Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1069
101. নবম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় --জিয়ামেন , চীন । ৩-৫ সেপ্টেম্বর , ২০১৭।
102. ১০ তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হবে ---জোহানেসবার্গ , দক্ষিণ আফ্রিকা । ২০১৮ সালে ।
103. 'ইদলিব' প্রদেশটি -- সিরিয়ায় অবস্হিত।
104. 'আরসা' কোন দেশের গেরিলা গোষ্ঠী -- মিয়ানমার।
105. বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী ?--- দাদাব
106. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার--- জায়েদ রাদ আল হুসেইন।
107. ভারতের বৃহত্তম ও বিশ্বের ২য় বৃহত্তম বাঁধের নাম--- সরদার সরোবর বাঁধ। বিশ্বের বৃহত্তম বাঁধ ---গ্র্যান্ড কুলি বাঁধ
108. * 'What Happened' গ্রন্হের রচয়িতা --- হিলারি ক্লিনটন।
109. 'Perfect Hostage' -- মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র জীবনীগ্রন্হ । রচয়িতা ব্রিটিশ লেখক জাস্টিন উইন্টল।
110. 'The Floating Man' --- রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র।
111. চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড ' কর্মসূচীর প্রবক্তা--- শি চিন পিং ।
112. 'অপারেশন ক্লিয়ারেন্স' --- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে সামরিক অভিযান ।
113. 'টাটামাডো' --- মিয়ানমারের সেনাবাহিনীর স্হানীয় নাম।
114. '৯৬৯' -- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক গঠিত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ।
115. 'মা বা থা' --- মিয়ানমারে কট্টর বৌদ্ধদের সংগঠন।
116. মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নাগরিকত্ব হরণ করে -- ১৯৮২ সালে ।
117. সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা সংক্রান্ত আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় দেয় -- ০১ আগস্ট,২০১৭ ।
* এই রায়ের ফলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ২,৩,৪,৫,৬ ও ৭ ধারা পুনঃস্হাপিত হয়েছে ।
118. * ৩ - ৫ সেপ্টেম্বর ২০১৭ চীনের জিয়ামেনে কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ?-- BRICS সম্মেলন ( নবম সম্মেলন ) ।
119. BIMSTEC এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন -- বাংলাদেশের এম শহীদুল ইসলাম।
BIMSTEC পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চদশ বৈঠক অনুষ্ঠিত হয় -- কাঠমান্ডু, নেপাল । ১১ আগস্ট , ২০১৭
120. বিশ্ব বাণিজ্য সংস্হা ( WTO) পরিসংখ্যান রিপোর্ট ২০১৭ ----
* পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্হান
-- দ্বিতীয় । ( প্রথম -- চীন )
* বস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ?
-- চীন । ( বাংলাদেশ -- ষষ্ঠ)
121. কমনওয়েলথ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত তাহমিমা আনাম রচিত তৃতীয় উপন্যাস -- The Bones Of Grace
122. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র -- গন্তব্য ।
123. বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড নিয়ে নির্মিত কাহিনীচিত্র-- ইতিহাসের কৃষ্ণপক্ষ ।
124. দেশে নৌ থানা সংখ্যা -- ১৭টি ।
125. কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে সম্প্রতি কয়টি শর্ত দেওয়া হয়েছে ?-- ১৩ টি ।
126. বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট বীরাঙ্গনার সংখ্যা কত ?-- ১৮৮ জন । (১৮৮ না থাকলে যদি ১৮৫ থাকে তাহলে এটা দিতে হবে )
127. বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া মোট শব্দ সৈনিকের সংখ্যা কত ?-- ২৫৩ জন ।
128. ভাষার একক হলো= ধ্বনি
129. মরূদ্যান শব্দটির সন্ধি বিচ্ছেদ= মরু+উদ্যান
130. সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ=সম+ধি
131. World View শব্দের পারিভাষিক অর্থ= জাগাতিক দর্শন
132. বিশ্বের প্রথম ঘূর্ণায়মান ভবনের নাম কী?→ ডায়নামিক টাওয়ার (দুবাই)
133. 'জিনজিয়াং' শব্দের অর্থ কী?→নুতন ভূখন্ড
134. CTBTO চুক্তি অনুসমর্থন করেছে কতটি দেশ? উ: ১৬৬ টি দেশ
135. পানামা খালের গভীরতা কত মিটার? উ: ১৪ মি.
