Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6495
১.যমুনাপাড়ী ছাগলের অপর নাম কী?
-রামছাগল
২.কয়েকটি উন্নতজাতের গরুর নাম কী?
-শাহীওয়াল, সিন্ধি, ফ্রিজিয়ান ইত্যাদি।
৩.ডাকপ্লেগ ও রানীক্ষেত রোগে আক্রান্ত হয় কোন প্রাণী?
-হাঁস ও মুরগী।
৪.হাসের প্লেগ রোগের কারণ কী?
-ভাইরাস
৫.একটি সংকর জাতের গাভি কি পরিমাণ দুধ দিতে পারে?
-দৈনিক ৭ লিটার থেকে ৩৫ লিটার পর্যন্ত।
৬.গাভীর ওলান প্রদাহ রোগ কেন হয়?
-ব্যাকটেরিয়ার আক্রমণে।
৭.দেশে প্রথম এভিয়ান ইনফ্লয়েঞ্জা কোথায় সনাক্ত করা হয়?
-সাভারের বিমান পোল্টি কমপ্লেক্স।
৮.বাংলাদেশে প্রথম বণ্য প্রাণি অধ্যাদেশ জারি করা হয় কবে?
-১৯৭৩ সালে
৯.ভাইরাস কি?
-এক ধরনের অকোষীয় রোগ সৃষ্টিকারী জীবাণু।
১০.ওরাইক্স বণাঞ্চল কোথায় অবস্থিত?
-ওমানে
১১.বসন্ত, রূপা কী?
-মুরগির রোগ
১২.সারপিট কী?
-ছাগলের মলমূত্র নর্দমার সাহায্যে গর্তে জমা করাকে সারপিট বলে।
১৩.খামার পর্যায়ে ছাগল পালনে ছাগলের কোন অঙ্গে নম্বর লাগাতে হয়?
-কানে
১৪.বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
-বাগেরহাটে।
১৫.কোন নদীতে কুমির সদৃশ ঘড়িয়াল দেখা যায়?
-পদ্মা নদীতে
১৬.বাংলাদেশের কোথায় কোথায় হাতি পাওয়া যায়?
-পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বনভূমিতে
১৭.রয়েল বেঙ্গল টাইগার কোন বনে পাওয়া যায়?
-সুন্দরবনে।
১৮.বাংলাদেশের কোন প্রাণী হিংস্রতায় পৃথিবীর সেরা?
-রয়েল বেঙ্গল টাইগার।
১৯.বাংলাদেশে কয়টি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় আছে?
-১টি।
২০.বাংলাদেশে কয়টি ভেটেরিনারি কলেজ রয়েছে?
-৩টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2415 Views
    by sajib
    0 Replies 
    1990 Views
    by kajol
    0 Replies 
    2412 Views
    by rajib
    0 Replies 
    1362 Views
    by shihab
    0 Replies 
    1994 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]