Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#799
১। এজেন্সি ফ্রান্স প্রেস (AFP) - প্যারিস, ফ্রান্স।
২। এসোসিয়েট প্রেস (AP) - যুক্তরাষ্ট্র। ৩। ক্যাবল নিউজ নেটওয়ার্ক (CNN) - যুক্তরাষ্ট্র।
৪। রয়টার্স (Reuters) - যুক্তরাজ্য। ৫। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC) - লন্ডন, যুক্তরাজ্য।
৬। মিডল ইস্ট নিউজ এজেন্সি (MENA) - মিশর।
৭। সৌদি প্রেস এজেন্সি (SPA) - সৌদি আরব।
৮। আনতারা (Antara) - ইন্দোনেশিয়া। ৯। ইন্টারফ্যাক্স (Interfax) - রাশিয়া। ১০। তাস (TASS) - রাশিয়া।
১১। ইস্টার্ন নিউজ এজেন্সি (ENA) - বাংলাদেশ।
১২। বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS) - বাংলাদেশ।
১৩। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI) - ভারত।
১৪। ভয়েস অব আমেরিকা (VOA) - যুক্তরাষ্ট্র।
১৫। রাষ্ট্রীয় সমাচার সমিতি (RSS) - নেপাল।
১৬। এসোসিয়েট প্রেস অব পাকিস্তান (AAP) - পাকিস্তান।
১৭। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (IRNA) - ইরান।
১৮। সানা (SANA) - সিরিয়া।
১৯। ওয়াফা - ফিলিস্তিন।
২০। সিনহুয়া - চীন।
২১। এশিয়া উইক - চীন।
২২। তানযুগ - যুগোস্লাভিয়া। ২৩। নভোস্তি - রাশিয়া।

সংগৃহিতঃ- ‎Sanowar Hossain‎