Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#967
১৷ আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ- রাশিয়া।
২৷ আয়তনে ইউরোপের সবচেয়ে বৃহত্তম দেশ- রাশিয়া।
৩৷ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ- কানাডা।
৪৷ এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ- চীন ৷
৫৷ দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ- ব্রাজিল ৷
৬৷ ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ- অষ্ট্রেলিয়া ৷
৭৷ আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ- আলজেরিয়া ৷
৮৷ আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেন- ভারত ৷
৯৷ মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ- সৌদিআরব ৷
১০৷ আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ- কানাডা ৷
১১৷ আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলীম দেশ- কাজাখস্তান ৷
১২৷ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলীম দেশ- ইন্দোনেশিয়া ৷
১৩৷ আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ- মোনাকো ৷
১৪৷ ইউরোপের ক্ষুদ্রতম দেশ- ভ্যাটিকান।
১৫৷ আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশ- সিচেলিস।
১৬৷ দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম- সুরিনাম ৷
১৭৷ এশিয়ার ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ ৷
১৮৷ আয়তনে মুসলীম বিশ্বের ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ ৷
১৯৷ উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ - সেন্টকিটস এন্ড নেভিস ৷
২০৷ ওশেনিয়ার সবচেয়ে ছোট দেশ- নাউরু ৷
২১৷ আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ- ভ্যাটিকান ৷
২২৷ আয়তনে বৃহত্তম মহাদেশ- এশিয়া ৷
২৩৷ আয়তনে ক্ষুদ্রতম মহাদেশ- ওশেনিয়া ৷
২৪৷ জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ- এশিয়া।
২৫৷ জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশ- এন্টাকটিকা।
২৬৷ পৃথিবীর জনশুন্য মহাদেশ- এন্টাকটিকা।
২৭৷ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ- চীন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    743 Views
    by rafique

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]