Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#135
প্রশ্নঃ বাংলাদেশের টাকশাল কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর, শিমুলতলী।

প্রশ্নঃ বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর, শিমুলতলী।

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দবীপ কোনটি?
উত্তরঃ সেন্টমার্টিন।

প্রশ্নঃ বাংলাদেশের মানচিত্র প্রথম আকেন কে?
উত্তরঃ মেজর জেমস রেনেল।

প্রশ্নঃ বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৭১১ কি. মি.।

প্রশ্নঃ নিঝুম দ্বীপের পুরাতন নাম কি?
উত্তরঃ বাউলার চর।

প্রশ্নঃ কোন দ্বীপে বাতিঘর আছে?
উত্তরঃ কুতুবদিয়া।

প্রশ্নঃ বাংলাদেশে VAT চালু করা হয় কবে?
উত্তরঃ ১ জুলাই ১৯৯১ সালে।

প্রশ্নঃ তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা?
উত্তরঃ যশোর।

প্রশ্নঃ বাওংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত?
উত্তরঃ ১০ঃ৬ বা ৫ঃ৩।

প্রশ্নঃ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি?
উত্তরঃ চট্রগ্রাম।

প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা থেকে?
উত্তরঃ লুসাই পাহাড়।

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তরঃ কামরুল হাসান।

প্রশ্নঃ BPL শুরু হয় কবে থেকে?
উত্তরঃ ১০ ফেব্রুয়ারি ২০১২।

প্রশ্নঃ দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৩৪ টি।

প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশ হতে কতটি দেশে ঔষধ রপ্তানি করা হচ্ছে?
উত্তরঃ ৭২ টিরও বেশি।

প্রশ্নঃ বাংলা একাডেমী পুরষ্কার প্রবর্তন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৬০ সালে।

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ সেগুনবাগিচা, ঢাকা।

প্রশ্নঃ স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে।

প্রশ্নঃ বাংলাদেশে কোথায় চীনামটির সন্ধান পাওয়া গেছে?
উত্তরঃ বিজয়পুরে।

প্রশ্নঃ সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাষ্কর কে?
উত্তরঃ নিতুন কুন্ডু।

প্রশ্নঃ লালবাগ কেল্লা নির্মাণ করেন কে? (১৬তম বিসিএস)
উত্তরঃ শায়েস্তা খান।

প্রশ্নঃ রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেন কত সালে?
উত্তরঃ ১৯১৩ সালে।

প্রশ্নঃ রাষ্ট্রের প্রধান আইনজীবিকে কি বলা হয়?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল।

প্রশ্নঃ পরি বিবি কে ছিলেন?
উত্তরঃ শায়েস্তা খানের কন্যা।

প্রশ্নঃ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? (৩০তম বিসিএস)
উত্তরঃ ১২০৪ সালে।

প্রশ্নঃ বাংলাদেশের বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
উত্তরঃ ধর্মপাল।

প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন কে? (২২তম বিসিএস)
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস।

প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় কত সালে? (১০তম বিসিএস)
উত্তরঃ ১৭৯৩ সালে।

প্রশ্নঃ বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে।

প্রশ্নঃ বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? (২০,২২তম বিসি এস)
উত্তরঃ হাজী শরীয়তউল্লাহ্‌ ।

প্রশ্নঃ প্রচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? (১১তম বিসিএস)
উত্তরঃ বরিশাল।

প্রশ্নঃ ছিয়াত্তরের মন্বন্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে?
উত্তরঃ ১৭৭০সালে ( বাংলা ১১৭৬ খৃঃ)।

প্রশ্নঃ শহীদ মিনারের স্থাপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।

প্রশ্নঃ ১০ তম ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে?
উত্তরঃ সাকিব আল হাসান, বাংলাদেশ।

প্রশ্নঃ ক্রিকেটে কত সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়? (৩০তম বিসিএস)
উত্তরঃ ২৬ জুন ২০০০ সালে।

