- Sun Feb 14, 2021 1:29 pm#6492
১.বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সৃষ্টি করা হয় কত সালে?
-১৯৭২ সালে
২.২০২০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ লাভ করেন –
-সৈয়দ মোয়াজ্জেম আলী
৩.বর্তমানে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার কত?
-১০.৫%
৪.দেশের প্রথম রেলওয়ে জাদুঘর অবস্থিত কোথায়?
-পাহাড়তলী, চট্টগ্রাম।
৫.বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে কতটি?
-২টি।
৬.সাধারণ করমুক্ত আয়সীমা কত?
-৩ লাখ টাকা
৭.বর্তমানে দেশে নদী বন্দর রয়েছে কতটি?
-৩৫টি
৮.চেঙ্গি সেতু অবস্থিত কোথায়?
-রাঙামাটি
৯.পদ্মা বহুমুখী সেতুর স্প্যানের সংখ্যা কতটি?
-৪১টি।
১০.শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রথম ব্যাংক –
-আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড
১১.১৩ তম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় –
-বাংলাদেশ
১২.শেষ মুঘল সম্রাট ছিলেন কে?
-বাহাদুর শাহ পার্ক
১৩.সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় নাম কী?
-নারিকেল জিঞ্জিরা।
১৪.বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
-১৯১১ খ্রি. ।
১৫.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর অন্তর্ভুক্ত ছিল কোন সেক্টরে?
-২ নং সেক্টরে।
১৬.জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কত সালে?
-১৯৭৪ সালে।
১৭.চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কী?
-বিঝু
১৮.আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন?
-৩৫ জন
১৯.জাতীয় মুক্তিযোদ্ধা দিবস কবে?
-১ ডিসেম্বর
২০.বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়?
-১৯৯১ সালে।
-১৯৭২ সালে
২.২০২০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ লাভ করেন –
-সৈয়দ মোয়াজ্জেম আলী
৩.বর্তমানে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার কত?
-১০.৫%
৪.দেশের প্রথম রেলওয়ে জাদুঘর অবস্থিত কোথায়?
-পাহাড়তলী, চট্টগ্রাম।
৫.বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে কতটি?
-২টি।
৬.সাধারণ করমুক্ত আয়সীমা কত?
-৩ লাখ টাকা
৭.বর্তমানে দেশে নদী বন্দর রয়েছে কতটি?
-৩৫টি
৮.চেঙ্গি সেতু অবস্থিত কোথায়?
-রাঙামাটি
৯.পদ্মা বহুমুখী সেতুর স্প্যানের সংখ্যা কতটি?
-৪১টি।
১০.শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রথম ব্যাংক –
-আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড
১১.১৩ তম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় –
-বাংলাদেশ
১২.শেষ মুঘল সম্রাট ছিলেন কে?
-বাহাদুর শাহ পার্ক
১৩.সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় নাম কী?
-নারিকেল জিঞ্জিরা।
১৪.বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?
-১৯১১ খ্রি. ।
১৫.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর অন্তর্ভুক্ত ছিল কোন সেক্টরে?
-২ নং সেক্টরে।
১৬.জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কত সালে?
-১৯৭৪ সালে।
১৭.চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান কী?
-বিঝু
১৮.আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন কতজন?
-৩৫ জন
১৯.জাতীয় মুক্তিযোদ্ধা দিবস কবে?
-১ ডিসেম্বর
২০.বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়?
-১৯৯১ সালে।