136. ফিরদোস স্ক্যয়ার অবস্থিত কোন দেশে? উ: বাগদাদ, ইরাক
137. আন্তর্জাতিক ধরিত্রী দিবস? উ: ৫ মে
138. Strategic Defence Initiative যে দেশের মিসাইল প্রতিরক্ষা কর্মসূচি? উ: USA
139. United Nations Industrial Development Organization এর সদর দপ্তর? উ: ভিয়েনা, অস্ট্রিয়া
140. NAFTA সাক্ষরিত হয়? উ: ১৭ ডিসেম্বর, ১৯৯২
141. হেবরন হত্যাকান্ড কে করেন? উ: গোল্ডস্টেন বারুচ
142. ডেটন চুক্তি সাক্ষরের সময় উপস্থিত ছিলেন? উ: বিল ক্লিনটন (মধ্যস্থতাকারী ছিলেন জিমি কার্টার)
143. Asia Pacific Economic Cooperation ভুক্ত দেশ কতটি? উ: ২১টি
144. Flickr ২০০৪ সালে চালু হয়।
145. MS Word এ F5 শর্টকাট কী দ্বারা Find and Replace নির্দেশ করে।
146. মাইকক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় ২০১৭ সালে।
147. জাতিসংঘের প্রতীক ও পতাকার ডিজাইনার --ডোনাল্ড ম্যাগলিন
148. উপমহাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় "নালন্দা" ভারতের কোথায় অবস্থিত? -- বিহারে
149. মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন পঞ্চম।
150. স্বার্থ একত্রীকরণকারী বলা হয় কোনটিকে= রাজনৈতিক দলকে।
151. আবেদন করার অধিকার কোন ধরণের অধিকার= রাজনৈতিক অধিকার।
152. "Law is the passionless motion", কে বলেছেন =এরিস্টটল।
153. এরিস্টটলের মতে পলিটি উত্তম সরকার আর গণতন্ত্র সবচেয়ে নিকৃষ্ট সরকার।
154. MOU কী?? উঃ Memorandum of Understanding যা এক বা একাধিক দল বা গোষ্ঠীর মধ্যে সমঝোতা স্মারক।
156. ভুটানের জাতীয় পাখি ? উত্তরঃকাক।
157. নাৎসি আন্দোলন সর্বপ্রথম শুরু হয় ? উত্তরঃমিউনিখ শহর থেকে।
158. কিউবা ক্ষেপণাস্ত্র সংকট হয ? উত্তরঃ১৯৬২ সালে।
159. শিলামুদ্রার দেশ হিসেবে বিখ্যাত “ইয়াপ” দ্বীপটি অবস্থিত উত্তরঃমাইক্রোনেশিয়ায়।
160. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট এর নাম কি.?-ব্র্যাক অন্বেষা। [উৎক্ষেপণ করা হয় ৪ জুন ২০১৭]।
161. বর্তমানে দেশের সরকারী বিশ্ববিদ্যালয় কতটি.?৪০টি। [সর্বশেষ—রবীন্দ্র বিশ্ববিদ্যালয়]
162. ওশেনিয়া মহাদেশের সর্বনিম্ন স্থানের নাম কি ? লেক আয়ার ।
163. গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?→ অস্ট্রেলিয়ার উপকূলে, প্রশান্ত মহাসাগরে ।
164. বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপের নাম কি ?→ নিউই ।
165. জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ "নাউরু" কোন মহাদেশে অবস্থিত ?→ ওশেনিয়া মহাদেশ ।
166. অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীর নাম কি ?→ এবোরোজিন ।
167. সাংবিধানিকভাবে খ্রিষ্টান কিন্তু ভাষা আরবি দক্ষিণ সুদানের।
168. 'সাসাকাওয়া অ্যাওয়ার্ড' দেয়া হয় দুর্যোগ ও ঝুঁকি প্রশমনের জন্য।
169. দেশের ১ম গভীর সমুদবন্দর নির্মিত হবে মাতারবাড়িতে।
170. ISPR প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন।
171. 'এনজিও বিষয়ক ব্যুরো' প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন।
172. 'Basel Convention' বিশ্বের কোন ব্যবস্থাকে নিশ্চিত করে?→ পরিবেশ থেকে বিপদজনক সকল প্রকার বর্জ্য পদার্থ অপসারণ।
173. 'Bad Rabit' কি?→ সম্প্রতি বিশ্বে ছড়িয়ে পড়া ভয়ংকর 'Ransomware' ভাইরাসটির নাম।
174. 'Barge for Bangladesh' গ্রন্থটির রচয়িতা কে?→ ইভ মার।
175. 'Black Monday' কিসের সাথে সম্পর্কিত?→ স্টক মার্কেট।
176. 'Blogging' এর জনক কে?→ ইভান উইলিয়াম।
177. 'Bioinformatics' এর জনক কে?→ Margaret Oakley Dayhaff.
