Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6715
ইসলাম
১.আল্লাহর নিকট মনোনীত একমাত্র দীন কোনটি?
-ইসলাম
২.সকল নবী-রাসূলের ধর্ম কি ছিল?
-ইসলাম
৩.কুরআনের প্রথম বাণী কোনটি?
-ইকরা (পড়)
৪.ইসলাম ধর্মের মূল কথা কী?
-আল্লাহর আনুগত্য করা।
৫.বেহেশত এবং দোযখের সংখ্যা কতটি?
-যথাক্রমে ৮টি এবং ৭টি ।
৬.একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা কোনটি?
-ইসলাম

আল কুরআন
১.আল কুরআনের সুরক্ষিত স্থান কোনটি?
-লাওহে মাহফুজ।
২.কুরআন কার মাধ্যমে কার ওপর অবতীর্ণ হয়?
-হযরত জিব্রাইল (আ) এর মাধ্যমে মহানবী (স) এর ওপর।
৩.কুরআন শব্দের আভিধানিক অর্থ কী?
-মহাপাঠ্যগ্রন্থ।
৪.কুরআন প্রথম অবতীর্ণ হয় কবে?
-১৭ আগস্ট ৬১০ ঈসায়ী সাল।
৫.কুরআন সর্বমোট কতদিনে অবতীর্ণ হয়?
-২২ বছর ৫ মাস ১৪ দিনে।
৬.কুরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়?
-হেরা গুহায়।
৭.কুরআন প্রথম অবতীর্ণের সময় রাসূলের বয়স ছিল কত?
-৪০ বছর ১১ দিন।
৮.কুরআনের প্রথম অবতীর্ণ সুরা কোনটি?
-সূরা আলাক।
৯.কুরআনের সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি?
-সূরা ফাতিহা
১০.কুরআনের কোন সূরায় বিসমিল্লা নেই?
-সূরা তওবায়।
১১.কোন সূরায় দুবার বিসমিল্লাহ রয়েছে?
-সূরা নামলে।
১২.কুরআনের জননী কোন সূরা?
-সূরা ফাতিহা।
১৩.কুরআনের অন্তর কোনটি?
-সূরা ইয়াসিন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]