Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#1454
বর্তমান ব্যাংক ভাইভা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সবারই মোটামুটি ধারণা আছে। নতুনরা একটু চোখ বুলাতে পারেন।

১. ড্রেসঃ ছেলেরা সাদা শার্ট, কালো প্যান্ট (শার্ট সাদা না হলেও সমস্যা নেই), টাই must। গরমে কোট পরা নিয়ে অনেকের প্রশ্ন থাকে, না পরলেও সমস্যা নেই। যারা পরতে চান তারা হাতে করে নিতে যাইয়েন। মেয়েরা শাড়ী পরতে পারেন, (শাড়ী বাধ্যতামূলক না) থ্রী পিসও পরতে পারেন। হিজাব করতে পারেন, সমস্যা নেই।

২. ভিতরে ডোকার নিয়মঃ ধরজা খুলে May I Come in sir?
যেতে বললে ভিতরে ডুকে চেয়ারের সামনে গিয়ে সাথে সাথে সুন্দর করে, "আসসালামু আলাইকুম" বলে সালাম দিবেন। অনুমতি দেয়ার আগ পর্যন্ত দাড়িয়ে থকবেন। বসতে বললে বসবেন, তারপর ধন্যবাদ দিবেন। কুঁজো হয়ে বসবেন না, বুক টান করে সোজা করে বসবেন। আর কথা স্পষ্ট করে বলবেন must। হাতে একটা কলম রাখবেন।

৩. প্রশ্ন না পারলে সরাসরি "সরি স্যার" বলবেন আর আপনার অনার্সের কিছু জিজ্ঞাসা করলে যদি উত্তর মনে না আসে তাহলে এটা বলতে পারেন, "সরি স্যার, অনার্সে পড়েছিলাম কিন্তু এখন মনে করতে পারছি না"। উল্টো পালটা উত্তর দিলে বিপদে পড়বেন। অনেক সময় সঠিক উত্তর দিলেও আপনাকে confused করার জন্য বলবে, ভুল উত্তর দিয়েছেন। যদি উত্তরের উপর আপনার confidence থাকে তাহলে সাহস হারাবেন না। আর এটাও ভাবিয়েন না যে আপনি সব পারবেন, আপনি যতই পারেন না কেন, উনারা ২/৩ টা প্রশ্ন না পারার মতই করবে।

৪. বের হওয়ার সময় যেতে বলার পর আপনি ধন্যবাদ দিয়ে দাড়াবেন, তারপর আগের মত সালাম দিয়ে বের হয় আসবেন। ভাইভা বোর্ডে মহিলা ম্যাম থাকলেও স্যার বলবেন।

৫. পাঠ্যঃ ক. আপনার অনার্সের বিষয় নিয়ে খুটি নাটি (বেসিক) খ. বাংলাদেশ ব্যাংক ও যে সব ব্যাংকের ভাইভা দিচ্ছেন এসব নিয়ে খুটিনাটি গ. ব্যাংকিং ঘ. সাম্প্রতিক ঘটনা ঙ. এভারের বাজেট তো অবশ্যই।

পরিশেষেঃ ব্যাংক ভাইভায় ২৫ মার্কস, উপস্থিত থাকলেই ১৭/১৮ পাওয়া যায়। আর average এ সহজে ২০/২১ পাওয়া যায়। ফেলও দেয়, তবে খুব কম। আমার মতে, ভাইভা ব্যাংলাদেশ ব্যাংক ঘুরে আসা ছাড়া কিছুই না। উনারা অনেক হেল্প করে, আবার ঝাড়িও দেয়। কিন্তু মার্কিং ভাল করে। ব্যাংক ভাইভার মূল মন্ত্র হল সাহস। আর কিছুই না। সাহস নিয়ে ভাইভা দিবেন। কখনও এটা ভাবিয়েন না যে, আপনি পারবেন না, এখানে না পারার কিছুও নেই। আবারও বলছি, ভাইভা = সাহস 🙂 nothing else...

আমার ভুল ত্রুটি হলে জানাবেন। ধন্যবাদ। শুভ কামনা

Md. Abdullah Al Mamun

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]