- Sat Oct 05, 2019 11:03 pm#1850
তারিখঃ৭/৭/২০১৯.
সময়ঃ৪.১০-৪.২৫( অনুমানিক ১৫-১৬ মিনিট)।
কাগজপএ চেকিং টাইমঃসকাল ১০ টায়।
বোর্ড প্রধান/চেয়ারম্যানঃআখতার হামিদ খান।
একজন ম্যাড়াম সহ মোট ৪জন।
যখন আমার সময় আসলো,
আমিঃআসসালামু আলাইকুম,আসতে পারি?
১ম এক্সটার্নালঃআসুন,বসুন।
আমিঃধন্যবাদ স্যার
১ম এক্সটার্নালঃআপনি মোঃ ইসমাইল হোসেন?
আমিঃ জ্বি স্যার।
১ম এক্সটার্নালঃকুমিল্লায় বাড়ি?
আমিঃ জ্বি স্যার।
২য় এক্সটার্নালঃকুমিল্লার কোন কোন স্কুল কলেজে পড়াশুনা করেছেন?
আমিঃস্যার এস.এস.সি পদুয়া সুফিয়া রহমান উচ্চ বি: কলেজ: গুনবতী ডিগ্রি কলেজ,অনার্স: ফেনী সরকারী কলেজ।
২য় এক্সটার্নালঃমাস্টার্স শেষ করেন নি?
আমি:না স্যার,রানিং স্যার।
১ম এক্সটার্নালঃআপনি কি জানেন না আমরা যারা হায়ার স্ট্যাডি তে রানিং তাদের ডিসকারেজ করি,সার্কুলার ভালো ভাবে পড়েন নি?চাকুরী করলে পড়াশুনা কিভাবে করবেন?
আমিঃএকটু ভেবে বললাম,যদি কর্তৃপক্ষ অনুমতি দেয় তাহলে পড়াশুনাটা জবের পাশাপাশি চালিয়ে যাবো।
১ম এক্সটার্নালঃসবার দিকে তাকিয়ে কি যেন চোখের ইশারায় করছেন,আর সবাই কে বলতেছে ছেলেটা যদি ব্যবহার করছে।
২য় এক্সটার্নালঃ হিসাববিজ্ঞানে অনার্স তাই না?
আমিঃ জ্বি স্যার।
১ম এক্সটার্নালঃwhat is depreciation?
আমিঃdepreciation is the allocation of cost of plant assest to expense its useful life,এবং বললাম: সম্পত্তি ব্যবহার জনিত কারনে মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলে।
ম্যাড়ামঃ সব সম্পত্তির অবচয় হয় নাকি?
আমিঃ না স্যার,ভূমির অবচয় হয়না।
ম্যাড়ামঃকোন সম্পত্তির অবচয় হয় তাহলে?
আমিঃ স্থায়ী সম্পত্তির অবচয় হয়।
১ম এক্সটার্নালঃ অবচয়ের কয়েকটা পদ্ধতি বলুন?
আমিঃ1,straight line method,2,Reducing method,3,double decline method 4,sum of the year digit,5,unit production method. একজনে থামিয়ে দিলেন,,
১ম এক্সটার্নালঃআচ্ছা আমি একটা ম্যাথ বলি আপনি সমাধান মুখে বলবেন,ধরুন ১০০০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়েছে,আয়ুষ্কাল দশ বছর,,তাহলে সরলরৈখিক পদ্ধতি তে কয় বছর লাগবে,ডাবল D,পদ্ধতিতে কয় বছর লাগবে,ক্রমহ্রাসমান পদ্ধতিতে কয় বছর লাগবে?
আমিঃমনে মনে ম্যাথ টা করে বললাম সরলরৈখিকে দশ বছর,আর ডাবলের ক্ষেত্রে সুদের হার ডবল হবে তাই পাঁচ বছর লাগবে,
ম্যাড়ামঃ ক্রমহ্রাসমানে কি সময় বেশি লাগবে নাকি কম লাগবে?
আমিঃকম লাগবে।( স্যারেরা সবাই হাসতে লাগলো).
বোর্ড প্রধানঃ পাঁচ বছরের চেয়ে বেশি লাগবে,আর দশ বছরের চেয়ে কম লাগবে তাই না?
