Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6962
১. ব্রিটিশ আমলে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় ১৮৮২ সালে।
-এ কমিশনের চেয়ারম্যান ছিলেন উইলিয়াম হান্টার।
-এ কমিশনের সুপারিশের ভিত্তিতে জেলা স্কুল প্রতিষ্ঠা করা হয়।
২. ১৯১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৩ সদস্যবিশিষ্ট নাথান কমিশন গঠন করা হয়।
৩. ১৯১৯ সালে স্যাডলার কমিশনের সুপারিশে ১৯২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্ট পাশ হয়।
৪. ১ জুলাই,১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
৫. ইস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড স্থাপিত হয় ১৯৪৮ সালে।
৬. ১৯৫২ সালে প্রাথমিক শিক্ষার মেয়াদ ৪ বছর থেকে ৫ বছর করা হয়।
৭. ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠন করা হয় রাষ্ট্রপতির আদেশবলে
৮. স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।
৯. বাংলাদেশের সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বর্ণিত আছে।
১০. পাটকাঠি থেকে দৃঢ় তক্তা তৈরি, পাটকাঠি থেকে কাগজ, রস ও গুড় থেকে মল্ট ভিনেগার আবিষ্কার করেন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কুদরত-ই-খুদা ।
১১. বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা (১৯৯৮)।
১২. মাগুরা সাক্ষরতার আন্দোলনের নাম বিকশিত।
১৩. বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার?
-৭৪.৪ শতাংশ (অর্থনৈতিক সমীক্ষা ২০২০)
-৭৪.৭০ শতাংশ (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।
১৪. বয়স্ক শিক্ষাকে বলা হয় উপ-আনুষ্ঠানিক শিক্ষা।
১৫. আনন্দ স্কুল প্রথম চালু হয় ২০০৫ সালে।
১৬. খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় ১৯৯৩ সালে।
১৭. উপমহাদেশে প্রথম অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালু হয় ১৯১০ সালে।
১৮. জাতীয় অধ্যাপক
-জাতীয় অধ্যাপক নির্বাচন করে শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় অধ্যাপক নির্বাচন কমিটি।
-প্রথম জাতীয় অধ্যাপক নিয়োগ করা হয় ১৯৭৫ সালে।
-জাতীয় অধ্যাপক নির্ধারণ কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রী
১৯. বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক শিল্পাচার্য জয়নুল আবেদিন।
২০. দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক অধ্যাপিকা সুফিয়া আহমেদ।
২১. দেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
২২. দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৩।
২৩. সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়? ২০১০ সালে।
২৪. Education শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? লাতিন।
২৫. কিন্টারগার্ডেন শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে? জার্মান।
২৬. কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক? ফ্রোয়েবল।
২৭. ১৯৯৭ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক এম শামসুল হক।
২৮. বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কোন সালে গৃহীত হয়? ২০১০।
২৯. বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি ২০১০ কার নেতৃত্বে রচিত হয়? অধ্যাপক কবীর চৌধুরী।
৩০. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৮১ সালে।
৩১. বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ( চট্টগ্রাম)।
৩২. বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ? ময়মনসিংহ মহিলা ক্যাডেট কলেজ।

"বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাস্কর্য"
১. অপরাজেয় বাংলা' স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়।
২. স্বোপার্জিত স্বাধীনতা স্থাপতি শামীম শিকদার অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩. স্বাধীনতা সংগ্রামে স্থপতি শামীম শিকদার অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়।
৪. স্বাধীনতাবিরোধী রাজু ভাস্কর্য স্থপতি শ্যামল চৌধুরী অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়।
৫. সাবাস বাংলাদেশ স্থপতি নিতুন কুন্ডু অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৬. সংশপ্তক স্থপতি হামিদুজ্জামান খান অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
৭. জয়বাংলা স্থপতি সোহরাব জাহান অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৮. অমর একুশে স্থপতি জাহানারা পারভীন অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
৯. স্মৃতি চিরন্তন স্থপতি আব্দুল মোহায়মেন ও মহিউদ্দিন শাকের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়।
১০. গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি স্থপতি ভাস্কর রাশা অবস্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সংগৃহীত:-
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  293 Views
  by Jakiyasoc14
  0 Replies 
  232 Views
  by mousumi
  0 Replies 
  197 Views
  by rafique
  1 Replies 
  246 Views
  by bilal
  1 Replies 
  274 Views
  by amjad

  -১২ মার্চ ২০২১ জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জনসন […]

  ফাইজপার ও মডার্নার পর যুক্তরাষ্ট্রের করেনারার তৃতী[…]

  -যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ[…]

  -সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ[…]