Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6257
১.মহাস্থানগড়ের পুরাতন নাম কী?
-পুন্ড্রবর্ধন।
২.ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে?
-মুহাম্মদ ঘুরী।
৩.কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনীর কোন রেজিমেন্টের অন্তর্ভুক্ত হয়ে যুদ্ধ করেন?
-৪৯ বেঙ্গল রেজিমেন্ট।
৪.মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে?
-নওয়াব স্যার সলিমুল্লাহ।
৫.বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট পালন করা হয় কত সালে?
-১১ মার্চ ১৯৪৮।
৬.দেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কী?
-জীবনতরী।
৭.বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়?
-চট্টগ্রামে।
৮.বাংলায় স্বাধীন নবাবী আমলের সূচনা করেন কে?
-মুর্শিদকুলী খান।
৯.বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত?
-বুড়িগঙ্গা
১০.বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কী?
-৪টি।
১১.বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় কত সালে?
-২১ নভেম্বর ১৯৭১।
১২.ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি?
-৮১টি।
১৩.বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর কোনটি?
-বরেন্দ্র গবেষণা জাদুঘর।
১৪.উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
-২০০ নটিক্যাল মাইল।
১৫.বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কী?
-গণহত্যা ও যুদ্ধাপরাধ প্রসঙ্গ।
১৬.১৯৭৪ সালে মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
-দিল্লি, ভারত।
১৭.বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
-ফরিদপুর।
১৮.বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?
-১৯৯৭ সালে।
১৯.বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
-ভারত
২০.স্বাধীনতার ঘোষনার মাধ্যমে শেষ হয় –
-অসহযোগ আন্দোলন।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  1 Replies 
  275 Views
  by ameer
  1 Replies 
  243 Views
  by anwar
  0 Replies 
  178 Views
  by sakib
  1 Replies 
  185 Views
  by badr
  0 Replies 
  138 Views
  by sakib

  ১. ১৯৭১ সালে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন? গোলা[…]

  ১. নগর রাষ্ট্রের প্রচলন ছিল কোথায়? গ্রীস। ২. প্রা[…]

  "ফিনিশীয় সভ্যতা ,পারস্য সভ্যতা ,হিব্রু স[…]

  ০১. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা তে কয়টি […]