Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6339
৬ নভেম্বর ২০১৮ মন্ত্রিসভা রপ্তানি নীতি ২০১৮-২১ এর খসড়া অনুমোদন দেয় । বর্তমান রপ্তানি নীতি হালনাগাদ করে নতুন নীতি করা হয়।

সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত
নতুন রপ্তানি নীতি সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাতে নতুন তিনটি পণ্য বাড়িয়ে ১৫টি করা যায়। নতুন তিনটি পণ্য হলো –
১.ডেনিম
২.API এবং
৩.রি-এজেন্ট
আগের ১২টি সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হচ্ছে –
১.অধিকমূল্য সংযোজিত তৈরি পোশাক এবং গার্মেন্টস এক্সেসরিজ
২.সফটওয়্যার ও আইটি অ্যানাবল সার্ভিসেস, আইসিটি পণ্য
৩.ফার্মাসিউটিক্যাল পণ্য
৪.জাহাজ ও সমুদ্রগামী ফিশিং ট্রলার নির্মাণ
৫.জুতা ও চামড়াজাত পণ্য
৬.পাটজাত পণ্য
৭.প্লাস্টিক পণ্য
৮.এগ্রো-প্রোডাক্টস ও এগ্রো প্রসেসড পণ্য
৯.ফার্ণিচার
১০.হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল
১১.হোম ফার্নিশিং
১২.লাগেজ

বিশেষ উন্নয়মূলক খাত
নতুন রপ্তানি নীতিতে বিশেষ উন্নয়ন মূলক পাচটি খাত বাড়িতে ১৯ টি করা হয়। নতুন পাঁচটি পন্য হলো-
১.লাইট ইঞ্জিনিয়ারিং
২.সোলার এনার্জি
৩.কাজু বাদাম
৪.জীবন্ত ও প্রাক্রিয়াজাত কাকড়া ও
৫.খেলনা।