Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#851
২০১৮ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন
1. যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এর
জেমস পি অ্যালিসন এবং
2. জাপানের কিওটো বিশ্ববিদ্যালয়ের তাসুকু হোনজো।
মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য

#নোবেল পুরস্কার পেলেন এই দুনোবেল ২০১৮ (পদার্থবিজ্ঞান) :
১. অার্থার অ্যাশকিন (যুক্তরাষ্ট্র)
২. জেরার্ড মউরো (ফ্রান্স)
৩. ডোনা স্ট্রিকল্যান্ড (কানাডা)
তাদের গবেষণার বিষয় : লেজার পালস
( ৫৫ বছর পর নারী হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ডোনা স্ট্রিকল্যান্ড)ই বিজ্ঞানী।

#নোবেল পুরস্কার ২০১৮ (রসায়ন) :
১. ফ্রান্সিস অার্নল্ড (যুক্তরাষ্ট্র)
২. জর্জ স্মিথ (যুক্তরাষ্ট্র)
৩. গ্রেগরি উইন্টার (যুক্তরাজ্য)
তাদের গবেষণার বিষয়:- রোগ প্রতিরোধক এন্টিবড

#নোবেল পুরস্কার ২০১৮ (শান্তি) :
- শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন
1. কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজ ও 2.ইয়াজিদি নারী নাদিয়া মুরাদ।
- যৌন নিপীড়নকে যুদ্ধের হাতিয়ার করার প্রচেষ্টা বন্ধে ভূমিকা রাখায় এ বছর তারা যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

সংগৃহীত
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  606 Views
  by Romana
  0 Replies 
  174 Views
  by jalil
  0 Replies 
  130 Views
  by lipi
  0 Replies 
  142 Views
  by lipi
  0 Replies 
  134 Views
  by rekha