- Thu Dec 17, 2020 1:21 pm#4929
নির্বাচন ও নির্বাচন কমিশন
প্রথম সংসদ নির্বাচন: ৭ মার্চ ১৯৭৩।
সর্বশেষ সংসদ নির্বাচন: ৫ জানুয়ারি ২০১৪।
প্রথম প্রধান নির্বাচন কমিশনার – বিচারপতি মো. ইদ্রিস।
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার – কে. এম. নূরুল হুদা।
নিবন্ধিত রাজনৈতিক দল – ৪১টি।
স্থানীয় বিভাগ
বিভাগ- ৮টি।
জেলা – ৬৪টি ।
সিটি কর্পোরেশন – ১২টি।
উপজেলা – ৪৯২ টি।
পৌরসভা – ৩২৮ টি।
ইউনিয়ন – ৪,৫৭১ (স্থানীয় সরকার বিভাগ), ৪,৫৬২ টি (পঞ্চম আদমশুমারী ২০১১)
গ্রাম – ৮৭,১৯১ টি (পঞ্চম আদশুমারী ২০১১)
ব্যাংক বীমা
কেন্দ্রীয় ব্যাংক – বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর- এ এন এম হামিদুল্লাহ।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর – ফজলে কবির।
মুদ্রা – টাকা ।
সরকারি নোট – ৩টি ।
ব্যাংক নোট – ৭টি।
ব্যাংক – ৬৬টি (তফসিলভুক্ত ব্যাংক ৬০টি) ।
বীমা – ৭৮ টি।
কৃষি, খনিজ, শিল্প ও অর্থনীতি
প্রধান শস্য- ধান, গম, পাট, চা, তামাক, আলু ও আখ ইত্যাদি।
প্রধান শিল্প প্রতিষ্ঠান – পাটকল, চিনিকল, কাগজকল, কাপড়কল, ইস্পাত কারখানা ইত্যাদি।
খনিজ সম্পদ: প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, কঠিন শিলা, কয়লা ইত্যাদি।
অর্থনীতি – অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর এবং বাণিজ্যিক ভারসাম্য প্রতিকূলে।
প্রধান আমদানি দ্রব্য – খাদ্য সামগ্রী, অপরিশোধিত তেল, শিল্পের কাচামাল ইত্যাদি।
প্রধান রপ্তানি দ্রব্য - তৈরি পোশাক, কাঁচা পাট ও পাটজাত সামগ্রী, চা, চামড়া, ও মসলা।
চা বাগান – ১৬৭টি।
ইপিজেড – সরকারি ৮ টি এবং বেসরকারি ২টি।
নদীমালা
প্রধান নদ-নদী: গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা ইত্যাদি।
দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম নদী: মেঘনা ।
প্রথম সংসদ নির্বাচন: ৭ মার্চ ১৯৭৩।
সর্বশেষ সংসদ নির্বাচন: ৫ জানুয়ারি ২০১৪।
প্রথম প্রধান নির্বাচন কমিশনার – বিচারপতি মো. ইদ্রিস।
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার – কে. এম. নূরুল হুদা।
নিবন্ধিত রাজনৈতিক দল – ৪১টি।
স্থানীয় বিভাগ
বিভাগ- ৮টি।
জেলা – ৬৪টি ।
সিটি কর্পোরেশন – ১২টি।
উপজেলা – ৪৯২ টি।
পৌরসভা – ৩২৮ টি।
ইউনিয়ন – ৪,৫৭১ (স্থানীয় সরকার বিভাগ), ৪,৫৬২ টি (পঞ্চম আদমশুমারী ২০১১)
গ্রাম – ৮৭,১৯১ টি (পঞ্চম আদশুমারী ২০১১)
ব্যাংক বীমা
কেন্দ্রীয় ব্যাংক – বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর- এ এন এম হামিদুল্লাহ।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর – ফজলে কবির।
মুদ্রা – টাকা ।
সরকারি নোট – ৩টি ।
ব্যাংক নোট – ৭টি।
ব্যাংক – ৬৬টি (তফসিলভুক্ত ব্যাংক ৬০টি) ।
বীমা – ৭৮ টি।
কৃষি, খনিজ, শিল্প ও অর্থনীতি
প্রধান শস্য- ধান, গম, পাট, চা, তামাক, আলু ও আখ ইত্যাদি।
প্রধান শিল্প প্রতিষ্ঠান – পাটকল, চিনিকল, কাগজকল, কাপড়কল, ইস্পাত কারখানা ইত্যাদি।
খনিজ সম্পদ: প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, কঠিন শিলা, কয়লা ইত্যাদি।
অর্থনীতি – অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর এবং বাণিজ্যিক ভারসাম্য প্রতিকূলে।
প্রধান আমদানি দ্রব্য – খাদ্য সামগ্রী, অপরিশোধিত তেল, শিল্পের কাচামাল ইত্যাদি।
প্রধান রপ্তানি দ্রব্য - তৈরি পোশাক, কাঁচা পাট ও পাটজাত সামগ্রী, চা, চামড়া, ও মসলা।
চা বাগান – ১৬৭টি।
ইপিজেড – সরকারি ৮ টি এবং বেসরকারি ২টি।
নদীমালা
প্রধান নদ-নদী: গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা ইত্যাদি।
দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম, গভীরতম নদী: মেঘনা ।