Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6513
১.বাংলাদেশের কোথায় কোথায় বন্য কুকুর দেখা যায়?
-সুন্দরবন এবং দেশের পূর্বাঞ্চলীয় পাহাড়িয়া বনভূমিতে ।
২.বাংলাদেশের কোথায় অধিক পরিমাণ কুমির বসবাস করে?
-সুন্দরবনের পানিতে।
৩.পৃথিবীর কোন অঞ্চল থেকে বাংলাদেশের অতিথি পাখিরা আসে?
-সূদুর সাইবেরিয়া থেকে ।
৪.বাংলাদেশের বৃহত্তম পশু কোনটি?
-হাতি
৫.খামার পর্যায়ে ছাগল পালনে ছাগলের কোন অঙ্গে নম্বর লাগাতে হয়?
-কানে
৬.বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
-কক্সবাজার জেলার চকোরিয়াতে ।
৭.বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
-বাগেরহাট
৮.কোন নদীতে কুমির সদৃশ ঘড়িয়াল দেখা যায়?
-পদ্মা নদীতে।
৯.গবাদি পশুর জাত উন্নয়নে পাক-ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
-লর্ড লিন লিথগো।
১০.বাংলাদেশের কোন কোন জেলায় গোচারণের জন্য বাথান আছে?
-পাবনা ও সিরাজগঞ্জে।
১১.যমুনাপাড়ী ছাগলের অপর নাম কী?
-রামছাগল
১২.বাংলাদেশে কত প্রকারের স্তন্যপায়ী পশু দেখা যায়?
-১০৫ প্রকার
১৩.বাংলাদেশে কত প্রজাতির সরীসৃপ প্রাণী দেখা যায়?
-১২০ প্রজাতির
১৪.বাংলাদেশে কত প্রজাতির পাখি দেখা যায়?
-৫৬৭ প্রজাতির
১৫.ব্লাক বেঙ্গল কি?
-কালো জাতের ছাগল
১৬.বাংলাদেশে কয়টি ভিটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে?
-১টি।
১৭.বাংলাদেশে কয়টি ভিটেরিনারি কলেজ রয়েছে?
-৩টি।
১৮.মুরগির সবচেয়ে মারাত্মক রোগ কোনটি?
-রানীক্ষেত
১৯.ডিম সংরক্ষণের আদর্শ তাপমাত্রা কত?
-১০-১৫ ডিগ্রি সে.।
২০.কবুতর ও কোয়েলের ডিম থেকে কতদিনে বাচ্চা ফুটে বের হয়?
-১৮ দিনে ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]