Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5555
১.রাবি কাদেরকে বলা হয়?
-যে সকল ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন তাদেরকে বলা হয় রাবি।
২.মতন কাকে বলে?
-হাদিসের মূল বক্তব্যের বলা হয় মতন।
৩.কখন থেকে হাদিস লেখার হুকুম জারি হয়?
-হিজরী ১০০ সালের প্রারম্ভে প্রখ্যাত উমাইয়া খলিফা উমর বিন আবদুল আজিজ সরকারি পর্যায়ে হাদিস লেখার হুকুম জারি করেন।
৪.প্রথম সংকলিত হাদিস কোনটি?
-ইমাম মালিক (র) এর সংকলিত মুয়াত্তা প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ।
৫.কোন শতক হাদিস সংকলনের যুগ?
-হিজরী তৃতীয় শতক।
৬.হাদিসে কুদসী কাকে বলা হয়?
-যে হাদিসের মূলকথা আল্লাহ তায়ালার নিকট থেকে প্রাপ্ত এবং নবী করিম (স) নিজের ভাষায় তা উম্মতকে জানিয়ে দিয়েছেন সেটা হাদিসে কুদসী।
৭.সিহাহ্ সিত্তাহ বলতে কী বোঝায়?
-হিজরী তৃতীয় শতকে ছয়খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থ সংকলিত হয়। এ ছয়খানা হাদিস গ্রন্থকে সিহাহ সিত্তাহ বলা হয়।
৮.সিহাহ সিত্তাহ এর সংকলকগণের নাম কী?
-১.সহীহ বুখারি – ইমাম মুহাম্মদ ইবন ইসমাইল বোখারী (র)।
২.সহীহ মুসলিম -ইমাম মুসলিম ইবন হাজ্জাজ (র)।
৩.সুনানে নাসাঈ – আবদুর রহমান ইবন শুআইব (রা)।
৪.সুনানে আবু দাউদ – ইমাম আবু দাউদ (র)
৫.জামিআত তিরমিযী – ইমাম ঈসা মুহাম্মদ ইবন ঈসা তিরমিযী (র)।
৬.সুনানে ইবনে মাজাহ – ইমাম ইবনে মাজাহ (র)।
৯.ইসলামের দাওয়াত পেয়ে সর্বপ্রথম পুরুষদের মধ্যে কে ইসলাম গ্রহণ করেন?
-হযরত আবু বকর (রা)।
১০.মহানবী (স) তাকে কোন উপাধি দেন?
-সিদ্দীক।
১১.সিদ্দীক শব্দের অর্থ কী?
-বিশ্বাসী, সত্যবাদী।
১২.কোন যুদ্ধে অনেক কুরআনের হাফিজ শহীদ হন?
-ইয়ামামার যুদ্ধে।
১৩.ইয়ামামার যুদ্ধে কাদের মধ্যে সংগঠিত হয়?
-মুসলমান ও ভন্ড নবীদের মধ্যে।
১৪.একজন ভন্ড নবীর নাম কী?
-মুসায়লামা।
১৫.পবিত্র কুরআনে বিধি বিধান সংবলিত কতটি আয়াত অবতীর্ন হয়েছে?
-৫ টি আয়াত।
১৬.আইম্মায়ে আরবায়া দ্বারা কাদের বোঝায়?
-ক.ইমাম আবু হানিফা (র)
খ.ইমাম শাফেয়ী (র)
গ.ইমাম মালেক (র)
ঘ.ইমাম আহমদ ইবনে হাম্বল (র) কে বোঝায়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]