178. 'Before the Flood' (জলবায়ু পরিবর্তন সম্পর্কিত) চলচিত্রটির পরিচালক কে?→ ফিশার স্টিভেন্স।
179. 'Cryosurgery' শব্দটির অর্থ কি?→ শৈত্য শৈল চিকিৎসা।
180. 'City of Wine' হিসেবে পরিচিত কোন শহর?→ Bordeaux.
181. 'City of 72 Nations' হিসেবে পরিচিত কোন শহর?→ Tehran.
182. 'City of Music' হিসেবে পরিচিত কোন শহর?→ Glassgo (Scotland).
183. 'City of Delights' হিসেবে পরিচিত কোন শহর?→ Tivoli.
184. 'Dead Heart of Africa' বলা হয় কোন দেশকে?→ শাদ।
185. 'Empty Quarter' দ্বারা কি বুঝানো হয়→ বালুর মরুভুমি।
186. 'Fifth Column' কি?→ দেশের বিরুদ্বে ষড়যন্ত্রকারী ব্যক্তি বা সংগঠন।
187. 'Fleet Street' কিসের সাথে সম্পর্কিত?→ সংবাদপত্র প্রকাশনার।
188. 'Fort Hood' কোন দেশের বৃহত্তম সামরিক ঘাটি?→ আমেরিকা।
189. 'Global Zero' কোথায় প্রথম চালু হয়?→ ফ্রান্সের প্যারিসে।
190. 'Gate of Heavenly Peace' বিশ্বের কোথায় অবস্থিত?→ চীনে।
191. 'Greek Coleridge' হিসেবে খ্যাত কোন কবি?→ John Keats.
192. 'I am afraid' শিরোনামে লিখতেন?→ মালালা ইউসুফজাই।
193. 'Ladies in White' কোন দেশের সরকার বিরোধী সংগঠন?→ কিউবা।
194. 'Legend of the Loom' কোন বিষয়ের উপর নির্মিত প্রামাণ্যচিত্র?→ মসলিন।
195. 'Land of Ruby' নামে পরিচিত কোন অঞ্চল?→ মোগক উপত্যকা, মান্দালয়, মিয়ানমার।
196. 'Land of the Lord' কি?→ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের নিয়ে নির্মিত প্রামাণ্য চলচিত্র।
197. 'Light House of Europe' বলা হয় কোন শহরকে?→ কর্ডোভা, স্পেন।
198. 'Mossack Fonseca' কোন দেশভিত্তিক আইনী পরামর্শদানকারী সংস্থা?→ পানামা।
199. 'Queen of Facebook' বলা হয় কোন সঙ্গীত শিল্পীকে?→ শাকিরা।
200. 'Red Tapism' কিসের সাথে সম্পর্কিত?→ আমলাতন্ত্র
201. 'Revolutionary Guard' কোন দেশের সেনাবাহিনী?→ ইরান।
202. 'Revolutionary Square' কোথায় অবস্থিত?→ হাভানা, কিউবা।
203. 'Six Party Talks' কি?→ ইরানের পরমানু বিষয়ক আলোচনা (p5+1).
204. 'SEA-ME-WE' এর পূর্ণরুপ কি?→ South East Asia Middle East Western Europe.
