Get on Google Play

মৌখিক পরীক্ষা সম্পর্কিত বিষয়াদি
By rafique
#1869
ব্যাংক ভাইভার জন্য ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর,
সরকারি ও বেসরকারি ব্যাংকের ভাইভা দিতে কাজে দিবে...
-----------------
১। ব্যাংক কাকে বলে ?
উত্তর : ব্যাংক হলো মধ্যস্থতাকারী আর্থিক প্রতিষ্ঠান যা জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে নগদ অর্থ জমা রাখে এবং এদের ঋণদান করে।

২। ব্যাংকিং কি ?
উত্তর : ব্যাংকের সকল কার্যক্রমকে ব্যাংকিং বলে।

৩। বাণিজ্যিক ব্যাংক কি ?
উত্তর : আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।

৪। বাণিজ্যিক ব্যাংকের পোর্টফলিও কি ?
উত্তর : কোন বিনিয়োগকারী তার মোট মূলধনকে বিভিন্ন আর্থিক সম্পদে আনুপাতিক হারে বিনিয়োগ করে যে আয় পায় তাকে বাণিজ্যিক ব্যাংকের পোর্টফলিও বলে।

৫। বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি ?
উত্তর : ৬টি (1.SBL, 2.JBL, 3.ABL, 4.RBL, 5.BDBL, 6.BASIC Bank)

৬। তফছিলি ব্যাংক কি ?
উত্তর : বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্স গ্রহণকারী ব্যাংক যা সকল বিধি বিধান যথা ন্যুনতম মূলধন,CRR, SLR, প্রভিশন, রিটার্ন দেয়া ইত্যাদি মেনে চলে । Cash reserve Ratio (CRR) এবং Statutory liquidity ratio (SLR)

৭। বাংলাদেশে তফছিলিভুক্ত ব্যাংক ব্যাংক কতটি ?
উত্তর : ৫৯টি (সর্বশেষ—কমুনিটি ব্যাংক)

৮। বিশেষায়িত ব্যাংক ব্যবস্থা কি ?
উত্তর :বিশেষ অর্থনৈতিক খাতে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে ব্যাংক বাবস্থা পরিচালিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক বাবস্থা বলে।

৯। বাংলাদেশে সরকারী মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক কতটি ?
উত্তর : ৩টি (1.BKB, 2 RAKUB, 3 PKB)

১০। উন্নয়ন ব্যাংক কি ?
উত্তর : উন্নয়ন ব্যাংক বলতে বিশেষায়িত সরকারী এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানকে বুঝায় যারা মূলত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গঠন এবং প্রসারের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদী তহবিল সরবরাহ করে।
বাংলাদেশের ২টি উন্নয়ন ব্যাংকের নাম বলুন।
উত্তর : বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

১১। বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কতটি ?
উত্তর : ৪ ১ টি ( ৩৩ কনভেন্সনাল+৮ ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংক)

১২। বাংলাদেশে বিদেশী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি ?
উত্তর : ৯টি

১৩। সুদের হার কি ?
উত্তর :ঋণ গ্রহণের জন্য প্রদত্ত অর্থের শতকরা হারকে সুদের হার বলে।

১৪। ব্যাংক হার কি ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক যে হারে তফসিলীভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। বর্তমানে বাংলাদেশে ব্যাংক হার ৫%

১৫। ব্যাংক হার নীতি কি ?
উত্তর : যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলকে ঋণ প্রদান করে থাকে তাকে ব্যাংক হার নীতি বলে।

১৬। ঋণ নীতি কি ?
উত্তর :ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে এবং এই আমানতের নির্দিষ্ট অংশে জনগণকে আবার ঋণ হিসাবে মঞ্জুর করে এজন্য ব্যাংককে ঋণ মঞ্জুর ও আদায়ের ক্ষেত্রে যথাযথ নীতি নির্ধারণ করতে হয়। এরূপ নীতিকে ঋণ নীতি বলা হয়।

১৭। আর্থিক নীতি কি ?
উত্তর : একটি দেশের মুদ্রার যোগান ও ঋণ নিয়ন্ত্রণ নীতিকে আর্থিক নীতি বলে।

