Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6942
১. আন্তর্জাতিক নারী দিবস ৮ ই মার্চ।
*১৯১৪ খ্রিস্টাব্দ থেকে কয়েকটা দেশে ৮ ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে।
*১৯৭৫ খ্রিষ্টাব্দে জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
*৮ ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব করেন ক্লারা জেটকিন।
২. বিশ্ব নারী সম্মেলন।
*প্রথম সম্মেলন হয় ১৯৭৫ সালে মেক্সিকো সিটি, মেক্সিকোতে
*দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন ১৯৮০ সালে কোপেনহেগেন, ডেনমার্কে
*তৃতীয় বিশ্ব নারী সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবি, কেনিয়া
*চতুর্থ বিশ্ব নারী সম্মেলন ১৯৯৫ সালে বেইজিং ,চিনে
*পঞ্চম বিশ্ব নারী সম্মেলন ২০০০ সালের নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
৩. শিকাগো শহরে শ্রমিক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর পহেলা মে শ্রমিক দিবস পালিত হয়।
৪. কোন সাল থেকে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয়ে আসছে ?১৮৯০।
৫. আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস ১৫ ই মার্চ।
৬. বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ ই এপ্রিল।
৭. আন্তর্জাতিক শ্রমিক দিবস/মে দিবস ১ মে।
৮. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস? ২৯ মে।
৯. বিশ্ব তামাকমুক্ত দিবস ৩১ মে।
১০. বিশ্ব শরণার্থী দিবস ২০ ই জুন।
১১. আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২৬ জুন।
১২. বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই।
১৩. আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট।
১৪. বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবর।
১৫. বিশ্ব খাদ্য দিবস ১৬ ই অক্টোবর।
১৬. বিশ্ব শিশু দিবস ২০ নভেম্বর।
১৭. আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২৫ নভেম্বর।
১৮. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ৩ ডিসেম্বর।
১৯. আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ৯ ডিসেম্বর।
২০. বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর।
২১. মার্চ মাসের দ্বিতীয় সোমবারের কমনওয়েলথ দিবস।
২২. সার্ক আন্ত আঞ্চলিক সম্পর্কীয় দশক ২০১০-২০২০।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    110 Views
    by raihan
    0 Replies 
    92 Views
    by masum
    0 Replies 
    691 Views
    by shanta
    0 Replies 
    22776 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]