Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6902
১. APEC(Asia Pacific Economic Co-operation)
*১৯৮৯ সালে প্রতিষ্ঠিত
*প্রতিষ্ঠিত বব হক অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী।
*সদস্য ২১ (প্রতিষ্ঠাকালীন সদস্য ১৩ টি)
*সদরদপ্তর সিঙ্গাপুর
*লক্ষ্য বাণিজ্যিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে শুল্ক মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলা

২. IDB(Islamic Development Bank)
*১৯৭৩ সালে প্রতিষ্ঠিত
*১৯৭৫ সালে কার্যক্রম শুরু
*সদস্য ৫৭ টি
*সদরদপ্তর জেদ্দা সৌদি আরব
*বাংলাদেশে কার্যক্রম শুরু করে ১৯৮৩ সালে
*এটি বিনা সুদে ঋণ প্রদান করে
*সদস্য পদ প্রার্থীর যোগ্যতা ওআইসির সদস্য হতে হবে
*ওআইসিভুক্ত একমাত্র দেশ আইভরি কোস্টে সদস্য নয়

৩. BIMSTEC(Bay of Bangla Initiative for Multi-Sectoral Technical and Economic cooperation)
*১৯৯৭ সালে ব্যাংক কবে প্রতিষ্ঠিত
*পূর্ব নাম BISTEC
*সদস্য ৭ টি(বাংলাদেশ, ভারত ,মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ,নেপাল ,ভুটান)
*সদর দপ্তর ঢাকা বাংলাদেশ
*বিমসটেক মহাসচিব শহীদুল ইসলাম(বাংলাদেশ)
*লক্ষ্য সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা
*সহযোগিতার ক্ষেত্র ১৪ টি

৪. New Development Bank (NDB)
*যাত্রা শুরু করে ২০১৫ সালে
*উদ্যোক্তা ভারত
*সদরদপ্তর সাংহাই চীন
*সদস্য ব্রাজিল, রাশিয়া ,ভারত ,চীন , দক্ষিণ আফ্রিকা

৫. D-8 (Developing age)
*মুসলিম দেশসমূহের অর্থনৈতিক জোট প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে
*সদস্য ৮টি(বাংলাদেশ, পাকিস্তান , মালয়েশিয়া,নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ,মিশর, ইরান
*সদরদপ্তর ইস্তাম্বুল তুরস্ক

৬. G 7(Group of Seven)
*বিশ্বের শিল্পোন্নত জোট প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে
*সদস্য যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি , কানাডা, জাপান ,জার্মানি
*প্রতিষ্ঠাতা সদস্য ৬ টি
*সদরদপ্তর নেই
*২০১৪ সালে ক্রিমিয়া সংকট থেকে কেন্দ্র করে রাশিয়া পদত্যাগ করেছে
*একমাত্র এশীয় দেশ জাপান

সংগৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]