Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6244
১.বাংলাদেশের প্রথম ওয়াইফাই সিটির নাম কী?
-সিলেট
২.বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে?
-চীন।
৩.দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কত বছর?
-২০ বছর।
৪.বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র কোনটি?
-পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
৫.একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম কী?
-আমার বাড়ি আমার খামার প্রকল্প।
৬.দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে কী?
-ঢাকা-মাওয়া মহাসড়ক।
৭.বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরী করেন কে?
-মুশফিকুর রহিম।
৮.মুক্তিযুদ্ধভিত্তিক সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য কী?
-বীর।
৯.রসুনের বিকল্প বিডি নিরা এর উদ্ভাবক কে?
-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
১০.জাতীয় পরিসংখ্যান দিবস কবে?
-২৭ ফেব্রুয়ারি।
১১.২০১৯-২০ অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিট্যান্স আসে?
-সৌদি আরব।
১২.বাংলাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় কত সালে?
-১১ মে ২০২০।
১২.মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
-ময়মনসিংহ।
১৩.বর্তমানে দেশে কয়লাখনি রয়েছে কতটি?
-৫টি।
১৪.বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অবস্থিত কোথায়?
-বিজয় সরণী, ঢাকা
১৫.সুখ সাগর কোন ফসলের জাত?
-পেঁয়াজ।
১৬.দেশের নতুন ইপিজেড নির্মাণ করা হয় কোথায়?
-যশোর, পটুয়াখালী ও রংপুর।
১৭.বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ এ চ্যাম্পিয়ন হয় কে?
-জেমকন খুলনা।
১৮.বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কতটি?
-৪টি।
১৯.বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাস্টাস লাভ করে কত সালে?
-১৯৯৭ সালে।
২০.দেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কী?
-জীবনতরী।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  1 Replies 
  271 Views
  by ameer
  1 Replies 
  243 Views
  by anwar
  0 Replies 
  177 Views
  by sakib
  1 Replies 
  185 Views
  by badr
  0 Replies 
  138 Views
  by sakib