- Tue Dec 15, 2020 11:48 am#4883
৩.বক্তব্যে স্থির ও অটল থাকতে হবে: আপনি আপনার বক্তব্যে স্থির ও অটল থাকুন। শুদ্ধ বা অশুদ্ধ যাই হোক না কেন। দু-তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারলে তেমন কিছু যায় আসে না। কিন্তু মনোবল ও সংকল্পে দৃঢ় হওয়া বাঞ্চনীয়।
৪.রাগান্বিত হওয়া যাবে না: কোন ব্যক্তিগত বা গোপনীয় প্রশ্নে রাগান্বিত হওয়া যাবে না। ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। কারণ পরীক্ষক প্রার্থীর মানসিকতা ও উপস্থিত দক্ষতা পরীক্ষা করার জন্য কটাক্ষ করেও কিছু প্রশ্ন করা হয়।
৫.উত্তর সুস্পষ্ট ও সহজ হতে হবে: উত্তর হতে হবে সুস্পষ্ট ও সহজবোধ্য। ভালো করে না শুনে কোন প্রশ্নের উত্তর দেবেন না।
৬.তর্ক বা চ্যালেঞ্জ করা যাবে না: বোর্ড সদস্যদের সাথে তর্ক করা বা কোনো প্রশ্নে ভুল হলে তা নিয়ে চ্যালেঞ্জ করা উচিত নয়। কোন সদস্যের কথার মাঝে বাধা দেবেন না। নিজেকে বিজ্ঞ প্রমাণের চেষ্টা করবেন না।
৭.ঘাবড়ানো যাবে না: পরীক্ষার হলে কিছুতেই ঘাবড়ানো যাবে না। পরীক্ষকদেরকেও আপনার মতো মানুষ ভাবুন। কারণ অনেক ঘাবড়ে গিয়ে আবোল তাবোল কথা বলে বসেন। এটা অবশ্যই ক্ষতিকর।
৮.সবজান্তার ভাব করা অনুচিত: নিজেকে সবজান্তা হিসেবে প্রমাণ করা বা সবজান্তের ভাব করা উচিত নয়। সৌজন্য সহকারে প্রশ্নকর্তার প্রশ্নের জবাব দিন।
৯.বদভ্যাস পরিহার করুন: কিছু কিছু লোকের কোনো কোনো বিষয়ে বদঅভ্যাস থাকে। টেবিলের ওপর পেন্সিল কলম ইত্যাদি নিয়ে খেলা করা, এসব বদঅভ্যাস অবশ্যই পরিহার করতে হবে।
১০.উপস্থিত বুদ্ধি কাজে লাগান: মৌখিক পরীক্ষায় ভেবেচিন্তে উত্তর দেয়ার মতো সময় আপনার হাতে থাকে না। কয়েক সেকেন্ডের মধ্যে বিচক্ষনতার সাথে উত্তর দিতে হবে।
১১.চোখের দিকে তাকিয়ে উত্তর দিন: প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন। চোখে চোখে তাকিয়ে উত্তর দেয়া ভালো।
১২.সঠিক ভাষা প্রয়োগ করুন: সময়মতো সঠিক শব্দ ব্যবহার করে উত্তর দেয়ার চেষ্টা করুন।
১৩.হাসিখুশি ও প্রফুল্ল থাকুন: প্রফুল্লচিত্ত লোককে সকলেই পছন্দ করে। কিন্তু এটা অবশ্য পরীক্ষকের সাথেও হাসি-তামাশার মতো হওয়া ঠিক নয়।
পরীক্ষার্থীর জন্য বিশেষ দ্রষ্টব্য
ভাইভা বোর্ডে উপস্থিত হওয়ার আগে সব পরীক্ষার্থীকে নিম্নলিখিত বিষয়গুলোর উপর বিস্তারিত ধারণা রাখতে হবে।
১.বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা ইত্যাদি
২.আপনার নিজ জেলার আয়তন, লোকসংখ্যা শিক্ষার হার ইত্যাদি
৩.আপনার নিজ উপজেলার আয়তন, জনসংখ্যা, শিক্ষার হার, প্রধান প্রধান ফসল ইত্যাদি।
৪.আপনার নামের সাথে সামঞ্জস্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
৫.আপনি বর্তমানে চাকরিরত হলে চাকরির সাথে সম্পৃক্ত বিষয়াদি।
৬.আপনার পছন্দনীয় কাজ।
৭.আপনার পঠিত কয়েকটি দেশী-বিদেশী বইয়ের নাম।
৮.আপনার এলাকা কি কারণে বিখ্যাত?
