Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6379
১.বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কী?
-স্বাধীনতা পদক
২.কিউনিফর্ম কী?
-সুমেরীয় লিপি
৩.সম্মিলিতভাবে গীত লোকগান নয় কোনটি?
-বাউল
৪.এ যাবৎ কতজন বাঙালি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন?
-চার
৫.নিজেকে জানো – উক্তিটি কার?
-সক্রেটিস
৬.বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
-১৯৫৫ সালে
৭.নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
-বাংলা একাডেমি
৮.সম্প্রতি দেশে নতুন ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী ‘বামন চিকা’ এর সন্ধান পাওয়া যায় –
-চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায়
৯.জলপাই গাছ কীসের প্রতীক?
-শান্তির
১০.মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে?
-তানভীন কবির
১১.বাংলাদেশে কবে প্রথম অফলাইন ই-মেইল চালু হয়?
-১৯৯৩ সালে
১২.ময়মনসিংহ বিভাগের আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি?
-শেরপুর
১৩.ভাওয়াইয়া গানের সাথে জড়িত কার নাম?
-আব্বাসউদ্দীন
১৪.বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?
-রাষ্ট্রপতি।
১৫.বাঙালি জাতিসত্ত্বার প্রতীক কী?
-শাপলা ফুল
১৬.বাংলাদেশের সীমান্ত রয়েছে কতটি দেশের সাথে?
-২টি।
১৭.প্রবাসী আয় অজর্নে বাংলাদেশের স্থান কত?
-নবম
১৮.বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
-ভুটান
১৯.বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশন রয়েছে কতটি?
-১২
২০.রংপুর অঞ্চলের গান কী?
-ভাওয়াইয়া
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    8 Views
    by rana
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    10 Views
    by rana
    0 Replies 
    859 Views
    by shahan
    0 Replies 
    1134 Views
    by rafique

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]