Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7375
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার
ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসেকে স্মরণ করে ১৯৫৭ সালে ‘র‌্যামন ম্যাগসেসে পুরস্কার’ প্রবর্তন করা হয়। ৩১ আগস্ট ২০২১ ফিলিপাইন থেকে ৬৩তম র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
২০২১ সালের বিজয়ী: ২০২১ সালের র‌্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (icddr,b) বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। তিনি বাংলাদেশের ১২তম বিজয়ী হিসেবে ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। ড. ফেরদৌসী কাদরী ছাড়াও এবারের প্ররস্কারপ্রাপ্তরা হলেন- পাকিস্তানে ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করা মুহাম্মদ আমজাদ সাদিক, ফিলিপাইনের মৎস্যজীবী রবার্তো ব্যালন, উদ্বাস্তুদের সহায়তায় কাজ করা মানবাধিকারকর্মী স্টিভেন মানসি ও ইন্দোনেশিয়ার প্রোডাকশন হাউজ Watchdoc।
এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে ২০১৫-২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সূচকে এগিয়ে থাকায় ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ সেপ্টেম্বর ২০২১ SDG ‘ র নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। জাতিসংঘের Sustainable Development Solution Network (SDSN), Global Masters of Development Practice এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট যৌথভাবে এ পুরস্কার দেয়।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]