১৮। খোলাবাজার নীতি কি ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য খোলাবাজারে হুন্ডি, শেয়ার, ঋণপত্র ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে খোলাবাজার নীতি বলে।

১৯। প্রকৃত আমানত কি ?
উত্তর : কোনো ব্যাংক তার নিজস্ব মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে প্রকৃত আমানত বলে।

২০। মুদ্রাপাচার কি ?
উত্তর :দেশ থেকে বিদেশে অথবা, বিদেশ থেকে অবৈধ উপায়ে মুদ্রা স্থানান্তর করলে তাকে মুদ্রা পাচার বলে।

২১। আন্তর্জাতিক ব্যাংকিং কাকে বলে ?
উত্তর :বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম যখন দেশীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার কার্যক্রম প্রসারিত করে তখন তাকে আন্তর্জাতিক ব্যাংকিং বলে।

২২। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ? উত্তর : ব্যাংক অফ ইংল্যান্ড।

২৩। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ? উত্তর : ফেডারেল রিজার্ভ ব্যাংক।

২৪। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ? উত্তর : রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

২৫। আর্থিক মধ্যস্থতা কি ?
উত্তর : বর্তমানকালে বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংক, সঞ্চয়ী ব্যাংক, ঋণ সংস্থা, বীমা কোম্পানি ইত্যাদি প্রতিষ্ঠান সঞ্চয়কারীদের কাছ থেকে তহবিল বিনিয়োগকারীদের কাছে স্থানান্তর করে। এই প্রক্রিয়াকে আর্থিক মধ্যস্থতা বলে।

২৬। গারনিশি অর্ডার কী ?
উত্তর : আদালত কর্তৃক ব্যাংক এর ওপর প্রদত্ত একটি আদেশ হলো গারনিশি অর্ডার।
আদালত কর্তৃক কোনো পাওনাদারের পাশে যখন কোনো দেনাদারের (ব্যাংকের গ্রাহক) বিরুদ্ধে তার হিসাব বন্ধের জন্য একটি আদেশ জারি করা হয় তখন তাকে গারনিশি অর্ডার বলে।

২৭। স্মার্টকার্ড কি ?
উত্তর : যে কার্ডের মাধ্যমে যে কোন সময় টাকা ছাড়াই লেনদেন বা কেনাবেচা করা যায় তাকে স্মার্টকার্ড বলে।

২৮। ক্ষুদ্র ঋণ কি ?
উত্তর :ক্ষুদ্র ঋণ বলতে বুঝায় সামান্য ধার যা সাধারণত ব্যাংকের বা অন্যান্য সংস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করা হয়।

২৯। মূলধন বাজার কি ?
উত্তর :যে বাজারে দীর্ঘমেয়াদি ঋণপত্র ক্রয় বিক্রয় করা হয় তাকে মূলধন বাজার বলে।

৩০। স্টক এক্সচেঞ্জ বলতে কি বুঝেন ?
উত্তর : স্টক এক্সচেঞ্জ বলতে এমন এক স্থানকে বুঝায় যেখানে জয়েন্ট স্টক কোম্পানি, সরকারী এবং আধা-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণপত্রের ক্রয়-বিক্রয় হয়।

৩১। অর্থ বাজার কি ?
উত্তর : যে বাজারে স্বল্পকালীন সময়ের জন্য ঋণ আদান প্রদান করা হয় তাকে অর্থ বাজার বলে।

৩২। শেয়ার বাজার কি ?
উত্তর : যে সুসংহত বাজারে শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে শেয়ার বাজার বলে।

৩৩। তারল্য কি ?
উত্তর :ব্যাংকে আমানতকারীদের তাৎক্ষনিক চাহিদা মেটানোর জন্য যে অর্থ নগদ আকারে রেখে দেয় তাকে তারল্য বলে।

৩৪। বাট্টাকরণ কাকে বলে ?
উত্তর :ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্য কত তা নির্ধারণ করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে।

