Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6874
১. ২০২০ সালের জন্য গান্ধী শান্তি পুরস্কার এ ভূষিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
✓✓১৯৯৫ সাল থেকে এই পুরস্কার দেয়া হচ্ছে।
✓✓গান্ধী শান্তি পুরস্কার এর বিচারকমণ্ডলীর প্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২. ২৩শে মার্চ একাত্তরের দিনে সরকার ঘোষিত পাকিস্তান দিবস এর পরিবর্তে স্বাধীন বাংলাদেশ দিবস পালিত হয় উত্তাল বাংলায়।
"আন্তর্জাতিক বিষয়াবলী"
১. ইউরোপীয় ইউনিয়ন।
✓✓ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
✓✓বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা ২৭
✓✓ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়াম
"দৈনন্দিন বিজ্ঞান"
১. শক্তিমুদ্রা বলা হয় কাকে?Adenosine Triphosphate (অ্যাডিনোসিন ট্রাইফসফেট)।
২. ফটোফসফোরাইলেশন কী?
✓✓সালোকসংশ্লেষণের সময় ADP সৌরশক্তি গ্রহণ করে ATP-তে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে।
৩. কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? সালোকসংশ্লেষণ।
৪. সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে CO2 ও পানি থেকে কোন জাতীয় খাদ্য উৎপাদন করে? শর্করা।
৫. জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষণ এর হার বেশি।
৬. সালোকসংশ্লেষণ কে দুটি পর্যায়ে ভাগ করেছেন ব্ল্যাকম্যান।
৭. আলোকরশ্মির ফোটন শোষণ করে ক্লোরোফিল অনু।
৮. জীববিজ্ঞানী রা শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন ১৯৭৮ সালে।
৯. গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পর ডিম্বক ভ্রুনে পরিণত হয়।
"বাংলা"
১. বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ বিদ্যা+আলয়।
২. মহেন্দ্র এর সন্ধি বিচ্ছেদ মহা+ইন্দ্র।
৩. শুভেচ্ছা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ শুভ +ইচ্ছা।
৪. শীতার্ত শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ শীত+ঋত।
৫. মতৈক্য শব্দটির সন্ধি বিচ্ছেদ মত+ঐক্য।
৬. রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ রবি +ইন্দ্র।
৭. প্রত্যুষ এর সন্ধি বিচ্ছেদ প্রতি+ঊষ।
৮. অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ অনু+এষণ।
৯. কাজী নজরুল ইসলাম ১৯১৭ সালে বাঙালি পল্টনে যোগদান করেন।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1359 Views
    by sajib
    0 Replies 
    887 Views
    by apple
    0 Replies 
    1851 Views
    by rajib
    0 Replies 
    1453 Views
    by rekha
    0 Replies 
    2616 Views
    by rana

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]