Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1393
দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে...
১ম বন্ধু: শোন দোস্ত, আমি যদি এইবার এক্সামে ফেল করি তাইলে তোর ভাবির কাছে ব্রিটেনে চিঠি লিখমু।
২য় বন্ধুঃ তা কিভাবে সম্ভব! ব্রিটেনের তো ডাক টিকিট নাই।
১মঃ ওওও..... তাইলে তোরে নিয়া ইসরাইলে ঘুরতে যামু। যাবি?
২য়ঃ আরে ধূর! তুই জানিস না ইসরাইলের সাথে আমাদের
কূটনৈতিক কোন সম্পর্ক নাই?
১মঃ তাই নাকি? তাইলে কি করা যায়....
তাইলে জর্ডান নদীতে মাছ ধইরা সৌদি আরব যামু।
২য়ঃ আরে বোকা! জর্ডান নদীতে মাছ থাকলে তো ধরবি!! আর সৌদি আরবে তো কোন নদী ই নাই। হেহেহে.
১মঃ তাইলে করমুটা কি!!? যাহ, ডাইরেক্ট মালদ্বীপের সেনাবাহিনীতে যোগ দিমু।
২য়ঃ তাও পারবি না মামা।কারণ মালদ্বীপের সেনাবাহিনী নাই।
১মঃ এই, তুই কি শুরু করলি?!! আমি যা বলি তা তুই না করস!!! তাইলে কি ভুটান গিয়া বিড়ি বেচমু???
২য়ঃ সেই চান্স ও নাই তোমার। কারন ভুটানে ধূমপান নিষিদ্ধ।
১মঃ আমি এইবার আফগানিস্তানের রাজার কাছে যামু তোর নামে নালিশ করতে!!
২য়ঃ যাইতে পারস কিন্তু লাভ হবে না। আফগানিস্তানের রাজতন্ত্র ১৯৭৩ সাল থেকে উঠে গেছে
১মঃ তাতে কি হইছে? আফগানিস্তানের সমুদ্র বন্দরে গিয়া শুটকি মাছ বেচমু। এইবার হইলো???
২য়ঃ দোস্ত, তোর কপালটাই খারাপ রে, আফগানিস্তানে যে সমুদ্র বন্দর নাই...
১মঃ দুনিয়ার কোথাও আমার জায়গা নাই!!!!!!
তাইলে নেপাল গিয়া খুনখারাবি করমু! যাতে ওরা আমারে মৃত্যুদণ্ড দেয়।
২য়ঃ তাও সম্ভব না।নেপালে মৃত্যুদণ্ডের বিধান নাই।
১মঃ অজ্ঞান...
শুভ কামনাই, ওমর
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  447 Views
  by shahan
  0 Replies 
  439 Views
  by Coxalamgir92
  0 Replies 
  442 Views
  by Coxalamgir92
  0 Replies 
  31 Views
  by Mdhannanali42
  0 Replies 
  233 Views
  by awal