205. 'Tears of Fire' কি?→ মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র।
206. 'The Temple of Bell' কোথায় অবস্থিত?→ সিরিয়া।
207. 'Top Leader of the Planet' কার আত্মজীবনী?→ ভ্লাদিমির পুতিন।
208. 'The Merchant of Death is Dead' কার সম্পর্কে বলা হয়েছিল→ আলফ্রেড নোবেল।
209. 'White Ferns' কোন দেশের মহিলা ক্রিকেট দলের নাম? → নিউজিল্যান্ড।
210. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য – অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ।
211. দেশের ১১তম শিক্ষা বোর্ড -- ময়মনসিংহ।
212. সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'Mother of Humanity' বা 'মানবতার মা' আখ্যা দিয়েছে --ব্রিটিশ মিডিয়া ।
213. রেমিট্যান্স অর্জনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে --৮ম ।
214. ২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝঁকি সূচকে বাংলাদেশের অবস্হান -- ৬ষ্ঠ ।
215. বাংলাদেশে বিনিয়োগে বর্তমানে শীর্ষ দেশ --সিঙ্গাপুর ।
216. সম্প্রতি বাংলাদেশের যে পণ্য 'ভৌগোলিক নির্দেশক পণ্যের' স্বীকৃতি পেয়েছে -- ইলিশ ।
217. যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্হান-- ৩য় । শীর্ষে চীন।
218. বাংলাদেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে --- ২০ সেপ্টেম্বর ২০১৭।
219. প্রথম দেশ হিসেবে পেপারলেস ট্রেড চুক্তিতে স্বাক্ষর করে --- বাংলাদেশ। ২৯ আগস্ট ২০১৭।
220. দেশে বর্তমানে সাক্ষরতার হার --- ৭২.৩ শতাংশ ।
221. দেশে বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা--- ১৮৮ জন । সেপ্টেম্বর ২০১৭ ।
222. দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল অবস্হিত ---পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার গোড়াআমখোলা পাড়া গ্রামে।
223. যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চাচ্ছে --- ক্যালিফোর্নিয়া ।
224. সম্প্রতি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে --গুয়াম ।
225. ৩১তম ASEAN শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে --পামপাঙ্গা , ফিলিপাইন। (১৩ - ১৪ নভেম্বর,২০১৭)
226. WTO মন্ত্রী পর্যায়ের একাদশ সম্মেলন অনুষ্ঠিত হবে- ১০-১৩ ডিসেম্বর , ২০১৭। বুয়েন্স আয়ার্স , আর্জেন্টিনা।
227. ২৫ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে--- অস্ট্রেলিয়া । (১৬ এপ্রিল ,২০১৮
228. নবম BRICS শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় --জিয়ামেন , চীন । ৩-৫ সেপ্টেম্বর , ২০১৭।
229. ১০ তম BRICS সম্মেলন অনুষ্ঠিত হবে ---জোহানেসবার্গ , দক্ষিণ আফ্রিকা । ২০১৮ সালে ।
230. প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -- আস্তানা , কাজাখস্তান।
231. ২০১৭ সালের বৈশ্বিক মানবসম্পদ সূচকে শীর্ষ দেশ-- নরওয়ে। সর্বনিম্ন দেশ -- ইয়েমেন
232. বৈশ্বিক মানবসম্পদ সূচকে বাংলাদেশের অবস্হান-- ১১১তম।
233. ২০১৭ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ -- সুইজারল্যান্ড । সর্বনিম্ন দেশ -- ইয়েমেন ।
234. বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্হান -- ৯৯তম।
235. সুপার ম্যালেরিয়া প্রথম ধরা পড়ে -- কম্বোডিয়ায়। ২০০৮ সালে ।
236. 'ইদলিব' প্রদেশটি -- সিরিয়ায় অবস্হিত।
237. ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট অনুমোদিত হয় --১২ সেপ্টেম্বর , ২০১৭ ।
238. 'ইরমা' -- আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
239. সম্প্রতি 'হাইড্রোজেন বোমা'র সফল পরীক্ষা চালায়--- উত্তর কোরিয়া ।
240. ম্যাগাজিন রাফ গাইড এর এক প্রতিবেদন মতে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ --- স্কটল্যান্ড।
241. টাইমস সাময়িকী' র মতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়--- ইউনিভার্সিটি অব অক্সফোর্ড।
242. 'আরসা' কোন দেশের গেরিলা গোষ্ঠী -- মিয়ানমার।
243. বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নাম কী ?--- দাদাব
244. জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন --- স্লোভেনিয়ার কূটনীতিক মিরোস্লাভ লাজক্যাক
245. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার--- জায়েদ রাদ আল হুসেইন।
