- Mon Sep 30, 2019 9:36 pm#1825
♦আইসিবি মূলত দেশের বড় বিনিয়োগ সংস্থা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সুষ্ঠুখাতে বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।।আইসিবি কর্মকর্তা হিসেবে আমি অর্থনৈতিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার এই সুযোগ কাজে লাগাতে চাই।।
♦উদ্যোক্তা তৈরীতে উৎসাহ এবং প্রনোদনা প্রদান করে থাকে আইসিবি।।আমার আশাপাশে অনেকেই হন্যে হয়ে জব খুঁজেও শেষ পর্যন্ত তা জোগাড় করতে ব্যর্থ হয়।।তাদের উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে প্রনোদনা দান করতে পারবো।।
♦আইসিবি Equaity and Entrepreneur Fund এর মাধ্যমে সরকারের আইসিটি খাতের উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখে।।গ্লোবালাইজেশনের এই যুগে দেশকে আরো তথ্য প্রযুক্তি খাতে উন্নত করতে আইসিবিকেই প্রথম চয়েজ হিসেবে নিয়েছি।।
এই উত্তরই যে দিতে হবে তেমন কোন কথা নেই।।আপনি আপনার মত করে বলতে পারেন।।তবে সুযোগ সুবিধার জন্য প্রথম চয়েজ দিছেন এটা বলার চেয়ে ডিপ্লোমেটিক কিছু বলাই শ্রেয় মনে করি।।
ভুল ত্র্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সংগৃহিতঃ-
♦উদ্যোক্তা তৈরীতে উৎসাহ এবং প্রনোদনা প্রদান করে থাকে আইসিবি।।আমার আশাপাশে অনেকেই হন্যে হয়ে জব খুঁজেও শেষ পর্যন্ত তা জোগাড় করতে ব্যর্থ হয়।।তাদের উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে প্রনোদনা দান করতে পারবো।।
♦আইসিবি Equaity and Entrepreneur Fund এর মাধ্যমে সরকারের আইসিটি খাতের উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখে।।গ্লোবালাইজেশনের এই যুগে দেশকে আরো তথ্য প্রযুক্তি খাতে উন্নত করতে আইসিবিকেই প্রথম চয়েজ হিসেবে নিয়েছি।।
এই উত্তরই যে দিতে হবে তেমন কোন কথা নেই।।আপনি আপনার মত করে বলতে পারেন।।তবে সুযোগ সুবিধার জন্য প্রথম চয়েজ দিছেন এটা বলার চেয়ে ডিপ্লোমেটিক কিছু বলাই শ্রেয় মনে করি।।
ভুল ত্র্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সংগৃহিতঃ-