আমিঃ নার্ভাস হয়ে মাথা নাড়ালাম,বললাম জ্বি।
৩য় এক্সটার্নালঃ কাগজ কলম দিয়ে বললেন ক্রমহ্রাসমান পদ্ধতিতে করে দেখাও?
আমিঃটেবিলের উপর কাগজে ম্যাথ করতেছি আর দেখতেছি সময় তো অনেক বেশি লাগতেছে,,,
৩য় এক্সটার্নালঃ বলেন সময় কি বেশি লাগতেছে নাকি কম?
আমিঃএকটু হাসি মুখে বললাম স্যার সময় তো বেশি লাগতেছে।
বোর্ডপ্রধানঃ আমার হাসি দেখে বলতেছে হাসিটা একটু আগে যদি ম্যাথটার সঠিক উওর দিয়ে হাসতেন মানাতো,এখন এই হাসি আপনাকে মানাচ্ছেনা।
আমিঃএকটু নার্ভাস হয়ে গেলাম।
১ম এক্সটার্নালঃauthorized and paidup capital কি?
আমিঃএকটি কোঃ যে পরিমান মূলধন নিয়ে অনুমোদন লাভ করে,অথ্যাৎ কোম্পানির মূলধনের সীমা যে পর্যন্ত কোম্পানি বাড়াতে পারে তাকে authorized capital বলে।আর paidup capital : মালিক প্রদত্ত মূলধন কে paidup capital বলে,বা paidup capital পরিশোধিত মূলধন বলতে ইস্যূকৃত মূলধনের পরিমাণকে বুঝায় যা কখনো অনুমোদিত মূলধনের চেয়ে বড় হবে না।
ম্যাড়াম:working capital কি?
আমিঃযে সমস্ত মূলধন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয় তাকে working capital বলে।
বোর্ডপ্রধানঃ working capital কিভাবে বের করা হয়?
আমিঃ চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিয়ে বের করা হয়।অথ্যাৎ,, wc# current assest - current liabilities..
বোর্ডপ্রধানঃ ওকে আপনি আসতে পারেন।
আমিঃ ফাইলপত্র নিয়ে যখন বের হবো,তখন পিছন থেকে
৩য় এক্সটার্নালঃ ফ্যামিলিতে কে কে আছে,,কে কি করে?
আমিঃ সব বললাম।
৩য় এক্সটার্নালঃ আপনার পড়ার খরচ কে চালায়?
আমিঃ যা বলার বলছি।ম্যাড়ামঃ আপনার বোন নাই?
আমিঃ জ্বি ম্যাম আছেতো,,অনেক আগে বিয়ে হয়ে গেছে।
ম্যাড়ামঃবোন জামাই কি করে?
আমিঃবললাম,
আবার বোর্ডপ্রধানঃ বললো এবার আপনি আসুন।
আমিঃ সবাই কে সালাম দিয়ে বিনয়ের সাথে বের হলাম,,,,,,,
বোর্ড় সত্যি অনেক ফ্রেন্ডলি ছিলো,,যদিও ভিতরে ভিতরে আমি কাঁপছি,আর মনে হচ্ছ কলিজাটা শুকিয়ে যাচ্ছে।,,,,,
ফলাফলঃ আলহামদুলিল্লাহ,
,,,সিলেক্টেট:,,,জয়েন করেছি সেপ্টেম্বর ১তারিখে, সবার দোয়া ও সহযোগিতা কামনা করি,,মহান আল্লাহ যেনো সব সময় সফলতা দান করেন।
বি:দ্র:১ঃ তিন ধাপে পরীক্ষাটা হয়েছে,১ম ধাপঃ প্রিলি ১৫/২/২০১৯ প্রার্থী ছিল প্রায় এক লাখ(+ -)হবে,পাশ করেছে পাঁচ হাজার,,,,,,,
২য় ধাপঃ রিটেন ১৫/৩/২০১৯.প্রার্থী পাঁচ হাজার ছিলো।যারা প্রিলি পাশ করছে শুধু তারা,ভাইবার জন্য সিলেক্ট হয়েছিল ১৪০০(+ -).
