Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6920
১. রেডক্রস
-পৃথিবীর সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন
-রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি সমূহের সমন্বয়ে লীগ অফ রেডক্রস সোসাইটি (LRCS) প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে
-সদস্য ১৯২ টি
-সদরদপ্তর জেনেভা সুইজারল্যান্ড
-প্রতীক লাল রঙ্গের ক্রস(রেডক্রস), অর্ধাকৃতি চাঁদ (রেডক্রিসেন্ট)
-রেডক্রস দিবস ৮ মে(১৮২৮ সালের এই দিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট-এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তার জম্ম দিনটিকে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়)
-এ পর্যন্ত শান্তিতে তিনবার নোবেল পুরস্কার লাভ করছে
২. রোটারি ইন্টারন্যাশনাল
-প্রাচীনতম সেবা সংগঠন
-১৯০৫ সালে প্রতিষ্ঠিত।
৩. SOS children village হচ্ছে শিশুদের অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান।
৪. অরবিস
-উড়ন্ত চক্ষু হাসপাতাল
-উদ্দেশ্য প্রতিরোধ সম্ভব না এমন অন্ধত্ব নির্মূল করা
-বাংলাদেশে প্রথম আসে ১৯৮৫ সালে
৫. TI(Tiansparency International)
-১৯৯৩ সালে প্রতিষ্ঠিত।
-১৯৯৫ সাল থেকে দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে।
-সদরদপ্তর বার্লিন জার্মানি
-উদ্দেশ্য দুর্নীতি ও সন্ত্রাসবাদ প্রতিরোধ
-বাংলাদেশে কার্যক্রম শুরু করে ১৯৯৬ সালে
-বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত 'দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০' অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে তালিকার নীচের দিক থেকে বাংলাদেশ ১২তম অবস্থানে আছে।
-সূচকে উচ্চক্রম (ভালো থেকে খারাপের দিকে) অনুযায়ী, বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এবারও ১৪৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১০০ এর মধ্যে বাংলাদেশের স্কোর ২৬।
-সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। এরপরেই রয়েছে নিউজিল্যান্ড। দেশ দুটির স্কোর ৮৮। অন্যদিকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত আফ্রিকান দেশ দক্ষিণ সুদান এবং সোমালিয়া। দেশ দুটির স্কোর ১২।
৬. CARE(Cooperative for Assistance and Relief Everywhere)
-এটি যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি ত্রাণ উন্নয়ন সংস্থা
-বাংলাদেশে কার্যক্রম শুরু করে ১৯৭৪ সালে
৭. স্কাউট আন্দোলন
-প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল
-১৯৭২ সালে বাংলাদেশের স্কাউট আন্দোলন শুরু হয়
৮. লায়ন্স ক্লাব বিশ্বব্যাপী ধন্যাঢ্য ব্যক্তিদের সংস্থা
৯. অক্সফাম হচ্ছে যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ।
১০. USAID যুক্তরাষ্ট্রের বেসরকারি সাহায্য সংস্থা।
"সংগঠন সমূহের শান্তিতে নোবেল লাভ"
১. রেডক্রস নোবেল পেয়েছে তিনবার
-১৯১৭,১৯৪৪,১৯৬৩
২. UNHCR(জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার) পেয়েছে ২ বার
-১৯৫৪,১৯৮১
৩. ইউনিসেফ ১ বার(১৯৬৫)
৪. আইএলও (আন্তর্জাতিক শ্রম সংস্থা) ১৯৬৯
৫. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারী সংস্থা) ১৯৭৭
৬. ১৯৮৮: জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
৭. ২০০১ সালে মহাসচিব কফি আনান (ঘানা) ও জাতিসংঘ
৮. ২০০৫ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও এর মহাপরিচালক এল বারাদি
৯. ২০০৭ সালে: ইউএন ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)
১০. ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়ন
১১. ২০১৩ সালে ,রাসায়নিক অস্ত্র নীরস্ত্রীকরণ সংস্থা বা ওপিসিডব্লিউ (ইংরেজি: Organisation for the Prohibition of Chemical Weapons) একটি আন্তঃসরকারী সংস্থা
১২. ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনসের’ (আইসিএএন) ,২০১৭
১৩. ২০২০ সালে শান্তিতে নোবেল পেয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

Collected:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]