Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6276
১.১ জানুয়ারি ২০২১ কোন দেশে নতুন সংবিধান কার্যকর হয়?
-আলজেরিয়া।
২.২ জানুয়ারি ২০২১ কোন দেশ মৃত্যুদন্ড বিলুপ্ত করে?
-কাজাখস্তান।
৩.১৪ ডিসেম্বর ২০২০ সার্কভুক্ত কোন দেশ ইসরাইলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক অনুমোদন করে?
-ভুটান
৪.১০ ডিসেম্বর ২০২০ কোন আরব দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্কের ঘোষণা দেয়?
-মরক্কো।
৫.২০২০ সালে কোন দেশ দারিদ্র্যমুক্ত হওয়ার ঘোষণা দেয়?
-চীন।
৬.বিশ্ব হাতের লেখা দিবস কবে?
-২৩ জানুয়ারি ।
৭.বাংলা একাডেমি প্রবর্তিত সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০২০ এর জন্য মনোনীত হয় কে?
-প্রাবন্ধিক হাসান ফেরদৌস।
৮.২০২১ সালে আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হয় কোন বাংলাদেশি?
-অধ্যাপক ড. এম জাহিদ হাসান।
৯.২০২১ সালে প্রথম বাংলাদেশি হিসেবে গ্লোবাল হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হন কে?
-তাজিন শাদিদ।
১০.নবম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হয় কবে?
-১-১০ এপ্রিল ২০২১।
১১.পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস কবে অনুষ্ঠিত হয়?
-১০-১৯ সেপ্টেম্বর ২০২১।
১২.১৯ তম এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হবে?
-১০-২৫ সেপ্টেম্বর ২০২২।
১৩.প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা কার্যকর হবে কবে?
-১৯ ফেব্রুয়ারি ২০২১।
১৪.মার্কিন কংগ্রেসের ভবনের নাম কী?
-ক্যাপিটাল ভবন।
১৫.২০ জানুয়ারি ২০২১ পুলিশের কোন থানাটি উদ্বোধন করা হয়?
-ঈদগাঁও থানা, কক্সবাজার।
১৬.দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় স্থাপিত হয়?
-ভাঙ্গা, ফরিদপুর ।
১৭.বাংলাদেশে নিবন্ধিত সিমেন্ট কোম্পানি কতটি?
-৭৬টি।
১৮.বর্তমানে দেশে বিসিক শিল্পনগরী কতটি?
-৭৬টি।
১৯.৭৮ তম ও প্রথম নারী মার্কিণ অর্থমন্ত্রী কে?
-জ্যানেট ইয়েলেন।
২০.এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি?
-৮৫টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]