Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
#1935
১। সুদের হার কি ?
উত্তর :ঋণ গ্রহণের জন্য প্রদত্ত অর্থের শতকরা হারকে সুদের হার বলে।

২। ব্যাংক হার কি ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক যে হারে তফসিলীভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। বর্তমানে বাংলাদেশে ব্যাংক হার ৫%

৩। ব্যাংক হার নীতি কি ?
উত্তর : যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলকে ঋণ প্রদান করে থাকে তাকে ব্যাংক হার নীতি বলে।

৪। ঋণ নীতি কি ?
উত্তর :ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে এবং এই আমানতের নির্দিষ্ট অংশে জনগণকে আবার ঋণ হিসাবে মঞ্জুর করে এজন্য ব্যাংককে ঋণ মঞ্জুর ও আদায়ের ক্ষেত্রে যথাযথ নীতি নির্ধারণ করতে হয়। এরূপ নীতিকে ঋণ নীতি বলা হয়।

৫। আর্থিক নীতি কি ?
উত্তর : একটি দেশের মুদ্রার যোগান ও ঋণ নিয়ন্ত্রণ নীতিকে আর্থিক নীতি বলে।

৬। খোলাবাজার নীতি কি ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য খোলাবাজারে হুন্ডি, শেয়ার, ঋণপত্র ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে খোলাবাজার নীতি বলে।

৭। প্রকৃত আমানত কি ?
উত্তর : কোনো ব্যাংক তার নিজস্ব মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে প্রকৃত আমানত বলে।

৮। মুদ্রাপাচার কি ?
উত্তর :দেশ থেকে বিদেশে অথবা, বিদেশ থেকে অবৈধ উপায়ে মুদ্রা স্থানান্তর করলে তাকে মুদ্রা পাচার বলে।
৯। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে ?
উত্তর : বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির (১১ তম)।

১০। বিহিত মুদ্রা কী ?
সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ও মুদ্রাকেই বিহিত মুদ্রা।

১১। SDR কি ?
উত্তর : SDR হলো কতিপয় দেশের মুদ্রার একটি গড় গুরুত্বসূচক ম্যান যা আন্তর্জাতিক অর্থ তহবিল সত্তর দশকের শেষের দিকে চালু করে।

১২। ইউরো ডলার কি ?
উত্তর :ইউরোপীও ইউনিয়নভুক্ত দেশগুলো একত্রিত হয়ে যে একক মুদ্রা চালু করেছে তাকে ইউরো ডলার বলে।

১৩। SDR এর পুর্ণরূপ বলুন । উত্তর : SDR এর পুর্ণরূপ Special Drawing Rights

১৪। CIB এর পুর্ণরূপ বলুন । উত্তর : CIB এর পুর্ণরূপ Credit Information Bureau

১৫। মার্ক আপ নীতি কি ?
উত্তর :কোন প্রতিষ্ঠান যখন অন্য প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ নীতির উপর ভিত্তি করে নিজস্ব সেবার মূল্য নির্ধারণ করে তখন তাকে মার্ক আপ নীতি বলে।

১৬। নিকাশ ঘর কি ?
উত্তর :বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-পাওনা মেটানোর জন্য যে প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাকে নিকাশ ঘর বলে। অন্যভাবে,
নিকাশ ঘর হলো এমন একটি ব্যবস্থা, যাতে কোনো নির্দিষ্ট স্থানে আনীত সব চেক ও হুন্ডির উদ্বৃত্ত পরস্পর দাবির বিপক্ষে যোগ-বিয়োগ করা হয়। এটি প্রাত্যহিক লেনদেন নিষ্পত্তির স্থান।

১৭। নিকাশ ঘর কে নিয়ন্ত্রণ করে ?
উত্তর : বাংলাদেশ ব্যাংক।

১৮। ঋণপত্র কি ?
উত্তর : ঋণপত্র হচ্ছে ঋণ প্রদানকারী ও ঋণ গ্রহণকারীর মধ্যে এমন একটি চুক্তিপত্র যার মধ্যে ঋণকৃত অর্থের পরিমাণ, সুদের হার, মেয়াদ ইত্যাদি উল্লেখ থাকে।

সংগৃহিতঃ-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    930 Views
    by mousumi
    0 Replies 
    16112 Views
    by tasnima
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]