৩৫। অফশৌর ব্যাংকিং কি ?
উত্তর :আন্তর্জাতিক ব্যাংকিং এর অফশৌর কেন্দ্রে যে সেবামূলক ব্যাংকিং গড়ে ওঠে তাকে অফশৌর ব্যাংকিং বলে।

৩৬। বাংলাদেশে অফশৌর ব্যাংকিং এর দুটি সুবিধা উল্লেখ করেন।
উত্তর : বাংলাদেশে অফশৌর ব্যাংকিং দুটি এর সুবিধা হলোঃ ১) সুদবিহীন বিদেশী মূলধনের প্রবাহ সৃষ্টি করা ; ২) স্থানীয় মূলধন তীব্র শিল্প স্থাপন ও উন্নয়ন।

৩৭। কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝায় ?
উত্তর : যে ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে অন্যান্য ব্যাংক বাবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে থাকে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।

৩৮। ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কাকে । কেন ?
উত্তর : কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।দেশের সরকার কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে। জরুরি প্রয়োজনে ঋণ দেয়। তাই কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলে।

৩৯। বাংলাদেশ ব্যাংকের গঠন কি ?
উত্তর : বাংলাদেশের ব্যাংক একটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন ব্যাংক।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে একটি 'পরিচালনা পর্ষদ'-এর ওপর ন্যস্ত এ ব্যাংক। একজন গভর্নর, দুজন ডেপুটি গভর্নর এবং আটজন পরিচালক নিয়ে সরকারের মনোনীত এ পর্ষদ।

৪০। বাংলাদেশ ব্যাংকের কাজ কি কি ?
উত্তর : নোট প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, সরকারের ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার ইত্যাদি

৪১। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে ?
উত্তর : বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির (১২ তম)।

৪২। বিহিত মুদ্রা কী ?
সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ও মুদ্রাকেই বিহিত মুদ্রা।

৪৩। SDR কি ?
উত্তর : SDR হলো কতিপয় দেশের মুদ্রার একটি গড় গুরুত্বসূচক ম্যান যা আন্তর্জাতিক অর্থ তহবিল সত্তর দশকের শেষের দিকে চালু করে।

৪৪। ইউরো ডলার কি ?
উত্তর :ইউরোপীও ইউনিয়নভুক্ত দেশগুলো একত্রিত হয়ে যে একক মুদ্রা চালু করেছে তাকে ইউরো ডলার বলে।

৪৫। SDR এর পুর্ণরূপ বলুন । উত্তর : SDR এর পুর্ণরূপ Special Drawing Rights

৪৬। CIB এর পুর্ণরূপ বলুন । উত্তর : CIB এর পুর্ণরূপ Credit Information Bureau

৪৭। মার্ক আপ নীতি কি ?
উত্তর :কোন প্রতিষ্ঠান যখন অন্য প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ নীতির উপর ভিত্তি করে নিজস্ব সেবার মূল্য নির্ধারণ করে তখন তাকে মার্ক আপ নীতি বলে।

৪৮। নিকাশ ঘর কি ?
উত্তর :বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা-পাওনা মেটানোর জন্য যে প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাকে নিকাশ ঘর বলে। অন্যভাবে, নিকাশ ঘর হলো এমন একটি ব্যবস্থা, যাতে কোনো নির্দিষ্ট স্থানে আনীত সব চেক ও হুন্ডির উদ্বৃত্ত পরস্পর দাবির বিপক্ষে যোগ-বিয়োগ করা হয়। এটি প্রাত্যহিক লেনদেন নিষ্পত্তির স্থান।

৪৯। নিকাশ ঘর কে নিয়ন্ত্রণ করে ?
উত্তর : বাংলাদেশ ব্যাংক।

৫০। ঋণপত্র কি ?
উত্তর : ঋণপত্র হচ্ছে ঋণ প্রদানকারী ও ঋণ গ্রহণকারীর মধ্যে এমন একটি চুক্তিপত্র যার মধ্যে ঋণকৃত অর্থের পরিমাণ, সুদের হার, মেয়াদ ইত্যাদি উল্লেখ থাকে।

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    47 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]