Try bdQuiz for Free!

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#4889
ভূ-প্রকৃতি ও জলবায়ু
ভৌগোলিক অবস্থানঃ ২০॰৩৪’ থেকে ২৬॰৩৮’ উত্তর অক্ষাংশ এবং ৮৮॰০১’ থেকে ৯২॰৪১’পূর্ব দ্রাঘিমাংশে।
ঋতুঃ ৬টি
ভূপ্রকৃতিঃ পলি গঠিত সমতল ভূমি। ভূ-প্রকৃতি অনুসারে বাংলদেশকে তিনভাগে ভাগ করা হয়েছে। যথা: ১. টারশিয়ারী যুগের পাহাড়ি অঞ্চল, ২.প্লাইস্টোসিন যুগের সোপান অঞ্চল ও ৩. সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি।
জলবায়ু: বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি ধরনের।
গড় তাপমাত্রা: শীতকালীন তাপমাত্রা সর্বোচ্চ: ২৯ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন: ১১ ডিগ্রি সে.।
গ্রীষ্মকালীন তাপমাত্রা: সর্বোচ্চ: ৩৪ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন: ২১ ডিগ্রিী সে.।
বৃষ্টিপাত অঞ্চল: সর্বোচ্চ: সিলেটের লালাখাল এবং সর্বনিম্ন নাটোরের লালপুর।
গড় বৃষ্টিপাত: ২০৩ সেন্টিমিটার।
স্থানীয় সময়: গ্রিনিচ মান সময়+৬ ঘন্টা ।
অভিন্ন নদী: ৫৭টি। ৫৮ টি।
বনাঞ্চলের আয়তন: ২১,৬৫৭ বর্গকিমি। ২.৫২ মিলিয়ন হেক্টর (১৭.০৮%)।
পর্যটন: বাংলাদেশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, সেন্টমার্টিন, কুয়াকাটা, হিরন পয়েন্ট, জাফলং ইত্যাদি।

জনসংখ্যা
বিশ্বের জনসংখ্যায় বাংলাদেশ: অষ্টম ।
মোট জনসংখ্যা: ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন (পঞ্চম আদমশুমারী ২০১১), ১৬ কোটি ৩৭ লাখ (অর্থনৈতিক সমীক্ষা ২০১৯), ১৬ কোটি ৮১ লাখ (UNFPA 2019)।
নারী পুরুষের অনুপাত: ১০০: ১০০.৩ (অর্থনৈতিক সমীক্ষা ২০১৮)
গড় আয়ু: ৭২.০ বছর (অর্থনৈতিক সমীক্ষা ২০১৯)
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৭% (আদমশুমারী ২০১১ ও অর্থনৈতিক সমীক্ষা ২০১৯), ১,১% (UNFPA 2019) ।
জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি): ১,০৬৩ জন (আদমশুমারি ২০১১), ১,১০৩ জন (অর্থনৈতিক সমীক্ষা ২০১৯)
ধর্মভিত্তিক জনসংখ্যা: ইসলাম ৯০.৪%, হিন্দু ৮.৫%, বৌদ্ধ ০.৬%, খ্রিষ্টান ০.৩%, অন্যান্য ০.১% (পঞ্চম আদমশুমারি ২০১১)

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা উপজাতি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: ৫০টি।
মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি: ২টি (গারো ও খাসিয়া)
একমাত্র মুসলিম নৃ-গোষ্ঠী: পাঙন।
বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: চাকমা ।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসংখ্যা: ১৫ লক্ষ ৮৬ হাজার ১৪১ জন (পঞ্চম আদমশুমারি ২০১১)
প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: চাকমা, মারমা, মুং, গারো, লুসাই, পাংখোই, টিপরা, সাঁওতাল, খাসিয়া, মণিপুরী, মগ, কুকি ইত্যাদি।

    এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

    ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

    bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন