Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#6192
১.কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কী পরিবর্তন ঘটে?
-বায়ুপ্রবাহ বেড়ে যায়।
২.বাংলাদেশ শীতকালে কম বৃষ্টিপাত হয় কীসের প্রভাবে?
-উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে ।
৩.বাংলাদেশের আবহাওয়া কোন ধরনের?
-ক্রান্তীয় মৌসুমি জলবায়ু।
৪.সমুদ্রস্রোতের অন্যতম কারণ কী?
-বায়ু প্রবাহ।
৫.এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোনটি?
-হালদা নদী।
৬.দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার প্রেক্ষিতে কোন অবস্থার সৃষ্টি হয়?
-খরা।
৭.নদী ভাঙন বেশি হয় –
-বর্ষাকালে
৮.দ্রাঘিমায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত?
-৮৮॰১’ থেকে ৯২॰৪১’ পূর্ব দ্রাঘিমাংশে
৯.বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
-২০০ নটিক্যাল মাইল
১০.লাইন অব কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা?
-ভারত ও পাকিস্তান।
১১.বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কী?
-লালপুর, নাটোর।
১২.গ্রিনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
-যুক্তরাজ্য।
১৩.অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি?
-জানুয়ারি
১৪.পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির হলো –
-সাহারা মরুভূমি
১৫.লা-প্লাটা নদীর মোহনায় অবস্থিত কোনটি?
-মন্টিভিডিও, উরুগুয়ে
১৬.উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কে?
-পানামা খাল
১৭.বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি কেন্দ্র কোথায় অবস্থিত?
-বেইজিং।
১৮.পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণির উৎপত্তি হয়েছে কোন যুগে?
-টারশিয়ারি যুগে।
১৯.বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কোনটি?
-মহানন্দা।
২০.নিরক্ষীয় অঞ্চলের পানি কেমন?
-উষ্ণ ও হালকা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    217 Views
    by tamim
    0 Replies 
    90 Views
    by rafique
    0 Replies 
    438 Views
    by sajib
    0 Replies 
    866 Views
    by rajib
    0 Replies 
    225 Views
    by shohag

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]