- Thu Oct 10, 2019 7:33 pm#1873
কম্বাইন্ড ৬ ব্যাংক ও ২ টি আর্থিক প্রতিষ্ঠানের Senior Officer
Sub:Accounting
Date:10/10/2019
Board:4
চেয়ারম্যান ঃজনাব হুমায়ুন কবির স্যার
সদস্যঃ৪জন
১.অনুমতি নিয়ে প্রবেশ,সালাম দিলাম, বসতে বললো,ধন্যবাদ দিলাম।
২.চেয়ারম্যান স্যারঃ
-আপনার নাম,আহাম্মেদ নামের অর্থ(পারিনি স্যার বলে দিলেন)
-বাড়ি কোথায়
-বাবার নাম।
-পেশা
-কোথায় জব করে।
-কোন পোস্ট?
-ভাইবোন ক'জন?
-তুমি কততম?
-পড়াশুনা কোথা থেকে?
-অনার্স ও মাস্টার্স কি একই কলেজ থেকে?
-কোন বিষয় থেকে?
-এবার বিষয় ভিত্তিক প্রশ্ন শুরু করলেনঃReserve & provision কি মুনাফার আলোকে বলতে বলছিলো বাট আমি ঝুঁকির ভিত্তিতে বলছি স্যার উত্তরটা নিলেন তবে ওটা না পাড়ায় অন্য প্রশ্ন করলেন।
২.এক্স-১ঃCorporate equity itemgulo জানতে চেয়েছে-বললাম।
-Retained earnings balance কোথায় যায়-বললাম।
৩.এক্স-২ঃ trading & non trading org. কি যেন জানতে চেয়েছে প্রশ্ন জানতে চেয়েছে বুজতে পারিনি তাই সার অন্য প্রশ্ন করেছে।
-শেয়ার কি?
-ইকুইটি শেয়ার
-অগ্রাধিকার শেয়ার।
-লাভ হলে কারা নেয়।
-লস হলে কারা বহন করে।
৪.এক্স৩ঃ পাবলিক লিমিটেড কোং কি?
-প্রাইভেট লিঃকোং কি?
-সদস্য কত?
-দুটোর কি একটা পার্থক্য জানতে চেয়েছিলো মনে নেই।
৫. এক্সঃAccounting Equation বলুন।
৬.চেয়ারম্যান ঃAccountin cycle er ধাপ কয়টি বলুন।১১টি বলায় প্রতিটি বলতে বললেন,বলার পর কারেকশন করে বলেন বেসিক তো ৬ টা আমি সহমত পোষন করলাম।
আপনি এবার আসুন।
মূল্যায়নঃ ৩/৪ টা বলতে পারিনি বাকিগুলো গুছিয়ে বলাতে স্যার খুশি হয়েছেন,,স্যারকে অনেক ভালো মানুষ মনে হয়েছে,বোর্ড অনেক আন্তরিক ছিলো।
বি.দ্রঃ all math(5) correct+ Full written ans+ বাকিগুলো Average এর চেয়ে ভালো লিখতে পারছিলাম, focus gulo BCS written এর সময় গুছিয়েছিলাম তাই ভালো লিখতে পেরেছিলাম।রিজিক এর মালিক আল্লাহ।সবার জন্য শুভকামনা গ্রুপের প্রতি কৃতজ্ঞ।
Sub:Accounting
Date:10/10/2019
Board:4
চেয়ারম্যান ঃজনাব হুমায়ুন কবির স্যার
সদস্যঃ৪জন
১.অনুমতি নিয়ে প্রবেশ,সালাম দিলাম, বসতে বললো,ধন্যবাদ দিলাম।
২.চেয়ারম্যান স্যারঃ
-আপনার নাম,আহাম্মেদ নামের অর্থ(পারিনি স্যার বলে দিলেন)
-বাড়ি কোথায়
-বাবার নাম।
-পেশা
-কোথায় জব করে।
-কোন পোস্ট?
-ভাইবোন ক'জন?
-তুমি কততম?
-পড়াশুনা কোথা থেকে?
-অনার্স ও মাস্টার্স কি একই কলেজ থেকে?
-কোন বিষয় থেকে?
-এবার বিষয় ভিত্তিক প্রশ্ন শুরু করলেনঃReserve & provision কি মুনাফার আলোকে বলতে বলছিলো বাট আমি ঝুঁকির ভিত্তিতে বলছি স্যার উত্তরটা নিলেন তবে ওটা না পাড়ায় অন্য প্রশ্ন করলেন।
২.এক্স-১ঃCorporate equity itemgulo জানতে চেয়েছে-বললাম।
-Retained earnings balance কোথায় যায়-বললাম।
৩.এক্স-২ঃ trading & non trading org. কি যেন জানতে চেয়েছে প্রশ্ন জানতে চেয়েছে বুজতে পারিনি তাই সার অন্য প্রশ্ন করেছে।
-শেয়ার কি?
-ইকুইটি শেয়ার
-অগ্রাধিকার শেয়ার।
-লাভ হলে কারা নেয়।
-লস হলে কারা বহন করে।
৪.এক্স৩ঃ পাবলিক লিমিটেড কোং কি?
-প্রাইভেট লিঃকোং কি?
-সদস্য কত?
-দুটোর কি একটা পার্থক্য জানতে চেয়েছিলো মনে নেই।
৫. এক্সঃAccounting Equation বলুন।
৬.চেয়ারম্যান ঃAccountin cycle er ধাপ কয়টি বলুন।১১টি বলায় প্রতিটি বলতে বললেন,বলার পর কারেকশন করে বলেন বেসিক তো ৬ টা আমি সহমত পোষন করলাম।
আপনি এবার আসুন।
মূল্যায়নঃ ৩/৪ টা বলতে পারিনি বাকিগুলো গুছিয়ে বলাতে স্যার খুশি হয়েছেন,,স্যারকে অনেক ভালো মানুষ মনে হয়েছে,বোর্ড অনেক আন্তরিক ছিলো।
বি.দ্রঃ all math(5) correct+ Full written ans+ বাকিগুলো Average এর চেয়ে ভালো লিখতে পারছিলাম, focus gulo BCS written এর সময় গুছিয়েছিলাম তাই ভালো লিখতে পেরেছিলাম।রিজিক এর মালিক আল্লাহ।সবার জন্য শুভকামনা গ্রুপের প্রতি কৃতজ্ঞ।