Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6737
১.বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
-Ministry of Agriculture.
২.কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থা কী?
-১.কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
২.বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
৩.বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
৪.বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট
৫.মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট
৬.তুলা উন্নয়ন বোর্ড
৭.বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল
৮.বাংলাদেশ উন্নয়ন কর্পোরেশন
৯.বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
১০.বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট
১১.বরেন্দ্র বনভূমি উন্নয়ন কর্তৃপক্ষ
১২.সীড সার্টিফিকেশন এজেন্সী
১৩.কৃষি বিপণন অধিদপ্তর
১৪.কৃষি তথ্য সার্ভিস
১৫.বাংলাদেশ ফলিত তথ্য গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
১৬.মৃত্তিকা সম্পদ উন্নয়ণ ইনস্টিটিউট
১৭.বাংলাদেশ ধান জ্ঞান ব্যাংক
১৮.সার্ক কৃষি কেন্দ্র প্রভৃতি।
২.সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত?
-ফার্মগেট, ঢাকা।
৩.সার্ক কৃষি কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৮৯ সালে।
৪.বীজ প্রত্যয় এজেন্সি কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৪ সালে।
৫.কৃষি বিপণন অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৩৪ সালে।
৬.বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কবে গঠন করা হয়?
-১৫ জানুয়ারি ১৯৯২
৭.বরেন্দ্র বনভূমি উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর কোথায়?
-রাজশাহী ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]