- Fri Sep 27, 2019 12:17 am#1786
আগামী ৬/১০/২০১৯ইং তারিখ থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্খিত ৬টি ব্যাংক এবং ২টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের ভাইভা।শুরুতেই উত্তীর্ণ সকলকে অভিনন্দন। আপনাদের জন্য আমার গত সিনিয়র অফিসার পদের ভাইভা অভিজ্ঞতা শেয়ার করছি।
Name : Md. Tariqul Islam
Subjectঃ Textile Engieneering.
Pabna Textile Engieneering College.
MBA From Jahangirnagor University.(Vivar Somoy MBA running)
Viva date: 10.12.18
Board : Moniruzzaman Sir
সালাম দিয়ে প্রবেশ এর অনুমতি নিয়ে প্রবেশ করিলাম।
চেয়ারম্যান স্যার ছিলেন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান স্যার।তিনি বসার সম্মতি দিলে বসলাম।বামপাশের বোর্ড মেম্বার ১ঃ-আপনার প্রথম চয়েস কোন ব্যাংক?
আমিঃস্যার সোনালি ব্যাংক।
মেম্বার১ঃসোনালি ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর কতো জন।
আমিঃস্যার ১০জন।
মেম্বার১ঃবোর্ড অব ডিরেক্টর সম্পর্কে কিছু বলুন।
আমিঃসোনালি ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ..............এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ........।
মেম্বার১ঃআচ্ছা ভালো।আর দু জন বোর্ড অব ডিরেক্টর এর নাম বলতে পারবেন?
আমিঃসরি স্যার।
মেম্বার১ঃওকে।আরেকজনকে দেখায়ে দিয়ে বললেন ইনি তো টেক্সটাইল ইন্জিনিয়ার,আপনি প্রশ্ন করেন।
আমি মনে মনে ভাবলাম এইবার সারছে আমি তো টেক্সটাইল বিষয়ে জ্ঞান সব হারায়ে ফেলেছি।কামনে উত্তর করি,তারপরও মনে আত্ত্ববিশ্বাস রেখে ওনার দিকে তাকায়ে বললাম শিওর স্যার।
মেম্বার২ঃআপনার মেজর (সাবজেক্ট) কি ছিল?
আমিঃ কনফিডেন্স নিয়ে বললাম স্যার ফ্রেবরিক ম্যানুফেকচারিং।
মেম্বার২ঃবলুন তো সুতা কিভাবে তৈরি হয়?
আমিঃস্যার তুলাটাকে প্রথমে Blowroom মেশিনে ছাড়ানো হয়,তারপরে সিম্প্লেক্স মেশিনে দেওয়া হয়,দেন কার্ডিং করে রবিং এর মাধ্যমে সুতা হয়(টেক্সটাইল ইন্জিনিয়াররা হাসবেন না)।
মেম্বার২ঃসুতা cone,bobbin এগুলোর মাধ্যমে করা হয় না?
আমিঃজি স্যার।
মেম্বার২ঃআচ্ছা টেক্সটাইল এর ডায়িং এর প্রোডাকশন কিসে করা হয়?
আমিঃ প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারছিলাম না।কিছুটা সময় নিয়ে বললাম স্যার পাউন্ড এ।
মেম্বার২ঃনা এগুলা কেজিতে করা হয়?
আমিঃজি স্যার।
মেম্বার৩ঃআমরা তো টেক্সটাইল ইন্জিনিয়ারিং সম্পর্কে অতটা জানি না,আপনি আমাদেরকে বুঝাবেন!
আমিঃজি স্যার (মনে মনে ভাবলাম আমিই তো সব ভুলে গেছি,কি আর বুঝাবো)।
মেম্বার৩ঃআচ্ছা আপনি যে ভাইভা দিতে এসেছেন সেটা কত গ্রেড?
আমিঃস্যার ৯ম গ্রেড।
মেম্বার৩ঃআপনি এই পোষ্ট এ সিলেক্ট হইলে বেতন ছাড়া আর কি কি এক্সট্রা সুবিধা পাবেন?
