Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
By rana
#849
▶ কোন দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না = সৌদি আরব ও ইরান।
▶ কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস = USA/মেক্সিকো/ফিলিপাইন।
▶ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয় = 10 ডিসেম্বর।
▶ বিশ্ব স্বাক্ষরতা দিবস = 8 (আট) সেপ্টেম্বর।
▶ যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয় = 1863 সালে।
▶ ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল = মিশর।
▶ লৌহ মানবী মার্গারেট থ্যাচার মৃত্যুবরণ করেন = 8 এপ্রিল 2013 সালে।
▶ মিসর ও সিরিয়া কত সালে একত্র হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল = 1958 সালে।
▶ উওর ও দক্ষিণ ভিয়েতনাম কতসালে একত্রিত হয় = 1976 সালে।
▶ মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই = কোস্টারিকা।
▶ দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন = ডব্লিউ ক্লার্ক।
▶ আনুষ্ঠানিক ভাবে সোভিয়েত ইউনিয়ন কতসালে বিলুপ্ত করা হয় = 1991 সালে।
▶ নেপালি কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট কে ছিলেন = জন কেনেডি।
▶ নেপালের রাজা জ্ঞানেন্দ্র কত সালে ক্ষমতাসীন হয়েছিলেন = 2001 সালে।
▶ মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালান জন্য লাতিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি = কলম্বিয়া।
▶ শেখ জাবের আল আহমেদ আল সাবাহ কোন দেশের আমীর ছিলেন = কুয়েত।
▶ ইসরাইল কে স্বীকৃতি দান কারী প্রথম মুসলিম দেশ = তুরস্ক, আরব দেশ মিশর।
▶ আফ্রিকা মহাদেশে প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট কোন দেশের = লাইবেরিয়া।
▶ প্রিন্সেস ডায়না সড়ক দুর্ঘটনায় নিহত হন = প্যারিসে।
▶ ফালুজা শহরটি শব্দটি কোন দেশে অবস্থিত = ইরাকে।
▶ জাফনা দ্বীপ অবস্থিত = শ্রীলংকা।
▶ ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় = 1979 সালে।
▶ ইসরাইলকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় = যুক্তরাষ্ট্র।
▶ শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে = 1948 সালে।
▶ ইরাক কুয়েত দখল করে = 1990 সালে।
▶ পাকিস্তান কত সালে সফল পারমানবিক অস্ত্র পরীক্ষা করে = 1998 (ভারত 1974 সালে)
▶ আমেরিকা ইরাক আক্রমণ করে কত সালে = 2003 সালের 20 মার্চ।
▶ দালাইলামা কোন দেশের নাগরিক = চীন।
▶ ন্যাটোর একটি বাহিনী বর্তমানে ইউরোপের বাহিরে কোথায় অবস্থান করছে = আফগানিস্তানে।
▶ জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় আসেন = 1999 সালে।
▶ মালদ্বীপের নিজস্ব কোন নেই = সেনাবাহিনী।
▶ কম্বোডিয়ার রাজতন্ত্র বিলুপ্ত করেন কে = প্রিন্স নরোদম সিংহানুক।
▶ ইরানে পারমাণবিক অস্ত্র উপযোগী Highly Enriched Eranium প্রস্তুতির জন্য সন্দেহ করা হয় = ইসফাহান পারমাণবিক প্লান্ট।
▶ নিকারাগুয়ায় বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করেন তার নাম কি = কন্ট্রা।

সংগৃহিত

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]