Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#832
বাংলাদেশ

১.সেপ্টেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করেন?
উত্তরঃIPS International Achievement Award and 'Special Recognition for Outstanding Leadership Award '.
2.সম্প্রতি গহিন পাহাড়ে খুঁজে পাওয়া 'তিনাম ঝরনা' কোথায় অবস্থিত?
উত্তরঃআলীকদম, বান্দরবান
৩.বর্তমানে আমাদের সাক্ষরতার হার কত?
উত্তরঃ৭২.৯%
৪.বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেছেন?
উত্তরঃশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৫. ৫ সেপ্টেম্বর ২০১৮ দেশের বিমানবহরে যুক্ত বিমানটির নাম কী?
উত্তরঃআকাশবীণা
৬.বাংলাদেশে ইসলামী উন্নয়ন ব্যাংক (IDB)এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ৯ সেপ্টেম্বর ২০১৮
৭.নতুন দুটি চামড়া শিল্পনগরী হচ্ছে কোথায়?
উত্তরঃ চট্টগ্রাম ও রাজশাহী
৮.দেশীয় প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরী ১ম সোলার ল্যাপটপের নাম কী?
উত্তরঃতালপাতা, নির্মাতা প্রতিষ্ঠান ডেটাসফট সিষ্টেম লিমিটেড
৯.'সাঁওতাল রমনী' কার বিখ্যাত চিত্রকর্ম?
উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদিন।
১০.' অনুপ্রেরণা ১৯' কী?
উত্তরঃগাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মিত স্মারক ভাষ্কর্য, ভাষ্কর মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।
১১.অর্থবিভাগের 'ব্যয় নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা ' অনুবিভাগের পরিবর্তিত নাম কী?
উত্তরঃব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ।
১২. পুলিশ কল্যাণ ট্রাষ্টেরর মালিকানায় প্রতিষ্ঠিত হতে যাওয়া ব্যাংকের নাম কী?
উত্তরঃ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লি.

জাতীয়_সংসদ_ও_বিল

১৩. বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল ২০১৮ পাস হয় কবে?
উত্তরঃ১২ সেপ্টেম্বর ২০১৮
১৪.বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০১৮ পাস হয় কবে?
উত্তরঃ১২সেপ্টেম্বর ২০১৮
১৫.যৌতুক নিরোধ বিল ২০১৮ পাস হয় কবে?
উত্তরঃ১৬ সেপ্টেম্বর ২০১৮
১৬.কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা বিল ২০১৮ পাস হয় কবে?
উত্তরঃ২০ সেপ্টেম্বর ২০১৮

আন্তর্জাতিক

১৭.বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃযুক্তরাষ্ট্র।
১৮. পঞ্চম BIMSTEC সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃশ্রীলংকা
১৯.কাশ্মীরের ১ম মুসলিম নারী পাইলট কে?
উত্তরঃইরম হাবিব।
২০.অষ্ট্রেলিয়ার ইতিহাসে ১ম মুসলিম নারী সিনেটর কে?
উত্তরঃমেহরিন ফারুকি।
২১.জাপানে যুদ্ধবিমানের ১ম নারী পাইলট কে?
উত্তরঃমিসা মাতসুসিমা
২২.যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের ১ম মুসলিম অ্যাটর্নি জেনারেল হতে যাচ্ছেন কে?
উত্তরঃকেইথ এলিসন।
২৩.বিশ্বের ৩য় বৃহত্তম মসজিদের নাম কী?
উত্তরঃআলজেরিয়া গ্র্যান্ড মসজিদ।
২৪.সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃমুতাজ মুসা আবদুল্লাহ।
২৫.বিশ্বেরর ১ম ভাসমান দুগ্ধ খামার কোন দেশে অবস্থিত?
উত্তরঃনেদারল্যান্ডস
২৬.কিসমিস উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃতুরস্ক
২৭.জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক
অধিবেশনের সভাপতি কে?
উত্তরঃমারিয়া ফার্নান্দো এম্পিনোসা গারসেস,ইকুয়েডর।
২৮.২০১৮ সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন কে কে?
উত্তরঃনোভাক জোকোভিচ(সার্বিয়া) ও নাওমি ওসাকা(জাপান)
#মানব_উন্নয়ন_প্রতিবেদন_২০১৮
২৯.বিশ্বে জনসংখ্যা কত?
উত্তরঃ৭৫৫.০৩ কোটি।
৩০.বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ১.১%
৩১.জনসংখ্যা শীর্ষ দেশ?
উত্তরঃচীন,১৪০.৯৫ কোটি।
৩২.জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষ দেশ?
উত্তরঃবাহরাইন ৪.৩%এবং কম বুলগেরিয়া -০.৭%।
৩৩.সার্কভুক্ত দেশে সাক্ষরতার হারে শীর্ষ?
উত্তরঃমালদ্বীপ ৯৮.৬%
৩৪.বাংলাদেশের পুরুষ ও নারীর মাথাপিছু আয়?
উত্তরঃপুরুষ৫২৮৫ মা,ডলার
ও মহিলা২০৪১ মা.ডলার
৩৫..বাংলাদেশের পুরুষ ও নারীর মাথাপিছু গড় আয়ু?
উত্তর : পুরুষ ৭১.২ বছর ও নারী ৭৪.৬ বছর।

সংগৃহিতঃ Obujh Sonju
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]