Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
By tasnima
#6931
১. শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো আত্মার ও দেহের সুসম বিকাশ সাধন কে বলেছেন ? প্লেটো।
২. ফরাসি অন্ধ লুই ব্রেইল অন্ধদের পাঠের জন্য জন্য লিখন রীতি ও মুদ্রণ পদ্ধতি আবিষ্কার করেন।
৩. নন্দনা মহাবিহার
✓✓বৌদ্ধ উচ্চ শিক্ষা কেন্দ্র।এটি ইতিহাসের শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম বলে বিবেচিত।
✓✓অবস্থান বিহার ,ভারত।
✓✓ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি আনুমানিক ১২০০ খ্রিস্টাব্দে নান্দনা মহাবিহার ধ্বংস করেন। তবে ২০১৪ সালে নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে অর্থনীতিবীদ অমর্ত্য সেনের তত্ত্বাবধানে পুনরায় চালু হয়।
৪. কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞান-বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে ওঠে? দেবপাল
৫. কারুইন বিশ্ববিদ্যালয় অবস্থান মরক্কো (৮৫৯)
৬. আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রো, মিশর (৯৭০)
৮. আমেরিকার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড।
৯. স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ায়।
১০. উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় মক্কা, সৌদি আরব।
১১. পৃথিবীর বৃহত্তম গ্রন্থাগার দা ব্রিটিশ লাইব্রেরী এর অবস্থান লন্ডন ,যুক্তরাজ্য ।
১২. লাইব্রেরি অফ কংগ্রেস এর অবস্থান ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র ।
১৩. আলেকজান্দ্রিয়া গ্রন্থাগার এর অবস্থান মিশর।
১৪. বোদলীয়ান লাইব্রেরীর অবস্থান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
১৫. ISBN(International Standard Book Number)
✓✓পুস্তকের বারকোড চিহ্নিতকরণের জন্য একটি সংখ্যায়ন পদ্ধতি যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়।
১৬. বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি সংরক্ষণ করা হয় মাদাম তুসো জাদুঘর যার অবস্থান লন্ডন ,যুক্তরাজ্য।
১৭. লুভার মিউজিয়াম এর অবস্থান প্যারিস ,ফ্রান্স।
১৮. ব্রিটিশ জাদুঘরের অবস্থা লন্ডন, যুক্তরাজ্য ।
"চিত্রশিল্পী"
১. লিওনার্দো ভিঞ্চি
✓✓জন্ম ইতালিতে
✓✓ইটালিয়ান কালজয়ী চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্যে জনক ।
✓✓বিখ্যাত চিত্রকর্ম: মোনালিসা, দ্য লাস্ট সাপার, দা ভিট্রুভিয়ান ম্যান , ভার্জিন অব দ্য রকস ,চ্যাপেল অফ সেন্ট বার্নার্ড,অ্যাডোরেশন অফ দা ম্যাগি ।
✓✓দ্যা লাস্ট সাপার পৃথিবীর শ্রেষ্ঠ দেয়াল চিত্র। এটি আঁকতে প্রায় তিন বছর সময় নেন।চিত্রকর্মটি ইতালির মিনারের সান্তামারিয়া দেলে গ্রাজি গির্জায় সংরক্ষিত আছে ।
২. মাইকেল এঞ্জেলো
✓✓বিখ্যাত ভাস্কর্য ডেভিড, পিয়েটা, মোজেস, ম্যাডোনা।
✓✓ভ্যাটিকান সিটির খ্রিস্টানদের ধর্মালম্বীদের উপাসনালয় 'সিস্টিন চ্যাপেল' 'দি ক্রিয়েশন অফ অ্যাডাম 'দ্য লাস্ট জাজমেন্ট'তার বিখ্যাত চিত্রকর্ম।
৩. পাবলো পিকাসো
✓✓স্পেনীয় চিত্রশিল্পী, মৃৎশিল্পী, মঞ্চ নকশা কারী, কবি ও নাট্যকার ।
✓✓তার বিখ্যাত চিত্রকর্ম গোয়ের্নিকা ।
৪. সালভাদর দালি
✓✓খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী চিত্রকর।
৫. মকবুল ফিদা হুসেন
✓✓ভারতের জনপ্রিয় চিত্রশিল্পী।
✓✓এফএম হোসেন নামে অধিক পরিচিত
✓✓ব্যাটল অফ গঙ্গা যমুনা, ব্রিটিশ রাজ, মাদার ইন্ডিয়া, পঞ্চ ইন্দ্রিয় তার বিখ্যাত চিত্রকর্ম।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    91 Views
    by bdchakriDesk
    1 Replies 
    54 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]