আমিঃকেনো জানি প্রথমেই বলে ফেললাম স্যার এজিএম হইলে গাড়ী পাওয়া যায়।তাছাড়া প্রোফিট এর ওপর বোনাস পাওয়া যায়।
মেম্বার১ঃআমার সাথে আরও আড করলেন বাসা ভাড়া পাওয়া যায় আমি তার সাথে আড করলাম জি স্যার বিভাগীয় শহরে মে বি বেসিক এর ৫০% জেলা শহরে ৪৫%।
মেম্বার১ঃহ্যা,সেগুলা তো ভাগ আছেই।
মেম্বার৩ঃকয়েকটি শক্ত মুদ্রার নাম বলেন?
আমিঃস্যার ইউরো,পাউন্ড।
মেম্বার ১ঃতিনি যোগ করলেন ডলার।
আমিঃজি স্যার।
মেম্বার ২ঃইতালির মুদ্রার নাম বলেন?
আমিঃমনে আসছিলো না।বললাম স্যার ইউরো।
মেম্বার ২ঃইউরো তো কিন্তু ইতালি দেশের মুদ্রা কি?
আমি কিছুর বলার আগেই মেম্বার ১আমাকে সমর্থন দিয়ে বললেন ঠিকই আছে এখন ইউরো।
চেয়ারম্যান স্যারঃজিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে পড়েছেন?
আমিঃস্যার পাবনা টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ।
মেম্বার ১ঃচেয়ারম্যান স্যারকে বললেন স্যার ঠিক আছে তাহলে ছেড়ে দেন।
চেয়ারম্যান স্যারঃওকে আপনি আসুন।
আমিঃThank you দিয়ে বিনয়ের সহিত ভাইভা বোর্ড প্রস্থান করিলাম।
Result : Recommended for Rajshahi Krishi Unnayan Bank.
সবশেষে বলি ভাইভা বোর্ড এ শুধু কনফিডেন্স রাখবেন পারুন আর না পারুন।পারলে বলবেন না পারলে বিনয়ের সহিত বলুন সরি স্যার।ভাইভা ফাইনালি সিলেক্ট হওয়ার জন্য খুব একটা ম্যাটার করে না।লিখিত পরিক্ষার নাম্বারই আপনাকে এগিয়ে রাখবে।
#সকলের জন্য শুভ কামনা#
MD.Tariqul Islam
Senior Officer -Rajshahi Krishi Unnayan Bank (joining 1 oct 2019)
Posting : Kazirhat Branch, Nilphamari)
Name : Md. Tariqul Islam
Subjectঃ Textile Engieneering.
Pabna Textile Engieneering College.
MBA From Jahangirnagor University.(Vivar Somoy MBA running)
Viva date: 10.12.18
Board : Moniruzzaman Sir
সালাম দিয়ে প্রবেশ এর অনুমতি নিয়ে প্রবেশ করিলাম।
চেয়ারম্যান স্যার ছিলেন ডেপুটি গভর্নর মনিরুজ্জামান স্যার।তিনি বসার সম্মতি দিলে বসলাম।বামপাশের বোর্ড মেম্বার ১ঃ-আপনার প্রথম চয়েস কোন ব্যাংক?
আমিঃস্যার সোনালি ব্যাংক।
মেম্বার১ঃসোনালি ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর কতো জন।
আমিঃস্যার ১০জন।
মেম্বার১ঃবোর্ড অব ডিরেক্টর সম্পর্কে কিছু বলুন।
আমিঃসোনালি ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ..............এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ........।
মেম্বার১ঃআচ্ছা ভালো।আর দু জন বোর্ড অব ডিরেক্টর এর নাম বলতে পারবেন?
আমিঃসরি স্যার।
মেম্বার১ঃওকে।আরেকজনকে দেখায়ে দিয়ে বললেন ইনি তো টেক্সটাইল ইন্জিনিয়ার,আপনি প্রশ্ন করেন।
আমি মনে মনে ভাবলাম এইবার সারছে আমি তো টেক্সটাইল বিষয়ে জ্ঞান সব হারায়ে ফেলেছি।কামনে উত্তর করি,তারপরও মনে আত্ত্ববিশ্বাস রেখে ওনার দিকে তাকায়ে বললাম শিওর স্যার।
মেম্বার২ঃআপনার মেজর (সাবজেক্ট) কি ছিল?
আমিঃ কনফিডেন্স নিয়ে বললাম স্যার ফ্রেবরিক ম্যানুফেকচারিং।
মেম্বার২ঃবলুন তো সুতা কিভাবে তৈরি হয়?
