Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6974
১. পৃথিবীর প্রাচীনতম চলচ্চিত্র রাউন্ডহে গার্ডন নির্মিত হয় ১৮১৮ সালে।
২. ফরাসি লুমিয়ার ভাতৃদ্বয় প্যারিস নগরীতে ১৮৯৫ সালে প্রথম বায়োস্কোপের সফল বাণিজ্যিক প্রদর্শনী করেন।
২. ১৯২৯ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্কার পুরস্কার প্রদান করা হয়ে থাকে।
-২০২০সালে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট অস্কারের আসরে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে।
৩. ১৯৬৪ সালে ফ্রান্সের কান শহরে কান চলচ্চিত্র উৎসব শুরু হয়।
৪. ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ টাইটানিক এর করুন পরিণতির পটভূমিতে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র টাইটানিক (১৯৯৭)
-টাইটানিক ১১ টি বিভাগে অস্কার পুরস্কার লাভ করে।
৫. অস্ট্রেলিয়ান-আমেরিকান নাগরিক রুপার্ট মারডক বিশ্বমিডিয়া মোগলি সাথে পরিচিত। তিনি বিশ্বের অনেক সংবাদপত্র ,স্যাটেলাইট ,টিভি চ্যানেলের মালিক।
৬. লুইস বুনুয়েল স্পেনে জন্মগ্রহণকারী বিখ্যাত মেক্সিকান চলচ্চিত্র নির্মাতা ।
৭. টম ক্রুজ আমেরিকান চলচ্চিত্র অভিনেতা।
৮. ওজি সিম্পসন মার্কিন ফুটবলার ও অভিনেতা ।তিনি ডাকাতি, খুন, গুম প্রভৃতি অপরাধে জড়িয়ে পড়েন।
৯. ল্যারি কিং পেশায় একজন সাংবাদিক এবং মার্কিন টেলিভিশন ও বেতার উপস্থাপক।
সংগৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]