৩য় ধাপঃভাইবাঃভাইবা দিয়েছে ১৪০০জন যারা রিটেন পাশ করছে,ভাইবা পাশ করেছিলো ৬৫০ জন সারা বাংলাদেশ থেকে,,,,আর কুমিল্লায় পাশ করেছে ১৬৭ জন রিটেনে,,,,,কুমিল্লায় তিন জেলা থেকে মোট নিয়েছে ৫০+ চূড়ান্তভাবে সিলেক্টেট হয়েছে, ,,কুমিল্লায়, চাঁদপুর ব্রাক্ষ্মণবাড়িয়া মিলে,,,,,,,,,,
বিঃদ্রঃ২ঃশিক্ষিত বেকার ভাই বন্ধু সহযোদ্ধাদের একটা কথা বলতে চাই হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান,,,,সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন,আশেপাশের কিছু নেগেটিভ লোক থেকে দুরে থাকবেন,আশেপাশে সব সময় কিছু মানুষরুপি অমানুষ আছে,যারা শিক্ষিত বেকারদের কে ঠকানোর পরিকল্পনা নিয়ে বসে থাকে,সাবধান তাদের থেকে দূরে থাকবেন,দেশে চাকরি নাই,এটা ছাড়া ওটা ছাড়া হবেনা কিচ্ছু তাদের কে এড়িয়ে চলবেন।যতটুকু সম্ভব নিজের পরিবার কে সময় দিবেন।সৃষ্টিকর্তার ইবাদত করবেন।আমি সাধারন একটা ছেলে বাস্তবে যা বুঝতে পারলাম তা শেয়ার করলাম,,,,,সবার দোয়া কামনা করি,,,,,,
সবার জীবনে সফলতা আসুক এই দোয়াই করি,,,,,,,,
লেগে থাকুন সৎ ভাবে,স্বপ্ন জয় আপনাদের ও হবে।।।।
ইসমাইল কাজী,,
বি.বি.এ- এম.বি.এ( হিসাববিজ্ঞান)..
....এ.জু.অফিসার(ক্যাশ),,,,পূবালী ব্যাংক,,
সময়ঃ৪.১০-৪.২৫( অনুমানিক ১৫-১৬ মিনিট)।
কাগজপএ চেকিং টাইমঃসকাল ১০ টায়।
বোর্ড প্রধান/চেয়ারম্যানঃআখতার হামিদ খান।
একজন ম্যাড়াম সহ মোট ৪জন।
যখন আমার সময় আসলো,
আমিঃআসসালামু আলাইকুম,আসতে পারি?
১ম এক্সটার্নালঃআসুন,বসুন।
আমিঃধন্যবাদ স্যার
১ম এক্সটার্নালঃআপনি মোঃ ইসমাইল হোসেন?
আমিঃ জ্বি স্যার।
১ম এক্সটার্নালঃকুমিল্লায় বাড়ি?
আমিঃ জ্বি স্যার।
২য় এক্সটার্নালঃকুমিল্লার কোন কোন স্কুল কলেজে পড়াশুনা করেছেন?
আমিঃস্যার এস.এস.সি পদুয়া সুফিয়া রহমান উচ্চ বি: কলেজ: গুনবতী ডিগ্রি কলেজ,অনার্স: ফেনী সরকারী কলেজ।
২য় এক্সটার্নালঃমাস্টার্স শেষ করেন নি?
আমি:না স্যার,রানিং স্যার।
১ম এক্সটার্নালঃআপনি কি জানেন না আমরা যারা হায়ার স্ট্যাডি তে রানিং তাদের ডিসকারেজ করি,সার্কুলার ভালো ভাবে পড়েন নি?চাকুরী করলে পড়াশুনা কিভাবে করবেন?
আমিঃএকটু ভেবে বললাম,যদি কর্তৃপক্ষ অনুমতি দেয় তাহলে পড়াশুনাটা জবের পাশাপাশি চালিয়ে যাবো।
১ম এক্সটার্নালঃসবার দিকে তাকিয়ে কি যেন চোখের ইশারায় করছেন,আর সবাই কে বলতেছে ছেলেটা যদি ব্যবহার করছে।
২য় এক্সটার্নালঃ হিসাববিজ্ঞানে অনার্স তাই না?
