Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#7084
১. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
-১৭৬৫।
২. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন?
- দ্বিতীয় শাহ আলম।
৩. বক্সারের যুদ্ধের ফল ?
- ইংরেজরা দেওয়ানি লাভ করে।
৪. বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
-লর্ড ক্লাইভ।
৫. ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজি কত সালে?
- ১৭৭০।
৬. 76 এর দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
-লর্ড কাটিয়ার।
৭. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সালে হয়েছিল?
-১১৭৬।
৮. ব্রিটিশ পার্লামেন্টে' ভারত শাসন আইন' পাস হয়?
-১৭৮৪।
৯. লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন?
-১৭৭৪।
"ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড অকল্যান্ড,, লর্ড এলেনবরা, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ডালহৌসি"
১. ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
-ওয়ারেন হেস্টিংস।
২. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
-লর্ড কর্নওয়ালিস।
৩. চিরস্থায়ী বন্দোবস্তে চিরস্থায়ী করা হয় ?
-রাজস্ব।
৪. কোন ঐতিহাসিক ঘটনার জন্য 1793 বিখ্যাত?
- চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন।
৫. চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়?
-২২-৩-১৭৯৩।
৬. সূর্যাস্ত্র আইন চালু করা হয় কত সালে?
-১৭৯৩।
৭. ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন?
-ওয়ারেন হেস্টিংস।
৮. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক?
-লর্ড ওয়েলেসলি।
৯. মহীশুরের দিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সাথে যুদ্ধ করেন?
-ওয়েলেসলি।
১০. টিপু সুলতানের রাজ্যের নাম ?
-মহীশূর।
১১. সতীদাহ প্রথা বিলোপ করেন কে ?
-লর্ড বেন্টিঙ্ক।
১২. সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে ?
-রামমোহন রায়।
১৩. সতীদাহ প্রথা কত সালে রচিত হয়?
-১৮২৯।
১৪. হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে প্রণীত হয়?
-১৮৫৬ সালে।
১৬. স্বত্ববিলোপ নীতি আরোপ করেন?
-লর্ড ডালহৌসি।
১৭. ভারতের সর্বপ্রথম কার সময়ে রেলপথ এবং টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়?
-লর্ড ডালহৌসি।
১৮. ভারতের টেলিগ্রাফ কত বছর চালু ছিল?
-১৬২ বছর।

সংগৃৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]