246. ফরচুন ম্যাগাজিনের 'চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড ২০১৭' শীর্ষক তালিকায় বাংলাদেশের অবস্হান -- ২৫তম।
247. সম্প্রতি মিয়ানমারের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে --- মালদ্বীপ ।
248. ভারতে প্রথমবারের মতো নারী হিসেবে পূর্ণ প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব লাভ করেন -- নির্মলা সীতারমণ।
249. ভারতের বৃহত্তম ও বিশ্বের ২য় বৃহত্তম বাঁধের নাম--- সরদার সরোবর বাঁধ। বিশ্বের বৃহত্তম বাঁধ --- গ্র্যান্ড কুলি বাঁধ ।
250. 'What Happened' গ্রন্হের রচয়িতা --- হিলারি ক্লিনটন।
251. 'Perfect Hostage' -- মিয়ানমারের নেত্রী অং সান সু চি'র জীবনীগ্রন্হ । রচয়িতা ব্রিটিশ লেখক জাস্টিন উইন্টল।
252. 'The Floating Man' --- রোহিঙ্গাদের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র।
253. চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড ' কর্মসূচীর প্রবক্তা--- শি চিন পিং ।
254. Lioyd's List এর তথ্য মতে বিশ্বের শীর্ষ বন্দর--- সাংহাই, চীন।
255. 'অপারেশন ক্লিয়ারেন্স' --- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রাখাইন রাজ্যকে রোহিঙ্গামুক্ত করতে সামরিক অভিযান ।
256. 'টাটামাডো' --- মিয়ানমারের সেনাবাহিনীর স্হানীয় নাম।
257. '৯৬৯' -- মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক গঠিত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ।
258. 'মা বা থা' --- মিয়ানমারে কট্টর বৌদ্ধদের সংগঠন। ধর্মগুরু -- আশিন উইরাথু ।
259. হার্ভে , মারিয়া -- সাম্প্রতিক সময়ে সংগঠিত শক্তিশালী ঘূর্ণিঝড় / হারিকেন এর নাম
260. বিশ্বে শীর্ষ পাম তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ -- ইন্দোনেশিয়া।
261. সিঙ্গাপুরে প্রথম নারী প্রেসিডেন্ট --- হালিমা ইয়াকুব।
262. ট্রান্সফার ফি বিবেচনায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব -- ম্যানচেস্টার সিটি ।
263. ২০১৭ সালের ইউএস ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন--- রাফায়েল নাদাল (স্পেন ) । মহিলা এককে চ্যাম্পিয়ন -- স্লোয়ানে স্টিফেন্স ( যুক্তরাষ্ট্র)।
264. রাশিয়ার বিমান সংস্থার নাম কী? উত্তর : এরোফ্লোঁ।
265. বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে? উত্তর : ২২ মে।
266. প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে তার নাম কী? উত্তর : ডিপিই।
267. বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে? উত্তর : এস এস হুইলার।
268. ‘আমি বীরঙ্গনা বলছি’ প্রবন্ধটির লেখক কে? উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।
269. থ্রি-টাইগারস বলতে কোন কোন দেশকে বোঝায়? উত্তর : জাপান, জার্মানি ও ইতালি।
270. সাধারণত কোন সময়ে মঙ্গা দেখা দেয়? উত্তর :ভাদ্র- আশ্বিন-কার্তিক মাসে।
271. * চীনের জিয়ামেনে কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ? -- BRICS সম্মেলন ( নবম সম্মেলন ) ।
272. পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী -- শহীদ খাকান আব্বাসি ।
273. বিশ্ব বাণিজ্য সংস্হা ( WTO) পরিসংখ্যান রিপোর্ট ২০১৭ ----
*পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্হান -- দ্বিতীয় । ( প্রথম -- চীন )
* বস্ত্র রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি ? -- চীন । ( বাংলাদেশ -- ষষ্ঠ)
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি বস্ত্র আমদানি করে-- যুক্তরাষ্ট্র ।
* বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি কৃষিপণ্য আমদানি ও রপ্তানি করে -- যুক্তরাষ্ট্র ।
* সার্বিক বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে বিশ্বে রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ --যুক্তরাষ্ট্র ।
274. ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি কে? = বর্তমান প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান ।
275. BIMSTEC এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন --বাংলাদেশের এম শহীদুল ইসলাম।
276. কন্ঠসৈনিক আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন --৩০ আগস্ট , ২০১৭ ।
আব্দুল জব্বারের গাওয়া তিনটি বিখ্যাত গান
১৷ ওরে নীল দরিয়া.....