৯.আপনার এলাকার সংসদ সদস্য নাম।
১০.আপনার প্রিয় বিষয় ।
১১.বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকার নাম
১২.মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত আপনার এলাকর বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা রাখুন।
৪.রাগান্বিত হওয়া যাবে না: কোন ব্যক্তিগত বা গোপনীয় প্রশ্নে রাগান্বিত হওয়া যাবে না। ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। কারণ পরীক্ষক প্রার্থীর মানসিকতা ও উপস্থিত দক্ষতা পরীক্ষা করার জন্য কটাক্ষ করেও কিছু প্রশ্ন করা হয়।
৫.উত্তর সুস্পষ্ট ও সহজ হতে হবে: উত্তর হতে হবে সুস্পষ্ট ও সহজবোধ্য। ভালো করে না শুনে কোন প্রশ্নের উত্তর দেবেন না।
৬.তর্ক বা চ্যালেঞ্জ করা যাবে না: বোর্ড সদস্যদের সাথে তর্ক করা বা কোনো প্রশ্নে ভুল হলে তা নিয়ে চ্যালেঞ্জ করা উচিত নয়। কোন সদস্যের কথার মাঝে বাধা দেবেন না। নিজেকে বিজ্ঞ প্রমাণের চেষ্টা করবেন না।
৭.ঘাবড়ানো যাবে না: পরীক্ষার হলে কিছুতেই ঘাবড়ানো যাবে না। পরীক্ষকদেরকেও আপনার মতো মানুষ ভাবুন। কারণ অনেক ঘাবড়ে গিয়ে আবোল তাবোল কথা বলে বসেন। এটা অবশ্যই ক্ষতিকর।
৮.সবজান্তার ভাব করা অনুচিত: নিজেকে সবজান্তা হিসেবে প্রমাণ করা বা সবজান্তের ভাব করা উচিত নয়। সৌজন্য সহকারে প্রশ্নকর্তার প্রশ্নের জবাব দিন।
৯.বদভ্যাস পরিহার করুন: কিছু কিছু লোকের কোনো কোনো বিষয়ে বদঅভ্যাস থাকে। টেবিলের ওপর পেন্সিল কলম ইত্যাদি নিয়ে খেলা করা, এসব বদঅভ্যাস অবশ্যই পরিহার করতে হবে।
১০.উপস্থিত বুদ্ধি কাজে লাগান: মৌখিক পরীক্ষায় ভেবেচিন্তে উত্তর দেয়ার মতো সময় আপনার হাতে থাকে না। কয়েক সেকেন্ডের মধ্যে বিচক্ষনতার সাথে উত্তর দিতে হবে।
১১.চোখের দিকে তাকিয়ে উত্তর দিন: প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন। চোখে চোখে তাকিয়ে উত্তর দেয়া ভালো।
১২.সঠিক ভাষা প্রয়োগ করুন: সময়মতো সঠিক শব্দ ব্যবহার করে উত্তর দেয়ার চেষ্টা করুন।
১৩.হাসিখুশি ও প্রফুল্ল থাকুন: প্রফুল্লচিত্ত লোককে সকলেই পছন্দ করে। কিন্তু এটা অবশ্য পরীক্ষকের সাথেও হাসি-তামাশার মতো হওয়া ঠিক নয়।
পরীক্ষার্থীর জন্য বিশেষ দ্রষ্টব্য
ভাইভা বোর্ডে উপস্থিত হওয়ার আগে সব পরীক্ষার্থীকে নিম্নলিখিত বিষয়গুলোর উপর বিস্তারিত ধারণা রাখতে হবে।
১.বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা ইত্যাদি
২.আপনার নিজ জেলার আয়তন, লোকসংখ্যা শিক্ষার হার ইত্যাদি
৩.আপনার নিজ উপজেলার আয়তন, জনসংখ্যা, শিক্ষার হার, প্রধান প্রধান ফসল ইত্যাদি।
৪.আপনার নামের সাথে সামঞ্জস্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
৫.আপনি বর্তমানে চাকরিরত হলে চাকরির সাথে সম্পৃক্ত বিষয়াদি।
৬.আপনার পছন্দনীয় কাজ।
৭.আপনার পঠিত কয়েকটি দেশী-বিদেশী বইয়ের নাম।
৮.আপনার এলাকা কি কারণে বিখ্যাত?
৯.আপনার এলাকার সংসদ সদস্য নাম।
১০.আপনার প্রিয় বিষয় ।
১১.বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকার নাম
১২.মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত আপনার এলাকর বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা রাখুন।