আমিঃ জ্বি স্যার।
১ম এক্সটার্নালঃwhat is depreciation?
আমিঃdepreciation is the allocation of cost of plant assest to expense its useful life,এবং বললাম: সম্পত্তি ব্যবহার জনিত কারনে মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলে।
ম্যাড়ামঃ সব সম্পত্তির অবচয় হয় নাকি?
আমিঃ না স্যার,ভূমির অবচয় হয়না।
ম্যাড়ামঃকোন সম্পত্তির অবচয় হয় তাহলে?
আমিঃ স্থায়ী সম্পত্তির অবচয় হয়।
১ম এক্সটার্নালঃ অবচয়ের কয়েকটা পদ্ধতি বলুন?
আমিঃ1,straight line method,2,Reducing method,3,double decline method 4,sum of the year digit,5,unit production method. একজনে থামিয়ে দিলেন,,
১ম এক্সটার্নালঃআচ্ছা আমি একটা ম্যাথ বলি আপনি সমাধান মুখে বলবেন,ধরুন ১০০০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়েছে,আয়ুষ্কাল দশ বছর,,তাহলে সরলরৈখিক পদ্ধতি তে কয় বছর লাগবে,ডাবল D,পদ্ধতিতে কয় বছর লাগবে,ক্রমহ্রাসমান পদ্ধতিতে কয় বছর লাগবে?
আমিঃমনে মনে ম্যাথ টা করে বললাম সরলরৈখিকে দশ বছর,আর ডাবলের ক্ষেত্রে সুদের হার ডবল হবে তাই পাঁচ বছর লাগবে,
ম্যাড়ামঃ ক্রমহ্রাসমানে কি সময় বেশি লাগবে নাকি কম লাগবে?
আমিঃকম লাগবে।( স্যারেরা সবাই হাসতে লাগলো).
বোর্ড প্রধানঃ পাঁচ বছরের চেয়ে বেশি লাগবে,আর দশ বছরের চেয়ে কম লাগবে তাই না?
আমিঃ নার্ভাস হয়ে মাথা নাড়ালাম,বললাম জ্বি।
৩য় এক্সটার্নালঃ কাগজ কলম দিয়ে বললেন ক্রমহ্রাসমান পদ্ধতিতে করে দেখাও?
আমিঃটেবিলের উপর কাগজে ম্যাথ করতেছি আর দেখতেছি সময় তো অনেক বেশি লাগতেছে,,,
৩য় এক্সটার্নালঃ বলেন সময় কি বেশি লাগতেছে নাকি কম?
আমিঃএকটু হাসি মুখে বললাম স্যার সময় তো বেশি লাগতেছে।
বোর্ডপ্রধানঃ আমার হাসি দেখে বলতেছে হাসিটা একটু আগে যদি ম্যাথটার সঠিক উওর দিয়ে হাসতেন মানাতো,এখন এই হাসি আপনাকে মানাচ্ছেনা।
আমিঃএকটু নার্ভাস হয়ে গেলাম।
১ম এক্সটার্নালঃauthorized and paidup capital কি?
আমিঃএকটি কোঃ যে পরিমান মূলধন নিয়ে অনুমোদন লাভ করে,অথ্যাৎ কোম্পানির মূলধনের সীমা যে পর্যন্ত কোম্পানি বাড়াতে পারে তাকে authorized capital বলে।আর paidup capital : মালিক প্রদত্ত মূলধন কে paidup capital বলে,বা paidup capital পরিশোধিত মূলধন বলতে ইস্যূকৃত মূলধনের পরিমাণকে বুঝায় যা কখনো অনুমোদিত মূলধনের চেয়ে বড় হবে না।
ম্যাড়াম:working capital কি?
আমিঃযে সমস্ত মূলধন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয় তাকে working capital বলে।
বোর্ডপ্রধানঃ working capital কিভাবে বের করা হয়?
আমিঃ চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিয়ে বের করা হয়।অথ্যাৎ,, wc# current assest - current liabilities..
