Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#5522
১.মুসলিম কে?
-যিনি ইসলামের বিধান অনুসারে জীবন যাপন করেন তাকে মুসলিম বলে।
২.ঈমান বলতে কী বোঝায়?
-ঈমান অর্থ বিশ্বাস।
৩.তাওহিদ অর্থ কী?
-একত্ববাদ।
৪.ঈমানের মূল বিষয় কয়টি?
-সাতটি।
৫.নিফাক অর্থ কী?
-নিফাক শব্দের অর্থ কপটতা, ভন্ডামি, ধোঁকাবাজি, দ্বিমুখীভাব পোষণ করা।
৬.কাফির কাকে বলে?
-ইসলামের কোনো বিধি -বিধানকে অস্বীকার করে বা অবিশ্বাস করে তাকে কাফির বলে।
৭.শিরক অর্থ কী?
-অংশীবাদ।
৮.ইসলামি শরিয়াতে ইজমার স্থান কোথায়?
-ইসলামি শরিয়াতে কুরআন ও সুন্নাহর পরে ইজমার স্থান।
৯.ইজমার আভিধানিক অর্থ কী?
-ইজমার আভিধানিক অর্থ ঐক্যমত্য।
১০.ইজমা কাকে বলে?
-ইসলামি পরিভাষায় একই যুগের মুসলিম উম্মাহর পূণ্যবান মুজতাহিদগণের শরীয়াতের কোনো বিষয়ে ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়।
১১.ইজমার রুকন কতটি?
-দুটি।
১২.রুকন দুটি কী কী?
-ইজমাই আযীমত ও ইজমাই রুখসাহ।
১৩.ইজমার হুকুম কী?
-শরীয়ত সংক্রান্ত বিষয়ে ইজমা দ্বারা অকাট্য দলিল সাব্যস্ত হয়।
১৪.ফরয বলতে কী বোঝায়?
-শরিয়াতের এমন কতকগুলো বিষয় আছে যেগুলো অবশ্য পালনীয়।
১৫.ওয়াজিব কাকে বলে?
-ইসলামি শরিয়াতে এমন কতকগুলো বিধান আছে যা পালন করা কর্তব্য।
১৬.সুন্নত কাকে বলে?
-যেসব কাজ মহানবি (স) নিজে করেছেন, উম্মতকে করার জন্য তাগিদ দিয়েছেন কিন্তু তা না করলে শাস্তির বিধান প্রবর্তন করেননি তা নবীর সুন্নাহ নামে খ্যাত।
১৭.মুস্তাহাব বলতে কী বোঝায়?
-যেসব ভারো কাজে মহানবী (স) তার উম্মতকে উৎসাহ প্রদান করেছেন সেগুলোই মুস্তাহাব।
১৮.হাদিস কাকে বলে?
-মহানবি (স) এর বাণী, কর্ম ও তার মৌন সম্মতিকে হাদিস বলা হয়।
১৯.হাদিস কত প্রকার?
-তিন প্রকার।
২০.সনদ কাকে বলে?
-হাদিস বর্ণনার ধারাবাহিকতাকে সনদ বলা হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    22 Views
    by bdchakriDesk
    0 Replies 
    10 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    72 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]