Page 1 of 1

গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Posted: Sat Apr 13, 2019 2:58 pm
by masum
১। যমুনা সেতুর দৈর্ঘ্য কত কি. মি.? [১৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৪.৮ কি. মি.।
২। বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী আনা হয়েছে? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৬টি।
৩। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কখন? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১ নভেম্বর ২০০৭।
৪। স্থানীয় সরকার কয় স্থর বিশিষ্ট? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩ স্থর। জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।
৫। ভাষা অন্দোলন ও ছয় দফা কর্মসূচি কখন হয়? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাষা আন্দোলন ১৯৫২ সালে। ছয় দফা কর্মসূচি ১৯৬৬ সালে লাহোর।
৬। লালনগীতি কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মরমি বাউল লালন ফকির রচিত গীত গানকে লালনগীতি বলে।
৭। ময়মনসিংহ গীতিকা কী? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ময়মনসিংহ জেলার পূর্বাংশে নেত্রকোনা ও কিশোরগঞ্জের ভাটি অঞ্চেলে যে গীতিকার বিকাশ হয়েছিলো তাকে ময়মনসিংহ গীতিকা বলে। ময়মনসিংহ গীতিকার অন্তর্ভূক্ত গীতিকাগুলো হলো; মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান মদিনা ও দেওয়ান ভাবনা।
৮। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি? [১৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৫০ টি।
৯। বাংলাদেশের সংবিধানের কোন কোন অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা আছে?
উত্তরঃ সংবিধানের তৃতীয় ভাগে ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্মন্ধে বলা হয়েছে।
১০। ‘ইনডেমনিটি’ কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Indemnity এর অর্থ হলো; শাস্তি এড়াবার আইনী ব্যবস্থ। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা ও একই বছর কারাগারে ৪ নেতার হত্যার বিচার এড়ানোর জন্য ১৯৭৫ সালে এই ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি হয়। এটি বাতিল হয় ১৯৯৬ সালের ১২ ই জুন।
১১। বাংলাদেশে সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ তাজিংডং বা বিজয়। এর উচ্চতা ১২৩১ মিটার। এটি বান্দরবন জেলায় অবস্থিত।
১২। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সিলেট বিভাগ।
১৩। বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ রাঙামাটি। আয়তন—৬১১৬ বর্গ কিলোমিটার।
১৪। বঙ্গদেশে কবে আর্যদের আগমন ঘটে? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ খিস্টপূর্ব ১৪০০ বা ১৫০০ অব্দে আর্যগণ উপমহাদেশে আগমন করেন। তারও চৌদ্দশত বছর পর আর্যরা বঙ্গদেশে আগমন করেন।
১৫। কোন মুসলিম শাসক সর্বপ্রথম সমগ্র বাংলাদেশের অধিপতি হন? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন ইলিয়াস শাহ।
১৬। মোঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সম্রাট আকবর।
১৭। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৭৫৭ সালের ২৩ জুন।
১৮। বাংলাদেশের সর্বোচ্চ খেতাব কী? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বীরশ্রেষ্ঠ।
১৯। DPT র পূর্ণরূপ কী? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Diphtheria, Pertussis, Titanus
২০। TT এর পূর্ণরূপ কী? [৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ Telephone and Telegraph
২১। সংবিধানে রাষ্ট্রধমর্ম সম্পর্কিত বিধান কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংবিধানের ২(ক) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রধর্ম ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মও সমমর্যাদা পাবে।
২২। সংবিধানের প্রাধান্য সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৭ নং অনুচ্ছেদ।
২৩। চলাফেরার স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৬ নং অনুচ্ছেদ।
২৪। সমাবেশ করার স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের অনুচ্ছেদ কোনটি? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ৩৭ নং অনুচ্ছেদ।
২৫। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা কী কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলাদেশের নাগরিক, ২৫ বছর বয়স ও ভোটার তালিকায় নাম থাকতে হবে।
২৬। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা কী কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হলে, বিদেশি রাষ্ট্রের নাগরিক হলে ইত্যাদি।

Raisul Islam Hridoy