বোর্ডপ্রধানঃ ওকে আপনি আসতে পারেন।
আমিঃ ফাইলপত্র নিয়ে যখন বের হবো,তখন পিছন থেকে
৩য় এক্সটার্নালঃ ফ্যামিলিতে কে কে আছে,,কে কি করে?
আমিঃ সব বললাম।
৩য় এক্সটার্নালঃ আপনার পড়ার খরচ কে চালায়?
আমিঃ যা বলার বলছি।ম্যাড়ামঃ আপনার বোন নাই?
আমিঃ জ্বি ম্যাম আছেতো,,অনেক আগে বিয়ে হয়ে গেছে।
ম্যাড়ামঃবোন জামাই কি করে?
আমিঃবললাম,
আবার বোর্ডপ্রধানঃ বললো এবার আপনি আসুন।
আমিঃ সবাই কে সালাম দিয়ে বিনয়ের সাথে বের হলাম,,,,,,,
বোর্ড় সত্যি অনেক ফ্রেন্ডলি ছিলো,,যদিও ভিতরে ভিতরে আমি কাঁপছি,আর মনে হচ্ছ কলিজাটা শুকিয়ে যাচ্ছে।,,,,,
ফলাফলঃ আলহামদুলিল্লাহ,
,,,সিলেক্টেট:,,,জয়েন করেছি সেপ্টেম্বর ১তারিখে, সবার দোয়া ও সহযোগিতা কামনা করি,,মহান আল্লাহ যেনো সব সময় সফলতা দান করেন।
বি:দ্র:১ঃ তিন ধাপে পরীক্ষাটা হয়েছে,১ম ধাপঃ প্রিলি ১৫/২/২০১৯ প্রার্থী ছিল প্রায় এক লাখ(+ -)হবে,পাশ করেছে পাঁচ হাজার,,,,,,,
২য় ধাপঃ রিটেন ১৫/৩/২০১৯.প্রার্থী পাঁচ হাজার ছিলো।যারা প্রিলি পাশ করছে শুধু তারা,ভাইবার জন্য সিলেক্ট হয়েছিল ১৪০০(+ -).
৩য় ধাপঃভাইবাঃভাইবা দিয়েছে ১৪০০জন যারা রিটেন পাশ করছে,ভাইবা পাশ করেছিলো ৬৫০ জন সারা বাংলাদেশ থেকে,,,,আর কুমিল্লায় পাশ করেছে ১৬৭ জন রিটেনে,,,,,কুমিল্লায় তিন জেলা থেকে মোট নিয়েছে ৫০+ চূড়ান্তভাবে সিলেক্টেট হয়েছে, ,,কুমিল্লায়, চাঁদপুর ব্রাক্ষ্মণবাড়িয়া মিলে,,,,,,,,,,
বিঃদ্রঃ২ঃশিক্ষিত বেকার ভাই বন্ধু সহযোদ্ধাদের একটা কথা বলতে চাই হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান,,,,সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন,আশেপাশের কিছু নেগেটিভ লোক থেকে দুরে থাকবেন,আশেপাশে সব সময় কিছু মানুষরুপি অমানুষ আছে,যারা শিক্ষিত বেকারদের কে ঠকানোর পরিকল্পনা নিয়ে বসে থাকে,সাবধান তাদের থেকে দূরে থাকবেন,দেশে চাকরি নাই,এটা ছাড়া ওটা ছাড়া হবেনা কিচ্ছু তাদের কে এড়িয়ে চলবেন।যতটুকু সম্ভব নিজের পরিবার কে সময় দিবেন।সৃষ্টিকর্তার ইবাদত করবেন।আমি সাধারন একটা ছেলে বাস্তবে যা বুঝতে পারলাম তা শেয়ার করলাম,,,,,সবার দোয়া কামনা করি,,,,,,
সবার জীবনে সফলতা আসুক এই দোয়াই করি,,,,,,,,
লেগে থাকুন সৎ ভাবে,স্বপ্ন জয় আপনাদের ও হবে।।।।
ইসমাইল কাজী,,
বি.বি.এ- এম.বি.এ( হিসাববিজ্ঞান)..
....এ.জু.অফিসার(ক্যাশ),,,,পূবালী ব্যাংক,,