Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1182
১) প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রধান নির্বাহী – মাননীয় প্রধানমন্ত্রী
২) সশস্ত্র বাহিনী দিবস – ২১ নভেম্বর
৩) মুক্তিযুদ্ধ দিবস – ১ ডিসেম্বর
৪) বাংলাদেশ প্রথম যে অলিম্পিক গেমসে অংশ গ্রহন করে – লস এঞ্জেলস
৫) প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন কার্যকর বিভাগ – ১৯ টি
৬) মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধি প্রাপ্ত হন – ১৮৮ জন নারী
৭) চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশের ২ টি সাবমেরিনের নাম – নবযাত্রা ও জয়যাত্রা
৮) দেশের বৃহত্তম যুদ্ধ বিমানঘাঁটির নাম - বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু
৯) দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম – ভোলা নর্থ ( পরীক্ষা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত)
১০) মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা ছিল – ৩ নং সেক্টরের অন্তভূর্ক্ত ( ঢাকা শহর ছিল ২ নং সেক্টরের)
১১) শেখ মুজিবুর রহমান কলকাতার ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের যত নম্বর রুমে থাকতেন – ২৪ নং
১২) সেনাবাহিনীর যতজন মুক্তিযুদ্ধের বীর উত্তম খেতাব লাব করেন –৬ জন
১৩) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস – ১০ জানুয়ারি
১৪) প্রতিরক্ষা মন্ত্রনালয়ের প্রথম মন্ত্রী ছিলেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৫) বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে – ১৯৮৮ সাল থেকে
১৬) যে সংস্থা অন্য সবার চেয়ে ভিন্ন – RAB
১৭) মেজর সি আর দত্ত মুক্তিযুদ্ধের সময় যে সেক্টরের কমান্ডার ছিলেন – ৪ নং
১৮) “ আলোকিত মানুষ চাই “ স্লোগানটি যে প্রতিষ্ঠানের – বিশ্ব সাহিত্য কেন্দ্র
১৯) প্রতিরক্ষা মন্ত্রনালয় প্রতিষ্ঠিত হয় – ১০ এপ্রিল ১৯৭১ সালে
২০) বীর উত্তম খেতাব প্রাপ্ত বেসামরিক মুক্তিযোদ্ধার সংখ্যা – ২ জন
২১) কান্তজীর মন্দির – দিনাজপুরে
২২) বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর – ইউনিয়ন পরিষদ
২৩) বড় পুকুরিয়া কয়লা খনি – দিনাজপুরে
২৪) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার – আবদুল গাফফার চৌধুরী
২৫) দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র – হালদা নদী
২৬) বাংলাদেশের পন্য আমদানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র
২৭) বঙ্গবিভাগ হয় – ১২ ডিসেম্বর ১৯১১ সালে
২৮) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী – তাজ উদ্দিন আহমেদ
২৯) বাংলাদেশের ৩য় সমুদ্র বন্দর যে জেলায় – পটুয়াখালী
৩০) বাংলাদেশের অস্ত্র কারখানা – গাজীপুরে
৩১) মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম – বঙ্গভবন
৩২) রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ইউনিট ১ এর উৎপাদন ক্ষমতা – ১২০০ মে.ওয়া.