২৷ সালাম সালাম হাজার সালাম.....
৩৷ তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়....
277. কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম স্বাক্ষর করে – বাংলাদেশ
278. সবকটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ৪র্থ বোলার --সাকিব আল হাসান ।
279. সম্প্রতি জি-২০ এর ১২তম শীর্ষ সম্মেলনকোথায় অনুষ্ঠিত হয় ? =জার্মানির হামবুর্গে (৭-৮ জুলাই )
280. ‘কটকা সমুদ্র সৈকত' কোথায় অবস্থিত ?= সুন্দরবনে।
281. 'ফার্স্টবয়দের দেশ' বইটির রচয়িতা কে? = অধ্যাপক অমর্ত্য সেন
282. টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রান কার ?=তামিম ইকবালের
283. নবম(BRICS)সম্মেলন অনুষ্ঠিত হবে?=৩-৫ সেপ্টেম্বর ২০১৭(স্থান,,জিয়ামিন"চীন")
284. সম্প্রতি ব্রিটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশী হিসেবে বিচারপতি হয়েছেন-- আখলাকুর রহমান চৌধুরী
285. রোহিঙ্গা বিবিধ
- রাখাইন যে ভাষার শব্দ: পালি
- মিয়ানমারের সামরিক জান্তা ১৯৮২ সালে রোহিঙ্গাদের নাগরিক অধিকার হরণ করে
- ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের ফলে রোহিঙ্গারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হন। তারা সরকারি অনুমতি ছাড়া ভ্রমণ করতে পারে না,জমির মালিক হতে পারে না এবং দুইটির বেশি সন্তান না নেওয়ার অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হয়।
-রাখাইন রাজ্যের রাজধানীর নাম হলো সিত্তেত
- অং সান সুচি শান্তিতে নোবেল পান ১৯৯১ সালে
286. ★২৯ - ৩০ জুলাই ২০১৭ 'পানি সম্মেলন' অনুষ্ঠিত হয় -- ঢাকা , বাংলাদেশ ।
287. BIMSTEC পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চদশ বৈঠক অনুষ্ঠিত হয় -- কাঠমান্ডু, নেপাল ।
288. জাপানের রাজধানী টোকিওতে ৩২তম গ্রীস্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে-- -২০২০ সালে ।
289. আন্তর্জাতিক মুদ্রা তহবিল(IMF) এর বাংলাদেশস্হ কার্যালয় -- আগারগাঁও ।
290. দেশে নৌ থানা সংখ্যা -- ১৭টি ।
291. মিগ-৩৫ কী? = 4G+ যুদ্ধবিমান ( বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে কিনতে আগ্রহী)
292. ২৭ আগস্ট ২০১৭ চীনের হংকং ও ম্যাকাওয়ে আঘাতহানা শক্তিশালী টাইফুন নাম কী ? = পাখার
293. বর্তমানে স্বল্পোন্নত দেশ (LDC) দেশের সংখ্যা কত ? = ৪৭ টি । সর্বদেশ সদস্য > দক্ষিণ সুদান ,
294. সম্প্রতি বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয় > নিরক্ষীয় গিনি)
295. সম্প্রতি উ. কোরিয়ার উপর জাতিসংঘ কয় দফা আরোপ করেছে ? = ৬ দফা
296. বিশ্ব বিখ্যাত পত্রিকা " ওয়াশিংটন পোস্ট" কিনে নেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস
297. এসডিজি'র এক নম্বর লক্ষ্য হল: সকল প্রকার দারিদ্র্য দূরীকরন
298. বাংলাদেশ সিটিবিটি অনুমোদনকারী কততম দেশ? উত্তর : ২৮তম।
299. বিবিসি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর : ১৯২২ সালে।
300. প্রশ্ন : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর : ১৯৫২ সালে।[সকল ধরনের ভুল ত্রুটি মার্জনিও]।
#Engr_Sohag
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    108 Views
    by raihan
    0 Replies 
    22775 Views
    by shanta
    0 Replies 
    3235 Views
    by apple

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]