Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6641
১.পেসমেকার:
রোগীর হার্ট বিকল হয়ে গেলে যে যন্ত্র বিকল্প হার্ট হিসেবে ব্যবহৃত হয়।
২.কনট্যাক্ট লেন্স:
চোখের চিকিৎসায় ব্যবহৃত অতি ক্ষুদ্র লেন্স।
৩.ক্লিনিক্যাল থার্মোমিটার:
শরীরের তাপমাত্রা নির্ণয়ের জন্য ব্যবহৃত।
৪.কেমোথেরাপি:
অ্যান্টি-ক্যান্সার ড্রাগ দিয়ে ক্যান্সারের চিকিৎসাকে বলা হয় কেমোথেরাপি।
৫.আলট্রাসনোগ্রাফি:
অতিশাব্দিক তরঙ্গের সাহায্যে কোনো বস্তুকে স্ক্যান করে যে সংকেত পাওয়া যায় তা ব্যবহার করে ফটো তোলা প্রক্রিয়ার সাধারণ নাম।
৬.ইলেকট্রো এনসেফালোগ্রাফ:
মস্তিষ্কের মধ্যে পর্যায়ক্রমে যে বিদ্যুৎপ্রবাহ হয় দা লেখচিত্রে ধরে রাখার যন্ত্র।
৭.ইলেকট্রোকার্ডিওগ্রাফ:
হৃদযন্ত্রের পেশী সংকোচন ও প্রসারণের জন্য যে বিদ্যুৎ প্রবাহ দরকার হয় তার লেখচিত্র পাওয়ার যন্ত্রের নাম।
৮.স্ফিগমোম্যানোমিটার:
রক্তচাপ নির্ণয়কারী যন্ত্র।
৯.স্টেথোস্কোপ:
রোগীর হৃদস্পন্দনের শব্দ ও শ্বাস-প্রশ্বাস পরীক্ষার যন্ত্র।
১০.কম্পিউটারাইজড টমোগ্রাফি:
মানবদেহে পরিপূর্ণ বা আংশিক চিত্র পাওয়া যায় টমোগ্রাফির মাধ্যমে।
১১.ইসিজি:
ইলেকট্রোকার্ডিওগ্রাফিকে সংক্ষেপে ইসিজি বলে।
১২.ক্যাট স্ক্যানার:
ক্যাট স্ক্যানারের মাধ্যমে মস্তিষ্ক, কিডনি, লিভার ইত্যাদি রোগ নির্নয় করা হয়।
১৩.ইকোকার্ডিওগ্রাফি:
হৃদপিন্ডের কর্মক্ষমতা এবং রোগ সনাক্ত করার বিশষ ধরনের পরীক্ষা পদ্ধতি।
১৪.কেমোথেরাপি:
রাসায়নিক পদার্থের সাহায্যে চিকিৎসা করার একটি বিশষ পদ্ধতি।
১৫.এনডোসকপি:
অপটিক্যাল ফাইবারের সাহায্যে শরীরের ভেতর আলোক উৎস প্রবেশ করিয়ে গ্যাস্ট্রো-ইনটেস্টিনাল ট্রাক্টে সরাসরি পর্যবেক্ষণকে এনডোসকপি বলে।
১৬.বায়োপসি:
রোগাক্রান্ত কোষের চিকিৎসার উন্নত একটি পদ্ধতির নাম বায়োপসি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    67 Views
    by bdchakriDesk
    0 Replies 
    71 Views
    by bdchakriDesk
    0 Replies 
    77 Views
    by bdchakriDesk
    0 Replies 
    56 Views
    by bdchakriDesk
    0 Replies 
    60 Views
    by bdchakriDesk

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]