প্রশ্নঃ বাংলাদেশে আন্তজার্তিক বিমান বন্দর কয়টি?
উত্তরঃ তিন টি (ঢাকা, চট্রগ্রাম, সিলেট)।

প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত?
উত্তরঃ মেহেরপুরে।

প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নরের নাম কি?
উত্তরঃ নাজনীন সুলতানা।

প্রশ্নঃ পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৫-১৯ মার্চ ২০১১ সালে।

প্রশ্নঃ বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয় কত সালে?
উত্তরঃ ১৯৭৮ সালে।

প্রশ্নঃ বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ উপজাতি?
উত্তরঃ ১.১৩% উপজাতি।

প্রশ্নঃ বাংলাদেশে উপজাতি বা আদিবাসী সংখ্যা কত?
উত্তরঃ ২৭ টি।

প্রশ্নঃ জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ছিলেন? (২৭তম বিসিএস)
উত্তরঃ হুমায়ূন রশীদ চৌধুরী।

প্রশ্নঃ শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মানবেন্দ্র নারায়ণ লারমা।

প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
উত্তরঃ হার্ডিঞ্জ সেতু(একক ভাবে) বঙ্গবন্ধু সেতু (বহুমুখী)।

প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক কে?
উত্তরঃ অধ্যাপিকা হান্নানা বেগম।

প্রশ্নঃ নবম ও বর্তমান জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন?
উত্তরঃ ১৯ জন।

প্রশ্নঃ দেশের প্রথম গ্রানাইট খনি কোথায় অবস্থিত?
উত্তরঃ মধ্যপাড়া, দিনাজপুর।

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম ও একমাত্র আন্তজার্তিক বোটানিক্যাল গার্ডেন কোনটি?
উত্তরঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন।

প্রশ্নঃ দেশে অনলাইন জিডি (General Diary-GD) এর কার্যক্রম শুরু হয় কবে থেকে?
উত্তরঃ ৫ মার্চ ২০১০।

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারী কয়লা শধনাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ বিরামপুর, দিনাজপুর।

প্রশ্নঃ দেশের প্রথম নারী ওসির নাম কি?
উত্তরঃ হোসেন আরা বেগম।

প্রশ্নঃ জাতীয় সংসদে প্রথম নারী হুইপ এর নাম কি?
উত্তরঃ সগুফতা ইয়াস্মিন এমিলি।

প্রশ্নঃ মহামায়া কৃত্রিম লেখ কোথায় অবস্থিত?
উত্তরঃ মিরসরাই, চট্রগ্রাম।

প্রশ্নঃ ফুলবারী (বুটুমিনাস) কয়লাখনি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।

প্রশ্নঃ সেমুতাং গ্যাসফিল্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ মানিকছড়ি, খাগড়াছড়ি।

প্রশ্নঃ মৎস্য প্রশিক্ষন ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ চাঁদপুর।

প্রশ্নঃ পাহাড়ি কৃষি গভেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি।

প্রশ্নঃ বাংলাদেশে কয়টি ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে?
উত্তরঃ ২টি।

প্রশ্নঃ জনসংখ্যা নিয়ন্ত্রনে দেশব্যাপী নতুন স্লোগান কি?
উত্তরঃ দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়।

প্রশ্নঃ জাতীয় কৃষি দিবস কবে?
উত্তরঃ পহেলা অগ্রহায়ন।

প্রশ্নঃ দেশের ডাক বিভাগে মোবাইল মানি অর্ডার সার্ভিস চালু হয় কবে?
উত্তরঃ ৯ মে ২০১০।

প্রশ্নঃ ১ নভেম্বর ২০১০ ঢাকা-চট্রগ্রাম রুটে আন্তঃনগর কোন ট্রেন উদ্ভোদন করা হয়?
উত্তরঃ চট্টলা এক্সপ্রেস।

প্রশ্নঃ সারা দেশে নিবন্ধন কৃত কৃষকের সংখ্যা কত?
উত্তরঃ এক কোটি আশি লাখ।

প্রশ্নঃ বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার কে?
উত্তরঃ রজিত মিত্র।

