Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1248
০১। "টাইম" ম্যাগাজিনের 'পারসন অব দ্য ইয়ার'→ জামাল খাশোগি।
০২। বিশ্ব জলবায়ু সম্মেলন-২০১৮’ বা ‘কপ-২৪’ অনুষ্ঠিত হচ্ছে→ 'পোল্যান্ডের ক্যাটওয়াইচ' শহরে (৩রা ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত)।
০৩। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদক্ষেপ নেওয়া দেশগুলোকে সহায়তায় এরই মধ্যে বিশ্বব্যাংক তহবিল ঘোষনা করে→ ২০০ বিলিয়ন ডলারের।
০৪। ২০১৮ সালের বর্ষসেরা ফুটবলার 'ব্যালন ডি’অর' জয় করেন→ ক্রোয়েশিয়ার মিডফিল্ডার 'লুকা মদ্রিচ'।
০৫। ২০১৮ সাল থেকে চালু হওয়া নারীদের জন্য প্রথম বর্ষসেরার পুরস্কার 'ব্যালন ডি’অর' জয় করেন→ অলিম্পি লিঁওর নরওয়েজিয়ান স্ট্রাইকার 'আদা হেগেরবার্গ'।
০৬। ২০১৮ সাল থেকে চালু হওয়া প্রথম 'সেরা তরুন ফুটবলারের' পুরস্কার পান→ কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
০৭। সামরিক ক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান→ ৫৬ তম (১ম-যুক্তরাষ্ট্র ও ২য়-রাশিয়া)।
০৮। শীর্ষ ১০ রেমিট্যান্স আহরণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান→ ৯ম।
০৯। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ গাছ লাগাবে→ ইতালির মিলান শহরে।
১০। "রোকেয়া পদক ২০১৮" পান→
(i) সাবেক প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা জেবুন্নেসা তালুকদার
(ii) অধ্যাপীকা জোহরা আনিস
(iii) সংস্কৃতি কর্মী শিলা চৌধুরী
(iv) লেখিকা এবং সমাজকর্মী রমা চৌধুরী
(v) লেখিকা ও সমাজকর্মী রোকেয়া বেগম।
১১। বিশ্ব মানবাধিকার দিবস এবং জাতীয় ভ্যাট দিবস→ ১০ ডিসেম্বর।
১২। জিসিসির (গালফ কো-অপারেশান কাউন্সিল) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে→ সৌদিআরবের রিয়াদে (৩৯ তম)।
১৩। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ফ্রান্সে চলমান আন্দোলনের নাম→ ইয়োলো জ্যাকেট বা ইয়োলো ভেস্ট আন্দোলন।
১৪। জামদানির ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ পেলেন→ ৬৬ জন তাঁতি।
১৫। 'ডিজিটাল বাংলাদেশ দিবস'→ ১২ ডিসেম্বর (‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ এর নাম পরিবর্তন করে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ রাখা হয়)।
১৬। বর্তমানে দেশে মোট তফসিলভুক্ত ব্যাংক→ ৬০ টি (৯টি সরকারি+৪২টি বেসরকারি+৯টি বিদেশি তফসিলি ব্যাংক= ৬০ টি। সর্বশেষ- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ১১ ডিসেম্বর ২০১৮)।
১৭। ২০২০ সালের 'এশিয়া কাপে'র আয়োজক→ পাকিস্তান।
১৮। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেন→ মারশাফি (৭০ টি) (হাবিবুল বাশার ৬৯ টি)।
১৯। মালয়েশিয়ায় সেকেন্ড হোম বা দ্বিতীয় নিবাস প্রকল্পের আওতায় বাড়ি কেনার তালিকায় বাংলাদেশিরা কততম→ তৃতীয় (চীন ও যুক্তরাজ্য যথাক্রমে প্রথম ও দ্বিতীয়)।
২০। বীর প্রতীক তারামন বিবি যুদ্ধ করেন→ ১১ নম্বর সেক্টরে।
২১। বীর প্রতীক তারামন বিবির জন্মস্থান→ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে।
২২। বীর প্রতীক তারামন বিবি মারা যান→ ১ লা ডিসেম্বর ২০১৮।
২৩। 'অর্থ ও বাণিজ্যবিষয়ক ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স'-এর দেওয়া বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংকের পুরস্কার পেয়েছেন→ সিটি ব্যাংক।
২৪। বাংলাদেশ নিজেদের কততম টেস্টে এসে। উইন্ডিজ দলের বিপক্ষে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জেতে→ ১১২ তম।
২৫। ২০১৮ সালে ফোর্বস সাময়িকীর করা বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান→ ২৬ তম।
২৬। ২০১৯ সালের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বিচ্ছেদ প্রক্রিয়া সংক্রান্ত ধারা→ আর্টিক্যাল-৫০।

সংগৃহিতঃ-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]