Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1237
০১। মালয়েশিয়ায় সেকেন্ড হোম বা দ্বিতীয় নিবাস প্রকল্পের আওতায় বাড়ি কেনার তালিকায় বাংলাদেশিরা কততম?
→ তৃতীয় (চীন ও যুক্তরাজ্য যথাক্রমে প্রথম ও দ্বিতীয়)।
০২। কোনটি আবাসন ব্যবসায়ীদের সংগঠন?
→ রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।
০৩। বাংলাদেশি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোটের নাম কী?
→ অ্যাকর্ড।
০৪। সম্প্রতি জি-২০ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
→ আর্জেন্টিনায় (বুয়েনস এইরেসে)।
০৫। সম্প্রতি ব্রাজিলে আবিষ্কৃত ‘সুপার কলোনি’ মূলত কী?
→ উইপোকার ঢিবি।
০৬। বাংলাদেশের আকিজ গ্রুপের তামাক ব্যবসা বিদেশি কোন কোম্পানিটি কিনে নিয়েছে?
→ জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই)।
০৭। তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠনের নাম কী?
→ বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন)।
০৮। বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক অথবা ইজ অব ডুয়িং বিজনেসে উন্নতির জন্য সংস্কারকাজ তদারকিতে গঠিত কমিটিটির নাম কী?
→ স্টিয়ারিং কমিটি।
০৯। কখন থেকে এবং কিসের ভিত্তিতে বিশ্বজুড়ে এক কেজির পরিমাণ নির্ধারিত হয়ে আসছে?
→ ১৮৮৯ সাল থেকে ‘ল্যঁ গ্রঁদ কে’ নামক ধাতব সংকরের ভিত্তিতে।
১০। জি-২০ ভুক্ত দেশগুলো পৃথিবীর মোট দেশজ উৎপাদনের কত অংশের উৎস?
→ শতকরা ৮০ ভাগ বা ৫ ভাগের ৪ ভাগের উৎস।
১১। বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?
→ ১১ নম্বর সেক্টরে।
১২। বীর প্রতীক তারামন বিবির জন্মস্থান কোথায়?
→ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে।
১৩। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থার নাম কী?
→ মুডি’স।
১৪। ভোলায় বিসিক শিল্পনগর কবে প্রতিষ্ঠা করা হয়?
→ ১৯৯২ সালে।
১৫। সম্প্রতি অর্থ ও বাণিজ্যবিষয়ক ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স–এর দেওয়া বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংকের পুরস্কার পেয়েছে কোন ব্যাংক?
→ সিটি ব্যাংক।
১৬। ফাদার মারিনো রিগান কোন দেশের নাগরিক ছিলেন?
→ ইতালির।
১৭। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফাদার মারিনো রিগানকে কবে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়?
→ ২০০৮ সালে।
১৮। ফাদার মারিনো রিগানকে কোন সম্মাননাটি দেওয়া হয়?
→ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।
১৯। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশ (সিনিয়র জর্জ বুশ) ইরাকিদের কাছে কী নামে পরিচিত?
→ মিস্টার এমবার্গো।
২০। কোন দুটি দেশের মধ্যে ব্যাপক বাণিজ্যযুদ্ধ চলছে?
→ যুক্তরাষ্ট্র ও চীন।
২১। বাংলাদেশ নিজেদের কততম টেস্টে এসে।উইন্ডিজ দলের বিপক্ষে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জেতে?
→ ১১২তম।
২২। রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে কর্মরত উত্তর আমেরিকার ক্রেতাদের জোটের নাম কী?
→ অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি।
২৩। বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এ খাতের বৈশ্বিক কর্মসূচি পরিচালনায় কত ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক?
→ ২০ হাজার কোটি মার্কিন ডলার।
২৪। কোন দেশ থেকে ব্যালন ডি’অর পুরস্কারটি দেওয়া হয়?
→ ফ্রান্স।
২৫। ২০১৮ সালে ফোর্বস সাময়িকীর করা বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত তম?
→ ২৬তম।

সংগৃহিতঃ-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]