- Sat Oct 24, 2020 9:57 am#3894
রাষ্ট্র ও জাতীয় বিষয়
১. সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
২. ইংরেজি নাম: The People’s Republic of Bangladesh.
৩. রাজধানী: ঢাকা।
৪. বাণিজ্যিক রাজধানী: চট্টগ্রাম।
৫. জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা।
৬. জাতীয় প্রতীক: দুপাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।
৭. রাষ্ট্রভাষা: বাংলা (ইংরেজি অন্যতম ভাষা)।
৮. জাতীয়তা: বাঙালি।
৯. নাগরিকত্ব: বাংলাদেশী।
১০. রাষ্ট্রধর্ম: ইসলাম।
আয়তন ও সীমানা
১. আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কিমি বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
২. মোট সীমানা: ৫,১৩৮ কিমি।
৩. স্থলসীমা: ৪,৪২৭ কিমি।
৪. জলসীমা: ৭১১ কিমি।
৫. সীমা: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়; পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার; পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
৬. সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত ও মিয়ানমার)।
৭. সীমান্তরক্ষা বাহিনী: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৮. ভারতের সাথে সীমান্ত: বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
৯. মিয়ানমারের সীমান্ত বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
১০. ভারতের সাথে সীমান্ত: ৪,১৫৬ কিমি। [সূত্র:বর্ডার গার্ড বাংলাদেশ]
১১. মিয়ানমারের সাথে সীমান্ত: ২৭১ কিমি। [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
১২. আঞ্চলিক সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল। [১নটিক্যাল মাইল= ১.১৫ মাইল বা ১.৮৫২ কিমি]।
১৩. সন্নিহিত এলাকা: ১৮ নটিক্যাল মাইল।
১৪. অর্থনৈতিক সমুদ্রসীমা: ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিমি।
১. সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
২. ইংরেজি নাম: The People’s Republic of Bangladesh.
৩. রাজধানী: ঢাকা।
৪. বাণিজ্যিক রাজধানী: চট্টগ্রাম।
৫. জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা।
৬. জাতীয় প্রতীক: দুপাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা।
৭. রাষ্ট্রভাষা: বাংলা (ইংরেজি অন্যতম ভাষা)।
৮. জাতীয়তা: বাঙালি।
৯. নাগরিকত্ব: বাংলাদেশী।
১০. রাষ্ট্রধর্ম: ইসলাম।
আয়তন ও সীমানা
১. আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কিমি বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
২. মোট সীমানা: ৫,১৩৮ কিমি।
৩. স্থলসীমা: ৪,৪২৭ কিমি।
৪. জলসীমা: ৭১১ কিমি।
৫. সীমা: উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়; পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার; পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
৬. সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত ও মিয়ানমার)।
৭. সীমান্তরক্ষা বাহিনী: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৮. ভারতের সাথে সীমান্ত: বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
৯. মিয়ানমারের সীমান্ত বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
১০. ভারতের সাথে সীমান্ত: ৪,১৫৬ কিমি। [সূত্র:বর্ডার গার্ড বাংলাদেশ]
১১. মিয়ানমারের সাথে সীমান্ত: ২৭১ কিমি। [সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ]
১২. আঞ্চলিক সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল। [১নটিক্যাল মাইল= ১.১৫ মাইল বা ১.৮৫২ কিমি]।
১৩. সন্নিহিত এলাকা: ১৮ নটিক্যাল মাইল।
১৪. অর্থনৈতিক সমুদ্রসীমা: ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিমি।