Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
By shohag
#6898
১. BREXIT(British Exit)
* ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া।
* ৩১ জানুয়ারি ২০২০ রাত ১১ টাই ব্রেক্সিট কার্যকর হয়
২. ইউরো
* ইউরোপীয় ইউনিয়নের এক মুদ্রা
* ইউরোর জনক রবার্ট মুন্ডেল
* ইউরো চালু হয় ১৯৯৯ সালে
* ২৫ টি দেশে ইউরো চালু আছে (ইউরোপীয় ইউনিয়নের ১৯ টি এবং এন্ডোরা, মোনাকো, স্যানম্যারিনো, কসোভো, মন্টিনিগ্রো ও ভ্যাটিকান সিটি ইউরো গ্রহণ করেছে )
* ইউরো মুদ্রাভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে বুলগেরিয়া-ক্রোয়েশিয়া,২০২৩ সালের দিকে আনুষ্ঠানিকভাবে ইউরোপভুক্ত হবে দেশ দুটি।
* ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর ফ্রাংকফুর্ট জার্মানি
৩. ইউরোপীয় ইউনিয়নের অধিবেশন বসে ? স্ট্রাসবার্গ ফ্রান্স ও ব্রাসেলস বেলজিয়াম ।
৪. ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ৭০৫ জন
৫. ইউরোপীয় পার্লামেন্টের সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম।
৬. Europol(European police office) এ সদর দপ্তর হেক ,নেদারল্যান্ড।
৭. ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম Frontex
৮. শেনজেন চুক্তি
* ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে অবাধ চলাচল সংক্রান্ত শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় , এর ফলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
* চুক্তির আওতায় আছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২১ টি দেশ (আয়ারল্যান্ড ,বুলগেরিয়া ,রোমানিয়া , সাইপ্রাস ও ক্রোয়েশিয়া ব্যতীত) এবং ইউরোপিয়ান ইউনিয়ন বহিরভুক্ত পাঁচটি দেশ (যুক্তরাজ্য ,আইসল্যান্ড , নরওয়ে , সুইজারল্যান্ড ও লিস্টেনস্টাইন)।
৯. আফ্রিকান ইউনিয়ন(AU)
* ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রতিষ্ঠিত
* পূর্ব নাম আফ্রিকান ঐক্য সংস্থা
* সদস্য ৫৫ টি
* সদরদপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া
১০. GCC(Gulf co-operation Council)
• প্রতিষ্ঠা ১৯৮১ সালে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে
• পারস্য উপসাগরীয় রাজনৈতিক অর্থনৈতিক জোট
• সদস্য ৬ টি (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত বাহরাইন ও ওমান)
• সদরদপ্তর রিয়াদ, সৌদি আরব
• লক্ষ্য সদস্য রাষ্ট্র সমূহের মধ্যে নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি করা

সংগৃহীত:-
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]