আমিঃস্যার তুলাটাকে প্রথমে Blowroom মেশিনে ছাড়ানো হয়,তারপরে সিম্প্লেক্স মেশিনে দেওয়া হয়,দেন কার্ডিং করে রবিং এর মাধ্যমে সুতা হয়(টেক্সটাইল ইন্জিনিয়াররা হাসবেন না)।
মেম্বার২ঃসুতা cone,bobbin এগুলোর মাধ্যমে করা হয় না?
আমিঃজি স্যার।
মেম্বার২ঃআচ্ছা টেক্সটাইল এর ডায়িং এর প্রোডাকশন কিসে করা হয়?
আমিঃ প্রশ্নটা ঠিক মতো বুঝতে পারছিলাম না।কিছুটা সময় নিয়ে বললাম স্যার পাউন্ড এ।
মেম্বার২ঃনা এগুলা কেজিতে করা হয়?
আমিঃজি স্যার।
মেম্বার৩ঃআমরা তো টেক্সটাইল ইন্জিনিয়ারিং সম্পর্কে অতটা জানি না,আপনি আমাদেরকে বুঝাবেন!
আমিঃজি স্যার (মনে মনে ভাবলাম আমিই তো সব ভুলে গেছি,কি আর বুঝাবো)।
মেম্বার৩ঃআচ্ছা আপনি যে ভাইভা দিতে এসেছেন সেটা কত গ্রেড?
আমিঃস্যার ৯ম গ্রেড।
মেম্বার৩ঃআপনি এই পোষ্ট এ সিলেক্ট হইলে বেতন ছাড়া আর কি কি এক্সট্রা সুবিধা পাবেন?
আমিঃকেনো জানি প্রথমেই বলে ফেললাম স্যার এজিএম হইলে গাড়ী পাওয়া যায়।তাছাড়া প্রোফিট এর ওপর বোনাস পাওয়া যায়।
মেম্বার১ঃআমার সাথে আরও আড করলেন বাসা ভাড়া পাওয়া যায় আমি তার সাথে আড করলাম জি স্যার বিভাগীয় শহরে মে বি বেসিক এর ৫০% জেলা শহরে ৪৫%।
মেম্বার১ঃহ্যা,সেগুলা তো ভাগ আছেই।
মেম্বার৩ঃকয়েকটি শক্ত মুদ্রার নাম বলেন?
আমিঃস্যার ইউরো,পাউন্ড।
মেম্বার ১ঃতিনি যোগ করলেন ডলার।
আমিঃজি স্যার।
মেম্বার ২ঃইতালির মুদ্রার নাম বলেন?
আমিঃমনে আসছিলো না।বললাম স্যার ইউরো।
মেম্বার ২ঃইউরো তো কিন্তু ইতালি দেশের মুদ্রা কি?
আমি কিছুর বলার আগেই মেম্বার ১আমাকে সমর্থন দিয়ে বললেন ঠিকই আছে এখন ইউরো।
চেয়ারম্যান স্যারঃজিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে পড়েছেন?
আমিঃস্যার পাবনা টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ।
মেম্বার ১ঃচেয়ারম্যান স্যারকে বললেন স্যার ঠিক আছে তাহলে ছেড়ে দেন।
চেয়ারম্যান স্যারঃওকে আপনি আসুন।
আমিঃThank you দিয়ে বিনয়ের সহিত ভাইভা বোর্ড প্রস্থান করিলাম।
Result : Recommended for Rajshahi Krishi Unnayan Bank.
সবশেষে বলি ভাইভা বোর্ড এ শুধু কনফিডেন্স রাখবেন পারুন আর না পারুন।পারলে বলবেন না পারলে বিনয়ের সহিত বলুন সরি স্যার।ভাইভা ফাইনালি সিলেক্ট হওয়ার জন্য খুব একটা ম্যাটার করে না।লিখিত পরিক্ষার নাম্বারই আপনাকে এগিয়ে রাখবে।
#সকলের জন্য শুভ কামনা#
MD.Tariqul Islam
Senior Officer -Rajshahi Krishi Unnayan Bank (joining 1 oct 2019)
Posting : Kazirhat Branch, Nilphamari)