৩৩) বাংলাদেশ সংবিধানের মূলনীতি – ৪ টি
৩৪) উত্তরা গণভবন – নাটোর
৩৫) বাংলাদেশের একমাত্র রামসার সাইট – টাঙ্গুয়ার হাওর
৩৬) বীর প্রতীক খেতাব প্রাপ্ত মহিলা – ২ জন
৩৭) ২০১৭ সালের সমীক্ষা অনুযায়ী দেশের প্রতি বর্গ কি.মি জনসংখ্যা – ১০৭৭ জন
৩৮) “ বঙ্গবন্ধু শেখ মুজিব “ বইটির লেখক – মযহারুল ইসলাম
৩৯) সিডর অর্থ – চোখ
৪০) বাংলাদেশের রণসংগীতের রচয়িতা – কাজী নজরুল ইসলাম
৪১) অপরাজেয় বাংলা ভাস্কর্য যার প্রতীর – মুক্তিযুদ্ধের
৪২) মনপুরা ৭০ – একটি চিত্রকর্ম
৪৩) নাসিরাবাদ যে জেলার পূর্বনাম – ময়মনসিংহ
৪৪) দেশের সবচেয়ে বড় নদী বন্দর – নারায়নগঞ্জ
৪৫) “ অসমাপ্ত আত্মজীবনী” যাঁর রচনা – শেখ মুজিবুর রহমান
৪৬) মহাস্থানগড় যে জেলায় – বগুড়া
৪৭) দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রনয়ন করা হয় – ১৯৭৩-৭৮ সালের
৪৮) মুজিবনগর যে জেলায় – মেহেরপুর
৪৯) “ একসাগর রক্তের বিনিময়ে “ গানটি লিখেছেন – গোবিন্দ হালদার
৫০) প্রথম বাংলাদেশী এভারেষ্ট বিজয়ী – মুসা ইব্রাহিম
৫১) দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্রটি – ভেড়া মারায়
৫২) সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগের সকল ক্ষমতার মালিক – প্রধানমন্ত্রী
৫৩) মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল – ১১ টি
৫৪) বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক – নাইমুর রহমান দুর্জয়
৫৫) সংসদ ভবনের স্থপতি – লুই আই কান
৫৬) হালদা ভ্যালি – খাগড়াছড়ি
৫৭) গ্রিন হাউজ ইফেক্টে বাংলাদেশের – নিম্নভূমি ডুবে যাবে
৫৮) ২০১১ সালের আদমশুমারী মতে দেশে নারী পুরুষের অনুপাত – ১০০:১০০.৩
৫৯) ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট – চাঁদপুরে
৬০) বাংলাদেশের ২১ তম রাষ্ট্রপতি নির্বাচন হয় – ১৮ ফেব্রুয়ারি ২০১৮
৬১) দেশের ২৭ তম গ্যাস ক্ষেত্র – ভোলায়
৬২) ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল – ২১ টি

√আন্তর্জাতিকঃ
৬৩) ভুটানের আইন সভার নাম – পার্লামেন্ট
৬৪) রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠান – হ্যানসন রোবটিক্স
৬৫) ডোকলাম মালভূমি যে দেশের সাথে যুক্ত – ভারত ভুটান চীন
৬৬) ২০১৭ সালে অর্থনীতিতে নোবেল পান – রিচার্ড থ্যালার
৬৭) আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ – রাশিয়া
৬৮) ২০১৫ সালের ইরানের সাথে চুক্তি করে – ৬ টি দেশ
৬৯) মরূভূমির জাহাজ বলা হয় – উটকে
৭০) জাতিসংঘের মহাসচিব – আন্তোনিও গুতেরেস
৭১) মোবাইল ফোনের আবিষ্কারক – মার্টিন কুপার
৭২) আইফেল টাওয়ার অবস্থিত – প্যারিস, ফ্রান্সে
৭৩) জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় – ১৯৪৫ সালে
৭৪) নিশীথ সূর্যের দেশ – নরওয়ে
৭৫) সেভেন সিস্টার্স যে দেশে – ভারতে
৭৬) ইউনেস্কোর সদর দপ্তর – প্যারিস, ফ্রান্স
৭৭) বিশ্বে্ প্রথম মহিলা প্রধানমন্ত্রী – শ্রীমাভো বন্দরনায়েক
৭৮) ফিদেল কাস্ত্রো যে দেশের – কিউবার লোক
৭৯) WHO এর সদর দপ্তর – জেনেভায়
৮০) RAW যে দেশের গোয়েন্দা সংস্থার নাম – ভারত
৮১) ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম – বাকিংহাম প্যালেস
৮২) ব্রেটন উডস ইনস্টিউট বলতে বুঝায় – IMF, WB কে
৮৩) অন্ধের লিখন পদ্ধতি উদ্ভাবন করেন – ব্রেইল
৮৪) নেপোলিয়নের জীবনাবসান হয় – সেন্ট হেলেনা দ্বীপে
৮৫) যে দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পায় – নিউজিল্যান্ড
৮৬) উইঘুর হলো – চীনের একটি সম্প্রদায়
৮৭) হারারের পূর্ব নাম – সলসব্যারী
৮৮) পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় – চীনে
৮৯) সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত – নতুন দিল্লীতে
৯০) সুপার ব্লু ব্লাড মুন সর্বশেষ দেখা যায় – ২০১৮ সালে

সংগৃহিতঃ- Mohammad Ashraful Islam
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    738 Views
    by bdchakriDesk
    0 Replies 
    514 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1939 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1695 Views
    by bdchakriDesk
    0 Replies 
    5032 Views
    by bdchakriDesk
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]