Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5530
১.Fire: Ashes:: Explosion:?
-Debris
২.ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো উল্টো দিক থেকে সাজালে ডান দিক থেকে দশম অক্ষরের বাঁদেকে ষষ্ঠ অক্ষর কোনটি?
-P
৩.কোনো সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে ৫ বিয়োগ করে ৯ দিয়ে গুণ করলে ১৩৫ হয়। সংখ্যাটি কত?
-১০০
৪.ভাইভা বোর্ডে আপনাকে একটি গান গেয়ে শোনাতে বলা হলো। অথচ গান গাওয়ার একবারেই কোনো অভিজ্ঞতা আপনার নেই। ঐ মূহুর্তে আপনি –
-গান গাইতে না পারার কথা বলে যতটা সম্ভব চেষ্টা করবেন।
৫.শুদ্ধ বানান কোনটি?
-মুহুমুর্হু
৬.Correct spelling ____
-Collaborate
৭.ব্যক্তিত্ব প্রকাশে ----- অন্যতম মাধ্যম।
-সৌজন্যবোধ
৮.যদি চxG=৪২ হয়, তবে Jxট=?
-১১০
৯.নিচের কোনটি মৌলিক সংখ্যা?
-৪৭
১০.নিচের নম্বর সিরিজে কোনটি বসবে?
১, ২, ৮, ৪৮, ৩৮৪ ----
-৩৮৪০
১১.ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ ঘ এর কন্যা। সম্পর্কে চ ক এর কী হয়?
-ফুফু
১২.ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যেই ---- হতে হবে।
-পরিশ্রমী ।
১৩.নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নং?
-মেজর আবু তাহের
১৪.আদালত প্রধানত ব্যক্তিগত সমস্যা বা অধিকারের ---
-বিচার করে।
১৫.তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘন্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে?
-১১/৩০
১৬.নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫ কিমি। নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?
-১২ ঘন্টা
১৭.একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
-২ ঘন্টা
১৮.নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
ত মা জা ই না
-নাতজামাই
১৯.১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
-১০টি।
২০.উচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?
-গোড়ালী উচু করতে হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    22 Views
    by bdchakriDesk
    0 Replies 
    10 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]