সম্পর্ক কি?
-নানী
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3251 Views
    by rekha
    0 Replies 
    5360 Views
    by romen
    0 Replies 
    4109 Views
    by romen
    0 Replies 
    3180 Views
    by romen
    0 Replies 
    2063 Views
    by rajib

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]