প্রশ্নঃ ঢাকার বাহিরে প্রথম কোথায় টেষ্টটিউব শিশুর জন্ম হয় কোথায়?
উত্তরঃ কুমিল্লা।

প্রশ্নঃ ঘূর্ণিঝড় "আইলা" নামকরণ করে কোন দেশ?
উত্তরঃ মালদ্বীপ।

প্রশ্নঃ ছয় দফা দাবী প্রথম কোথায় উত্থাপন করা হয়? (২২তম বিসিএস)
উত্তরঃ লাহোরে।

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় মোট কতটি সেক্টর ছিল? (২৯তম বিসিএস)
উত্তরঃ ১১টি সেক্টর।

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? (২৯তম বিসিএস)
উত্তরঃ জেনারেল আতাউল গণি ওসমানী।

প্রশ্নঃ মুজিব নগর কোথায় অবস্থিত? (১৮তম বিসিএস)
উত্তরঃ মেহেরপুর।

প্রশ্নঃ ঢাকা বিভাগে কয়টি বিভাগ আছে? (২২তম বিসিএস)
উত্তরঃ ১৭টি।

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরে কোন জেলা অবস্থিত?
উত্তরঃ পঞ্চগড়।

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? (২৮তম বিসিএস)
উত্তরঃ সেন্টমার্টিন।

প্রশ্নঃ বাংলাদেশ কে প্রথম স্বীকৃতি কারী দেশ কোনটি (২৯তম বিসিএস)
উত্তরঃ ভারত।

প্রশ্নঃ বাংলাদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কত সালে? (২৭তম বিসিএস)
উত্তরঃ ১৯৭৩ সালে।

প্রশ্নঃ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? (২৭তম বিসিএস)
উত্তরঃ রাজশাহী।

প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউবে মা হন? (২৭তম বিসিএস)
উত্তরঃ ফিরোজা বেগম।

প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় ম্পগল সুবেদার কে ছিলেন? (২৬তম বিসিএস)
উত্তরঃ ইসলাম খান।

প্রশ্নঃ "সূর্য্যদীঘল বাড়ী" চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? (২৬তম বিসিএস)
উত্তরঃ শেখ নিয়ামত শাকের।

প্রশ্নঃ বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? (২৬তম বিসিএস)
উত্তরঃ ঈশ্বরদী।

প্রশ্নঃ মানবাধিকার দিবস পালিত হয় কবে? (২৬তম বিসিএস)
উত্তরঃ ১০ ডিসেম্বর।

প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত? (২৫তম বিসিএস)
উত্তরঃ ৫ বছর।

প্রশ্নঃ বাংলাদেশ কোন সালে CTBT এর অনুমোদন করে? (২৫তম বিসিএস)
উত্তরঃ ২০০০ সালে।

প্রশ্নঃ বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?(২৫তম বিসিএস)
উত্তরঃ বগুড়া।

প্রশ্নঃ "সাবমেরিন কেবল" প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? (২৫তম বিসিএস)
উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ।

প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎস ভারতের কন রাজ্যে? (২৫তম বিসিএস)
উত্তরঃ মিজোরাম।

প্রশ্নঃ দক্ষিণ তালপট্টির অপর নাম কি?(২৪তম বিসিএস)
উত্তরঃ পূর্বাশা দ্বীপ।

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোথায়?(২৪তম বিসিএস)
উত্তরঃ বেনাপোল।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  365 Views
  by shahan
  0 Replies 
  372 Views
  by shahan
  0 Replies 
  271 Views
  by shahan
  0 Replies 
  240 Views
  by shahan
  0 Replies 
  267 Views
  by shahan

  ICC’র প্রধান প্রসিকিউটর ১২ ফেব্রুয়ারি ২০২১[…]

  কাগজবিহীন বাণিজ্য চুক্তি কার্যকর এশিয়া ও প্রশান্[…]

  মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তাল[…]